এবিবি-ফান প্রশ্ন ১২৯ | আপনি ভালোবাসা বলতে কি বোঝেন, যদি সহজ কথায় বলতেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি ভালোবাসা বলতে কি বোঝেন, যদি সহজ কথায় বলতেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জানা নেই, তবে আমি জানতে ভীষণ ইচ্ছুক। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
ভালোবাসা হচ্ছে পাগলামি। স্বাভাবিক বুদ্ধি হারিয়ে পাগল হয়ে যাওয়ার নামই ভালোবাসা।ভালোবাসা হচ্ছে অস্বাভাবিক উদারতা। নিজের সবকিছু অন্যকে বিলিয়ে দিয়ে গরীব হয়ে থাকতে ইচ্ছে করার নামই ভালোবাসা। তবে এই উত্তর abb-fun একসেপ্ট করবে না, অন্য কিছু বলতে হবে। ধরেন আমি নিজে থেকে সেধে বাঘের খাঁচার ভিতর ঢুকে গেলাম আর বললাম আমাকে খাও। ধরেন এতদিন বাড়িতে বাঁশ ঝাড় ছিল না, এখন আমি নিজে থেকেই একটা বাঁশ ঝাড় নিজের জন্য তৈরি করার সিদ্ধান্ত নিলাম। আমি খুব ভালো আছি সুস্থ আছি এটা আমার সহ্য হচ্ছে না, তাই নিজেকে কিছুটা অশান্তির ভিতর রাখার জন্য উৎফুল্ল হয়ে উঠলাম। আমার কাছে আপাতত এটাই প্রেম বা ভালোবাসা।
 last year 

যে বাসায় পর্যাপ্ত আলো, বাতাসের ব্যবস্থা আছে।নিরবিচ্ছিন্ন বিদ্যুত ও পানির সরবরাহ আছে,যোগাযোগ ব্যবস্থা ভাল ও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি সেই বাসা কে ভালোবাসা বলে। আমি সিঙ্গেল মানুষ আমার কাছে ভালবাসা মানে এটাই।

বেস্ট উত্তর এটা। হা হা হা... আমার কাছেই তাই মনে হয়। 😂

 last year 

সিঙ্গেল সিঙ্গেল ভাই ভাই।

 last year 

ভালোবাসা হলো এক অদ্ভূত টান যা প্রথম প্রথম খুব ভালো কাজ করবে তারপর কয়দিন পরে টাটা বাই বাই হওয়ার তালে থাকবে 🥲।

 last year 

আপনি ভালোবাসা বলতে কি বোঝেন, যদি সহজ কথায় বলতেন?

ভালোবাসা কি তার একদম ধরা বাধা কোন উত্তর নেই দাদা। গভীর ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছে, এক অন্যকে অনেক ভালবাসে তারাও গুছিয়ে এর উত্তর দিতে পারবে না। ভালোবাসা ভাষায় প্রকাশ হয় না, অনুভব করে নিতে হয় সহজ ভাষায় উত্তর দিতে গেলে এমনটাই বলতে হবে।

 last year 

এক সময় ভালোবাসা ছিল অমূল্য সম্পদ। বর্তমানে ভালোবাসা মানে টাইম পাস।মানে স্বার্থ শেষ হলে ভালোবাসা ও শেষ। হা হা হা।

 last year 

ভালোবাসা স্রষ্টা-সৃষ্টির সম্পর্কের ইঙ্গিত বহন করে। শঙ্কিত মানবতা, বিপন্ন পৃথিবী হতে আলোকৃত মানুষ গড়তে ভালোবাসার বিকল্প কিছু নেই। ভালোবাসা এক প্রবিত্র প্রেমময়, আনন্দময়, আবেগ অনুভূতি। ভালোবাসা মানুষের নিত্য দিনের প্রতিনিয়ত সঙ্গী। ভালোবাসা কোন এক নিদিষ্ট দিনের নির্ধারিত সীমাবদ্ধ কোন বিষয় নয়। ভালোবাসার আবেশ অসীম,ব্যাপ্তি সর্বময়।

 last year 

আমার কাছে মনে হয় ,একে অপরের প্রতি তৈরি হওয়া একটি আবেগময় অনুভূতি।যা পরস্পরের মধ্যে বন্ধন বা মনে টানের সৃষ্টি করে।

এটা তো সিরিয়াস সুন্দর উত্তর হয়ে গেলো।🤭

 last year 

হি হি☺️☺️

 last year 

ভালোবাসা মানেই যুদ্ধ, সেই যুদ্ধ কেউ জয় করে কেউ জয় করে না। তবে যুদ্ধের মধ্যেও কিছু মানুষ থাকে যারা ধোকা দিয়ে থাকে। এগুলোই হল যুদ্ধ অপরাধী ভালোবাসা।

 last year 

ভালোবাসা প্রসঙ্গে আপনার উত্তরের মাধ্যমে যুদ্ধ অপরাধী ভালবাসা নামক নতুন একটা শব্দ শিখলাম ভাই।

 last year 

আপনি ভালোবাসা বলতে কি বোঝেন, যদি সহজ কথায় বলতেন?

ভালোবাসা বলতে বুঝি কারোর জন্য বুকের ভিতর তীব্র হাহাকার অনুভব করা। তাকে দেখলেই জমে থাকা তীব্র কষ্টগুলো এক নিমিষেই হারিয়ে যাওয়া।

 last year (edited)

যদিও ভালোবাসার কোন নিদিষ্ট সংজ্ঞা হয় না,তবে দুইজন বিপরীত জেন্ডার মানুষ যখন একজন আরেকজনকে ফিল করে,মিস করে,একজন আরেকজনের প্রতি টান অনুভব করে সেটাকে ভালোবাসা বলে।যাই হোক আর মজা করে বলতে গেলে সুখে থাকতে ভূতের কিল খেতে যার আগ্রহ,এবং আর কাজ কাম ছারা আজাইরা সময় নষ্ট করে অন্যর জন্য অপেক্ষা করা সেটাকেও ভালোবাসা বলে 🤭🤭

ভালোবাসা কি শুধু বিপরীত জেন্ডার এর সাথে হতে পারে নাকি...? একই জেন্ডার এর সাথেও তো ভালোবাসা হতে পারে।

 last year 

কি সাংঘাতিক কথা বার্তা। 😜😜এই ভালোবাসা কোন ভালোবাসা।

ইন্ডিয়ান পেনাল কোডের, আর্টিকেল ৩৭৭ পড়ে দেখেন, ভালো লাগবে।🤭

 last year 

আপাতত আপনিই পড়েন,আমি না হয় পরে পড়বো🤪

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45