আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমার বুকের পিঞ্জিরায় তোমার বসবাস।
তোমায় আমি বাসি ভালো, বেসে যাব থাকতে নিঃশ্বাস।
আসুক যত বাধা এই ছোট্ট জীবন জুড়ে।
থাকবে তুমি বুকের মাঝে রাখবো আমি ধরে।
লেখক
লেখক এর অনুভূতি:
নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য প্রেমিক হৃদয়ের আকুল আবেদন আজকের এই অনু কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার চোখের নীরব ভাষা,
জানায় আমার প্রতি ভালোবাসা।
শব্দের আড়ালে লুকিয়ে থাকা,
তোমার হাসি দেয় শান্তির দেখা।
যদি সময় থেমে যায় একদিন,
তোমার স্মৃতি থেকে যাবে চিরদিন।
তোমার নামেই বেঁধেছি জীবন,
তুমিই আমার চিরকালের বন্ধন।
যদি একদিন বিদায় বলি চিরতরে,
তুমি থেকে যাবে মনের পিঞ্জিরা ধরে।
ভালোবাসার সেই স্মৃতি নিয়ে,
যতদিন নিঃশ্বাস ততদিন বেঁচে রবে।
তোমার ভালোবাসার চাদর,
বুকে এনে দেয় সুখের আলো,
হৃদয়ে খেলা করে স্বপ্ন
তুমি হেসে উঠলেই হ্যালো।
জীবনের পথচলা তুমি,
রোদের মিষ্টি স্নিগ্ধতা,
সকল বাধা এসে দাঁড়াক,
থাকবো তোমার পাশে, সর্বদা।
তুমি আমার আশা ভরসা,
তুমি আমার ভালোবাসা।
তোমায় নিয়ে সারা জীবন,
সুখে দুঃখে কাটাতে চাই এমন।
লড়াই করে বেঁচে আছি,
দুজন মিলে একসাথে থাকি।
সকল বাধা পেরিয়ে মোরা,
হাসিখুশি ভাবে হাতে হাত রাখি।
কোন বাধাই পারবে নাকো
তোমায় নিতে ছিনে
রাখবো আমি প্রিয় তোমায়
হৃদয় মাঝে গেঁথে ।।
তোমার প্রেমে গড়বো আমি
নতুন পৃথিবী
তোমায় নিয়ে থাকবো হেথায়
গড়বো সমাধি।।
তুমি আছো বলে আমি আছি
এই হৃদয়ের কাছাকাছি,
আমি সুখের জোয়ারে
ভেসে যেতে চাই বহুদূরান্তে ,
হৃদয়ের মন কোঠায়
তুমি আছো বলেই,
কষ্টগুলো বাঁধে না বাসা
তুমি আমার আশা তুমিই শেষ ভরসা ।
আমার অন্তরের মণিকোঠায় তোমার বসতবাড়ি,
তোমাকে নিয়ে কল্পনা ছাড়া সেখানে চলে নাতো কোনো গাড়ি।
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেসে যাবো তোমায় আমি ভালো,
আসুক যত রঙিন আলো কিংবা ঘুটঘুটে আঁধার কালো।
আসুক যত বিপত্তি এই জীবন পথে
তোমায় আমি রাখবো অন্তরেতে যত্ন করে।।
গহীন থেকে গহীনে,
প্রতিটি নিউরণে,
আছো তুমি মনে।
পড় তুমি মনে,
প্রতিটি ক্ষণে,
প্রতি অনুরণনে।
জানে জনে জনে,
সেই শুভক্ষণে,
তোমায় বেঁধেছি বন্ধনে।
আমার মন গহীনে তুমি করো বিরাজ,
সেথায় রেখে দিলাম তোমায় রবে যতদিন নিঃশ্বাস।
নেমে আসুক ঘোর আঁধার এই মন কুড়েঘরে,
ছাড়বো না তোমায়,ভালোবেসে যাবো জনম জনম ধরে।
তোমার মায়াবী চাহনিতে আমি হারাই প্রতিনিয়ত,
তোমার ছোঁয়াতে পাই যেন জীবনের মধুরতা অগণিত।
আমার সুখের আকাশে তুমি একখণ্ড রোদ্দুর,
তোমার হাসিতে ঢেকে যায় সমস্ত অন্ধকারের দূর।
তোমায় নিয়ে স্বপ্নের বাগান রচনা করি প্রতিদিন,
তোমার সাথে কাটানো মুহূর্ত যেন এক অমূল্য রত্ন।
জীবনের পথে যতই আসুক কাঁটা আর কণ্টক,
তোমায় নিয়ে চলবো আমি, থাকবো অটুট, থাকবো অটল।
আমার বুকের পাঁজরে তোমারি বসবাস
তোমায় আমি ভালোবাসি প্রাণের চেয়ে বেশি।
যতোদিন আছে এই দেহে প্রাণ
ততোদিন ভালোবেসে যাবো আমি শুধু তোমায়।
আসুক যত বাধা প্রতিকূল পরিবেশ
তোমাকে আমি হারাতে দেবো না এই জীবনের তরে।
তুমি থাকবে আমার হৃদয়ের খুব গভীরে
যুগ থেকে যুগান্তরের মনের আয়নায়।
তোমাকে আমি জড়িয়ে রাখবো ভালোবাসা চাদরে
তুমি কখনো চলে যাবে না এ জীবন ছেড়ে।
জীবনের সকল আশা ভরসা তোমায় কে নিয়ে
তোমাকে আমি আঁকড়ে রাখবো মমতার বাঁধনে।