আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৭steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

বর্ষায় তোমায় খুঁজি,
সাথে বেগুন ভাজা
আমার প্রিয় ওগো,
খিচুড়ি, তুমিই সেরা।।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

খিচুড়ি হলো আমার জীবনে ভালোবাসার অন্য নাম। বিশেষ করে বর্ষার দিনে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আর্দ্রতায় তোমায় খুঁজি
সকালের নাস্তায় টাটকা
আমার প্রিয় ওগো,
কচুড়ি, তুমিই সেরা।

রিমঝিম শব্দে মন উতালা
ঝাল লঙ্কায় মুড়ি মাখা
আমার প্রিয় ওগো,
ইলিশ, তুমিই সেরা।

সতেজ বর্ষায় খুঁজি
সন্ধ্যার চঞ্চল আড্ডা
আমার প্রিয় ওগো,
পাকোড়া, তুমিই সেরা।

 last year 

বাহ্ ভাই ছন্দে ছন্দে অনেক সুন্দর লিখে ফেলেছেন ।

এই কচুড়ি কথাটা কলকাতাতেই বেশ প্রচলিত হাফিজ ভাই। খুব সুন্দর লিখেছেন কবিতাটা।

 last year 

কচুড়ি খিচুড়ি একদিনেই খেয়ে নিলাম। হাঃ হাঃ

 last year 

আমার পাত্রে খিচুড়ি তোমার নাম,
এই বর্ষায় তুমি ছাড়া সব বদনাম।
খিচুড়ির সাথে বেগুন,
এই বার লোকে বুঝতে পারবে
তোমার কত গুন।

 last year 

এটা ভালো ছিল।

 last year 

😍😍 ধন্যবাদ দাদা।

 last year 

ওগো খিচুড়ি

তোমায় আমি বড্ড ভালোবাসি,
বর্ষা দিনে ভরসা ভাই তুমি আছো বলে,
বর্ষা দিনে পেটটা ভরে খেতে পারি বলে,
গরম গরম বেগুন ভাজা, আরো আনে মজা,
খিচুড়ি তুমি, বর্ষা দিনে সবার থেকে সেরা।

 last year 

ভালোবাসলে খাবার কেই ভালোবাসি

 last year 

হ্যাঁ দাদা খাবার কে ভালবাসলে পেট ভরে খাওয়া যায়। আর খাওয়ার জন্যই তো বেঁচে আছি আমরা।

 last year 

বর্ষায় তোমায় খুঁজি,
সাথে বেগুন ভাজা
আমার প্রিয় ওগো ,
খিচুড়ি তুমিই সেরা।।

কি আছে খিচুড়িতে?
বাসমতি চাল , মসুরের ডাল,
মসলা ঠিকঠাক ,একটু ঝাল।
পাত্র ঢেকেঢুকে ,মাঝারি জাল!
বর্ষার খিচুড়ি স্বাদে ভরা গাল।

 last year 

মাঝে বেশি জ্বাল না দিলে সেদ্ধ হবে কি? হাঃ হাঃ

 last year 

বর্ষা মানে ইলিশ ভাজা সাথে খিচুড়ি
খেয়ে খেয়ে বাড়ছে যেন সবার ভুড়ি
খিচুড়ি তুমি সবার প্রিয় বর্ষাকালে তাই
বর্ষায় ভুনা খিচুড়ির কোন জুড়ি নাই
শীত গ্রীষ্ম বর্ষায় তাই খিচুড়িই চাই।

 last year 

ঠান্ডা আবহাওয়া ল, খিচুড়ি সাথে যদি ইলিশ তাহলে ভুঁড়ি না বেড়ে উপায় নেই। হাঃ হাঃ

 last year 

অধির হয়ে বসে থাকি আমি
কখন আসবে বৃষ্টি আর বন্যা,
বৃষ্টি হলেই করবে যে মা
মজাদার সেই খিচুড়ি রান্না।।
সাথে দিবে বেগুন ভাঁজা আর
ভাজা ডিমের টুকরা,
আর ও দিবে বয়াম ভরা
আমের আচারের স্বাদটা।।
খাবো আমি মজা করে
পুরিয়ে মনের তৃপ্তি,
চাইবো যেন বার বার আসে
এমন সুখকর বন্যা আর বৃষ্টি।।

 last year 

বন্যার দরকার নেই। ঝমঝমিয়ে বৃষ্টি হলেই হবে।

 last year 

আমার আবার বন্যা বৃষ্টি দুটো হলে ভালো হয়, দাদা।

 last year 

বৃষ্টি হলেই মনে পড়ে তোমাকে,
জিভের কোণে জল জমে সুগন্ধে
সঙ্গে বেগুন, পটল ও ইলিশ ভাজা,
চাল, ডাল,পেঁপে,আলু আর মিষ্টি কুমড়া
তুমিই হবে খিচুড়ি, বর্ষাতে খাবার রাজা ।।

 last year 

খিচুড়ি যদি রাজা হয়,
বেগুন হবে রাজার রানী।

খিক খিক

 last year 

একদম তাই👍দাদা,খিচুড়ির ভুঁড়ির মধ্যে সব প্রজার বসবাস।☺️☺️

তোমার কবিতা পড়ে তো আমার নিজের জিভের কোনাতে জল চলে আসলো বোন। হা হা হা...😂 মনে হচ্ছে এখনই খিচুড়ি রান্না করে খাই।

 last year 

একদম দাদা👍,তোমাদের ওখানে তো আজ খিচুড়ি খাওয়ার উপর্যুক্ত দিন।বৃষ্টি হচ্ছে যে---☺️☺️

কই কোনো বৃষ্টি হচ্ছে না তো, প্রচন্ড রোদ বাইরে। 🥺 আমি তো বাইরে যেতে গিয়েও ফিরে আসলাম।

 last year 

কিন্তু সকালে তো বৃষ্টি হচ্ছিল তোমাদের ওখানে।☺️☺️

শরীরটা খুব বেশি একটা ভালো না, এই জন্য আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। মনে হয় এজন্য টের পাইনি।

 last year 

তাই হবে দাদা।রঙ্গিন দাদা বলছিলো বৃষ্টির কথা।তখন আমাদের এখানে রোদ হচ্ছিল কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে।

 last year 

তোমায় পেয়েছি আমি বর্ষাতে,
চাল ও ডালের সংমিশ্রণে।
আরো কিছু এড করে
খিচুড়ির যেন মজা আনে।

মজাদার খিচুড়ি তোমায়,
আমি সব সময় চাই।
শীত বর্ষা গ্রীষ্মকালেও
যেন তোমায় খেতে পাই।

 last year 

গরম গরম খিচুড়ি। সেই মজা

 last year 

বৃষ্টিতে তোমায় খুজি,
সাথে মুড়ি ভাজা।
আমার প্রিয় ওগো,
বাদাম ভাজা, তুমিই সেরা।

সন্ধ্যাবেলায় তোমায় খুজি,
সাথে বিস্কুট সেরা।
ওগো আমার প্রিয়,
স্পেশাল চা, তুমি সেরা।

বন্ধুদের আড্ডায় তোমায় খুজি,
সাথে ঘুরতে যাওয়া।
ওগো আমার প্রিয়,
চটপটি আর ফুচকা, তুমিই সেরা।

Posted using SteemPro Mobile

 last year 

বৃষ্টি হলে ইচ্ছা জাগে
খাওয়া-দাওয়া ধুম লাগে
বাস মতি চাল ডালের সাথে
ঝাল ঝাল টেস্টের মাঝে
ইলিশ ভাজা সাদ যে লাগে
সবকিছুই বর্ষার মাঝে
খুঁজে পাই তৃপ্তি।

 last year 

সাথে ইলিশ, আর কি চাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62499.32
ETH 2450.41
USDT 1.00
SBD 2.66