আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৩

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

বৃষ্টি/বর্ষা (বৃষ্টি কিংবা বর্ষার সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মন্টু সদ্য বিয়ে করেছে। হাতে তখনো মেহেদির চিহ্ন। একদিন তুমুল ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন দুর্যোগেও তাকে রাস্তায় দেখা গেল। একটি নামকরা পিজ্জার দোকানে দৌড়ে গিয়ে ঢুকলো ছাতা গুটাতে গুটাতে।বিক্রেতা পিজ্জার বক্স তার হাতে দিতে দিতে প্রশ্ন করল-
বিক্রেতা: আপনি বিবাহিত মনে হচ্ছে...
মন্টু: না হলে কোন মা তার ছেলেকে এই বৃষ্টির মধ্যে বাইরে পাঠায়! তা-ও একটা পিজ্জার লাইগা! কও দেহি মিয়া...

 2 years ago 

এই ধরনের কমেন্ট দেখলে আরো ভয় লাগে মনে হয় সিঙ্গেল থাকাটাই ভালো 🙄🙄

 2 years ago 

হুম, সিঙ্গেল থাকলে ঝামেলা কম☺️.

 2 years ago 

হা হা হা হা এটা বেষ্ট ছিলো, বউ আসতে না আসতে বারোটা বাজায় দিছে।

 2 years ago 

হুম, নতুন বউয়ের আবদার বলে কথা।😃👰🏻‍♀🍕

 2 years ago 

দুই মাতাল রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো ☁️

১ ম মাতাল : ভাই আকাশ ফুটো হয়ে গেছে চল কোনো ছাউনির নিচে যাই ...

হঠাৎ বিদ্যুত চমকালো 🔥

২ য় মাতাল : ওই তো ঝালাই করার লোক এসে গেছে , আর ছাউনির নিচে যেতে হবে না ! !😆😆😆

 2 years ago 

এইডা দারুণ ছিলো ভাই, বেশ মজা পাইছি হা হা হা

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

এটা বেশ মজার ছিল। হা হা হা...

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আজ সারাদিন বৃষ্টি হয়তো ঝালাই করার লোক আসেনি😂

 2 years ago 
এক বৃষ্টির দিনে নাসিরুদ্দিন হোজ্জা জানালার পাশে বসে ছিলেন। তিনি একজনকে বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত দৌড়ে যেতে দেখলেন।

হোজ্জা তাকে থামিয়ে বললেন, বৃষ্টি আল্লাহর অশেষ মেহেরবানি। এক ফোঁটা বৃষ্টির পানিও আল্লাহর নিয়ামত। সেই নিয়ামত এভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়।

হোজ্জার কথা শুনে লোকটি লজ্জিত হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে রওনা হলো।

কয়েকদিন পর আবার বৃষ্টি নামল। তুমুল বৃষ্টি। এবার দৃশ্যপট উল্টো। লোকটি জানালা দিয়ে দেখল, হোজ্জা বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে যাচ্ছে।


লোকটি হোজ্জাকে ডেকে বলল, আরে তুমিই তো সেদিন বললে, বৃষ্টি খোদার নিয়ামত। আজ সেই নিয়ামত ফেলে তুমিই পালিয়ে যাচ্ছ?

হোজ্জা কিন্তু লোকটির কথায় থামল না। বরং দৌড়াতে দৌড়াতেই বলল, হ্যাঁ, আমি এখনও তাই বলছি। খোদার সেই নিয়ামত কি পা দিয়ে মাড়ানো উচিত? এ জন্যই তো দ্রুত বাড়ি যাচ্ছি।
 2 years ago 

হা হা হা অসম্ভব চালাক ছিলেন হোজ্জা, তাইতো চালাকি করে বেচে গেলেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।আসলে অনেক সময় বুদ্ধি খাটিয়ে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

 2 years ago 

অতি চালাক, সবকিছুতেই পার পেয়ে যাবে ভালো ছিল আপনার কৌতুক।

 2 years ago 

অতি চালাকি করতে গিয়ে অনেক সময় কিন্তু আবার বিপদে ও পরতে হয়।

 2 years ago 

বৃষ্টির দিনে দুজন লোক মুখোমুখি এমন এক ইট বিছানো রাস্তায়, যেখানে একসঙ্গে একজনের বেশি হাটা যায় না। দুইজনের মধ্যে কে কাদায় নেমে পথ ছেড়ে দেবে এই নিয়ে দ্বিধা।

১ম জন: আপনি পথ ছাড়ুন। নইলে ঐদিন যা করেছি আজও কিন্তু তেমন করবো!

২য় ব্যক্তি ভয়ে রাস্তা থেকে কাঁদায় নেমে পথ ছেড়ে দিলো।

১ম ব্যক্তি পার হয়ে চলে গেলে দূর থেকে ২য় ব্যক্তি জানতে চাইলো, ‘ভাই, ঐদিন কী করেছিলেন?’

১ম ব্যক্তি: আজ আপনি যেটা করলেন।

 2 years ago 

হা হা হা এটা ভালো ছিলো, মজা পেয়েছি। এই রকম ছোট বেলায় আমরাও করতাম।

 2 years ago 

একবার মনে পরে তখন নতুন সাইকেল চালানো শিখেছি। স্কুল থেকে বর্ষায় ছাতা নিয়ে বাড়ি ফিরছি সাইকেলে চেপে। সারাটা রাস্তা ভালো এলাম,হঠাৎ দেখি এক মিস্ত্রী কাকু ওয়াকম্যান চালিয়ে হেডফোন কানে লাগিয়ে মাথায় করে বালির পাত্রটা নিয়ে যাচ্ছিলো ঠিক রাস্তার মাঝ বরাবর। পাশে আবার একটা বাইক দাঁড়ানো। আমি বেল না মেরে চিৎকার করছি "কাকু সরো!"কাকুর দুপায়ের মাঝে সাইকেলের চাকা ঢুকিয়েও আমি শান্তি পাই নি। সাইকেলের সামনের চাকায় বসিয়ে নিয়ে সামনে রেখে দেওয়া বালির স্তুপে পড়েছি।

 2 years ago 

হা হা হা হা, পুরো বিষয়টি পোষ্টের মাধ্যমে শুনতে চাই, তারপর কি হলো?

 2 years ago (edited)

আরে পড়েছিও এমন ভাবে যে কি বলব! মিস্ত্রী কাকু আগে পড়েছে বালির উপর, ওনার মাথায় থাকা বালি(যেটা আর কি সিমেন্ট মাখানো থাকে)সেটা ছিটকে তো পড়েছেই আবার ওনার মাথাতেও পড়েছে। ওনার উপর আমার সাইকেল পড়ে আছে, আর আমি সাইকেলের পেছনের চাকায় বাবু হয়ে বসে আছি আমার ব্যাগ ছিটকে রাস্তায়।আমার তখন মাথা বন বন করে ঘুরছে। কাকু বলছে, "মনা রে ওঠ!আমার পায়ে লাগে তো! " তখন হুঁশ ফিরেছে। তাড়াতাড়ি উঠে হাত পা ঝেড়ে সাইকেল তুলে দেখি সামনের চাকা ওভাল শেপ হয়ে গেছে। আর আসে পাশের বাড়ি থেকে হাহা করে সবাই হাসছে। যা ই হোক। অতটা সিরিয়াস ব্যথা লাগে নি কারোই। 😁

 2 years ago 

হা হা হা হা, দারুণ একটা মুহুর্ত তৈরী হয়েছিলো তাই না।

 2 years ago 

আর বলবেন না! আমি যা লজ্জা পেয়েছিলাম, তারপর থেকে সাইকেল নিয়ে প্রায় যেতামই না স্কুলে।

 2 years ago 

হাহাহা আসলে বেশ চমৎকার মজার একটি গল্প ছিল, বেশ ভালো একটি স্মৃতি মনে হচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ 😊

 2 years ago 

স্যার: কিরে বল্টু কালকে স্কুলে আসিসনি কেন?
বল্টু: কালকে তো বৃষ্টি আসছিল স্যার।
স্যার: স্যার রেগে লাঠি নিয়ে আসলো আর বলল কালকে সারাদিন রোদ ছিল আর তুই বলছিস বৃষ্টি আসছিল।
বল্টু: এবার বল্টু কিছুক্ষণ চিন্তাভাবনা করে মাথা চুলকাতে চুলকাতে বলল স্যার কালকে আমার মামাতো বোন বৃষ্টি এসেছিল।😅😅

 2 years ago 

বাহ বাহ মামাতো বোন এসেছিল সেজন্যই স্কুল যাওয়া বন্ধ 🤣

 2 years ago 

শিক্ষকঃ কী ব্যাপার! তুমি গতকাল স্কুলে আসনি কেন?

ছাত্রঃ বৃষ্টির জন্য আসতে পারিনি।

শিক্ষকঃ বৃষ্টি, বলো কী? আরে একে তো শীতকাল তার উপর গতকাল বৃষ্টি হলে তো আমরাও টের পেতাম!

ছাত্রঃ টের পাবেন ক্যামনে স্যার! এই বৃষ্টি তো সেই বৃষ্টি নয়। বৃষ্টি হচ্ছে আমার খালাতো বোন। ঈদের ছুটিতে বেড়াতে এসেছে। তাই ওকে ফেলে স্কুলে আসা হয়নি।

খালাতো বোনকে যত দ্রুত সম্ভব বাড়ি পাঠিয়ে দেন। না হলে আপনার লেখাপড়ার বারোটা বেজে যাবে। হা হা হা...

 2 years ago 

হে হে হে আজ বৃষ্টি নামের কোন মামাতো বোন নেই বলে স্কুল ফাঁকি দিতে পারলাম না

 2 years ago 

ছোটবেলায় এই ধরনের কৌতুক অনেক পড়েছি কিন্তু একটাও মাথায় নেই আপনারটা পড়ে সেই কথা মনে পড়ে গেল বেশ সুন্দর ছিল।

 2 years ago 

হাহাহাহাহগ

 2 years ago 

পল্টু শরৎকালের এক বিকালে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে আর আকাশের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় এক বন্ধুর সঙ্গে দেখা। কিরে কয়েকদিন থেকে কলেজে আসিস না কেন।
কি বলবো বন্ধু বর্ষায় হাবুডুবু খাচ্ছি।
বলিস কি এই শরৎকালে বর্ষা এলো কোত্থেকে ?
আর বলিস না পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ে বর্ষা আমাকে ভাসিয়ে নিয়ে গেছে।

 2 years ago 

মরুভূমিতে শুটিং চলছিলো, এক বৃদ্ধ এসে বলল, কাল বৃষ্টি হবে।
পরদিন শুটিং করার সময় তুমুল বৃষ্টি হলো। পরের দিন সেই বৃদ্ধ আবার বলল, কাল ঝড় হবে।
সেদিনও ঝড় হলো। তখন ডিরেক্টর চিন্তা করল, আরে এই বৃদ্ধ তো আসলেই একটা কিছু। তারা বৃদ্ধের কাছে গিয়ে বলল
— আচ্ছা আমরা আগামী পরশু কি শুটিং শুরু করতে পারব?
— জানি না।
— কেন আপনি না আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেন?
— (দীর্ঘশ্বাস) আমার রেডিওটা নষ্ট হয়ে গেছে!

 2 years ago 

হাহাহা, এটা মজার ছিলো ভাই।

 2 years ago 

রেডিও তাহলে অবশেষে নষ্ট হয়ে গেল। আহারে এখন আর বৃষ্টির খবর পাওয়া যাবে না। 😅😅

 2 years ago 

হা হা হা। অনেক হাসির ছিল।

 2 years ago 

হি হি ,এটা মজার ছিল ভাইয়া।

রেডিও নষ্ট হওয়ার আর সময় পেলনা। মানসম্মানের বারোটা বেজে গেল মুরুব্বির। এটা বেশ মজার ছিল। হা হা হা...

 2 years ago 

তাকে আমাদের চ্যারিটি থেকে রেডিও কেনার জন্য টাকা দেয়া হোক 😂😂

 2 years ago 

এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজতে গিয়ে বাড়ির মালিককে বললেন -
ভাড়াটিয়াঃ এ বাড়ির পানির ব্যবস্হা কেমন??

বাড়ির মালিকঃ কল দিয়ে পানি না পরলেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পরে। 🤣😰

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 62860.75
ETH 3112.64
USDT 1.00
SBD 3.86