আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমি রোজ বৃষ্টিতে ভিজি
হৃদয়কে সতেজ রাখি,
আমি রোজ কল্পনায় হারাই
হৃদয়ের অনুভূতি রাঙাই।
তুমি আমার কল্পনার গোলাপ
রোজ তাই সুভাষ নেই
তুমি আমার ভালোবাসার আলাপ
রোজ তাই ছন্দ সাজাই।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার বিষয়টি এক অদ্ভুত অনুভূতির মিশ্রণ, কখনো কারো কল্পনায় রঙিন হয়ে উঠে আবার কখনো কারো জন্য ছন্দ সাজায়। একটা অন্য রকম অনুভূতি ও আবেগ সর্বদা হৃদয়কে চঞ্চল রাখে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





আমি রোজ আকাশ দেখি
আলো-ছায়ার মিলন মেলা খুঁজি,
আমি রোজ মনকে অনুভব করায়
রোদ্দুর আমাকে ছুঁয়ে যায়।
তুমি আমার মেঘ-বালুচর
রঙের সমুদ্রে তাই ভেসে বেড়ায়
তুমি আমার সুরেলা কণ্ঠের পাখি
তাই আলাপনে ডুবায় দুটি আঁখি।
অসাধারণ লেগেছে লাইনগুলো আমার কাছে, দারুণ মুগ্ধকর ছন্দ।
অনেক ধন্যবাদ ভাইয়া🙏.
দৃষ্টি আমার থমকে গেছে
তোমার চোখের মায়ায়
হৃদয় আমার প্লাবিত আজ
প্রেমের অঝোর ধারায়।
ভাবনাগুলো আটকে আছে
তোমার আবেগী কল্পনায়
মনজমিন আজ হয়েছে রঙিন
নিবিড় প্রেমের আলপনায়।
বাহ বাহ বাহ! ভালোবাসার ছন্দে হৃদয় দোলে আনন্দে, বেশ ভালো লিখেছেন।
https://banglarkobita.com/poem/view/15643/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%20%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%20%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80
একটা টিকিট ক্রিয়েট করুন
একটা তোমার মতো চাঁদের জন্য;
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি।
একটা তোমার মতো মনের জন্য মেয়ে;
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
এই যে মেয়ে, কজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।
হায় হায় হায় মিছিল শুরু হলে পরে আবার দাঙ্গা পূলিশ ডাকতে হবে, এই শহরের মিছিলে হাজার ছেলে দুঃস্বপ্ন হারায় ভালোবাসার যাদুতে, হি হি হি।
ভালোবাসার জন্য যদি এইটুকু দাঙ্গা না হলো, তাহলে সেটা কিসের ভালোবাসা হাফিজ ভাই। হা হা হা...
https://www.facebook.com/sadathossainwriter/posts/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-/542498372814547/
আমি রোজ স্বপ্ন দেখি
পাখির ডানায় নীলিমায় ভাসি
আমি রোজ তোমাতে হারাই
গহীন হৃদয়ে আবেগে জড়াই।
তুমি আমার মনে জানালা
রোজ তাই তোমায় ভাবি
তুমি আমার জীবনে ছন্দ
রোজ তাই তুমি সুখানন্দ।
তুমি আমার গোপনীয়তা,
আড়াল করি না হও কারো অধীনতা।
তুমি আমার হাজার বিকেল,
গোধূলি লগ্নের একফালি রোদের মিষ্টি ছটা।
তুমি আমার সে সন্ধ্যে,
ঝর্ণার জল পাহাড়ের গায়ে ঝরে পরা ছন্দে।
তুমি আমার লেখার কবিতা,
পৃষ্ঠার ভাঁজের এলোমেলো কিছু শব্দের জটিলতা।
মায়া ভরা পৃথিবী,
লাগে আরো মায়াময়।
তুমি পাশে থাকলে আমার,
সবকিছুতে করব জয়।
একসাথে থাকলে দুজন,
হবেনা কখনো পরাজয়।
মাঝে মাঝে একের ভিতর,
অন্য আমির বিনিময়।
মনের ওই মণিকোঠায়,
আছো তুমি সর্বদায়।
ভালোবেসে সারা জীবন,
থেকো তুমি সে ভরসায়।
আমি আছি তোমার মধ্যে,
তুমিও আছো আমার।
একি দেহে দুটি হৃদয়,
হয়ে যাব একাকার।
বৃষ্টিভেজা দিনগুলো আজ
খুবই মনে পড়ে,
বিশেষ করে যখন থাকি
একলা আমি ঘরে।
তোমার ছোঁয়ায় পূর্ণতা পাই
বৃষ্টি ভেজা চুলে,,
মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে
ছোট্ট নাকফুলে।
তুমি যেন কোমল মনে
প্রেমের শিহরণ,,
এই জীবনে তুমি হলে
শ্রেষ্ঠ বিনোদন।♥♥
তুমি আমার আধার রাতের,
জোছনা ভরা আলো।
তোমায় ছাড়া আমার জীবন শুধুই যে কালো।
তাইতো তোমার পরশেই,
আলোকিত হতে চাই।
কবে তুমি আসবে প্রিয়ও,
তোমাই নিয়ে যাব আমার বাড়ি।
তোমার হাত ধরে ভিজতে চাই
বৃষ্টির ঝর্ণাধারায়
যদি তুমি থাকো পাশে
বৃষ্টিতে ভিজতে ভালো লাগে
বৃষ্টির ছোঁয়ায় খুঁজে পাই
তোমার ভালোবাসার আদ্রতা
বৃষ্টির ছোঁয়া হৃদয় করে রঙিন
কাটেনা প্রহর তুমিহীন।
বৃষ্টির ভেজা মাটির গন্ধে
খুঁজে পাই তোমার শরীরের ঘ্রাণ
তুমি ছাড়া আমার হৃদয় বড্ড নিষ্প্রাণ।
আমার কল্পনার তুমি তো তুমিই
তোমায় নিয়ে আমি স্বপ্নে হারায়
নীল সাগরের বুকে
তোমায় নিয়ে স্বপ্নে হারায়
নীল আকাশের নীলে।।
তোমায় ছাড়া একা জীবন
চলবে কি আর ভাই
তাই তো তুমি স্বপ্ন ছেড়েে
আমায় নিয়ে যাও।।