আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৮steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি হৃদয়ে ভাসা কল্পনা
তুমি আকাশে থাকা তারা,
তুমি জোসনা ছড়ানো আলো
তুমি মায়া জাগানো মোহ।

তুমি হৃদয়ে থাকা মন্ত্র
তুমি কবিতায় ভাসা ছন্দ,
তুমি সকালের শীতল বায়ু
তুমি ভালোবাসার পরম আয়ু।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

তুমি মানে ভালোবাসার ছায়া, তুমি মানে হৃদয়ের গভীরে থাকা অনুভূতির মায়া, হয়তো হাজারো উপমা দেয়া যাবে তোমাকে নিয়ে তবুও তোমার তুমিকে তুলনা করা যাবে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  

তুমি আমার রূপকথার জগতের;
কাল্পনিক সেই সুখ পাখি,
তুমি আমার গভীর সমুদ্রের নীল মুক্ত;
তাইতো তোমায় এত কাছে ডাকি।

তুমি আমার হৃদয়ের স্পন্দন;
মনের আকাশের লালচে গোলাপ ফুল,
তোমায় দেখে হয়ে যায় সব এলোমেল;
কবিতা লিখতে করি ভুল।

তুমি আমার প্রেমের কবিতার ছন্দ;
শীতের সকালের উষ্ণ বায়ু,
তুমি যে আমার নয়নের মনি;
ক্ষুদ্র জীবনের নিশ্চিত পরমায়ু।

 2 years ago 

বেশ ভালো লিখেছেন, সবাই দেখছি দারুণ লিখছে আজ।

 2 years ago 

তুমি রাত্রির আকাশের জোস্না
তুমি সমুদ্রের ঢেউয়ের নীলিমা
তুমি ভোরের শিশিরের স্নিগ্ধ কনা।।

তোমার স্পর্শে হই আমি বিভোর
তোমার চাওয়ায় নিজেকে খুজেঁ পাই
তোমার ছায়ায় ব্যাকুল অশান্ত মন
তাই তো তোমায় খোজেঁ ভালোবাসার এ দু নয়ন।।

 2 years ago 

বাহ! কবি হয়ে যাচ্ছে দেখছি সবাই, দারুণ দারুণ লিখেছেন।

 2 years ago 

কবির যত ভাষা আছে,
সবই তোমায় ঘিরে।
আমি নিজেকে হারিয়েছি,
ওগো তোমার মনের নীড়ে।

তুমি না থাকলে বুঝতাম না,
ভালোবাসা কি।
তুমি না থাকলে বুঝতাম না,
তোমায় কত ভালবাসি।

ভালোবেসে ধন্য কর,
অধম এই আমার মনটাকে।
এমন ভাবে ভালোবাসো আমায়,
যাতে সারা জীবন মনে থাকে।

 2 years ago 

দারুণ দারুণ ভাই, মাঝে মাঝে আপনিও বেশ সুন্দর কবিতা লিখেন।

 2 years ago 

❤💐❤💐

 2 years ago 

তুমি হৃদয়ে ভাসা কল্পনা
তুমি আকাশে থাকা তারা,
তুমি জোসনা ছড়ানো আলো
তুমি মায়া জাগানো মোহ।

তুমি হৃদয়ে থাকা মন্ত্র
তুমি কবিতায় ভাসা ছন্দ,
তুমি সকালের শীতল বায়ু
তুমি ভালোবাসার পরম আয়ু।

হৃদয়ের কোণে তোমার জন্য
ছোট্ট একটি নীড়,
সেই নীড়েতেই বসত তোমার
থাকো সেথায় সুনিবিড়।।

স্বপ্ন আমার তুমিই যেন
তুমিই সুখের ছোয়া,
পাই যদি গো তোমায় প্রিয়
সবই হবে পাওয়া।।

 2 years ago 

ভালো হয়েছে ভাই, ধন্যবাদ

 2 years ago 

তুমি ওই নীল আকাশের,
জ্বলে থাকা মায়াবী তারা,
তোমায় দেখে কবির হৃদয় ,
হয়ে যায় দিশেহারা।

তুমি কবির কণ্ঠে কবিতা,
ভালোবাসার ছন্দে সবিতা,
তুমি হৃদয়ের তীব্র পিপাসা,
তুমি কবির নিষ্পাপ ভালোবাসা।

তুমি ভোরের শিশিরের কনা,
তোমাকে দেখে হয়ে যায় আনমনা,
তুমি শরৎ প্রত্যুষে ফোটা শিউলি ফুল,
তোমার প্রেমে কবি থাকে ব্যাকুল।

 2 years ago 

বাহ! বেশ চমৎকার লিখেছেন কিন্তু আজ, অসাধারণ।

 2 years ago 

উৎসাহ দিয়ে সবসময়ের মত পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আসলে কবিতা লেখার দক্ষতা তেমন একটা ছিল না , কিন্তু আমার বাংলা ব্লগ কালে কালে সেটা শিখিয়ে দিয়েছে।

 2 years ago 

তুমি মনের আঙিনার জ্যোতি
তুমি মনের তীব্র চঞ্চলতা,
তুমি তারাখচিত উজ্জ্বল নক্ষত্র
তুমি রূপে ঝলসিত মায়া।

তুমি মনের অলীক ভাবনা
তুমি উত্তাল গানের সুর,
তুমি সকালের স্নিগ্ধতা
তুমি ভালোবাসার পবিত্রতা।

 2 years ago 

বেশ সুন্দর লিখেছেন, অনেক দারুণ হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া.🙏

 2 years ago 

তুমিই সেরা, তুমি অপ্সরা
তুমি আমার ভালোবাসা।
তুমি ছাড়া হায়!
এই জগতে কেউ নেই।

তুমি আমার হৃদয়ের কথা
ছন্দে হারানো সুর,
তোমায় নিয়ে করবো আমি
এই জগৎ ট্যুর ।

 2 years ago 

শেষের লাইনগুলো বেশ লেগেছে আমার কাছে।

 2 years ago 

আমার আধার ঘরের আলো তুমি
তুমি হৃদয়ের আয়না
তোমার ছাড়া বাঁচবো না আমি
ভাবতে আমি চাইনা।
ওই দূর আকাশের চাঁদ
লাগে অনেক ভালো
তুমি কাছে থাকলে
জীবনে আসবে না হতাসা।
মনের যত সুপ্ত বাসনা
তোমাকে কেন্দ্র করে
রেখেছি হৃদয়ের মাঝে
তুমি থেকো হৃদয়ে অধিক যতনে
ভালোবাসার মায়ায় ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113638.48
ETH 4343.45
SBD 0.86