আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
যদি অপেক্ষার প্রহর বেড়ে যায়
রাতের অন্ধকার ঢেকে নেয় আমায়
তুমি কি খুঁজতে আসবে বাহিরে
পূর্ণিমার আলো হয়ে?
যদি অপেক্ষার প্রহর দীর্ঘ হয়
মেঘলা আকাশ ভিজিয়ে দেয় আমায়
তুমি কি আসবে উষ্ণতা নিয়ে
বৃষ্টির ছাতা হয়ে?
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার প্রিয় মানুষের জন্য অপেক্ষার প্রহর কষ্টকর হলেও মাঝে মাঝে মিষ্টি লাগে, যদি সে ফিরে আসে সেই আকাংখায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় না,
ভোরের অপেক্ষায় রাত যে আর কাটে না।
অন্ধকারে জোনাকির আলোয় স্বপ্নের জাল বুনে চলি
ভোরের স্নিগ্ধ আলোতে তোমাকে দেখার অপেক্ষা
শিউলি ফুলের সুরভি মেখে তুমি আসবে
বলাও হয়না, শুধু অপেক্ষায় থাকা।
বেশ লিখেছো দাদা।
তোমার লেখাটাও খুব সুন্দর হয়েছে।
সত্যি দাদা অপেক্ষার প্রহর শেষ হয় না। ভোরের অপেক্ষায় রাত কাটতে চায় না। দারুন লিখেছেন দাদা। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।🌝
অপেক্ষার প্রহরের শেষ বিকেলে
যদি দেখা দাও, গৌধূলীর রঙিন কিরণে
অপেক্ষার প্রহরের শেষ রাতে
যদি দেখা দাও, নতুন ভোরের কিরণে
আমি যুগের পর যুগ হৃদয়ে রেখে
আপন মনে শুধু ভালোবাসবো তোমাকে।
আপনি অনেক ভালো লেখেন হাফিজ ভাই।
অপেক্ষারা ক্লান্ত করে তোলে আমার মন
কিন্তু বিশ্বাসেরা খেলা করে হৃদয়ে সারাক্ষণ
তুমি কি ফিরে এসে বাঁধ ভাঙবে
বর্ষণতায় আমার হৃদয় জুড়ে?
আমার মন বাসা বাঁধে অশ্রুসিক্ততায়
তবুও ভালোবাসার তীব্রতা এখনো উজ্জ্বলতায়
তুমি কি স্পর্শ হয়ে আসবে
প্রতীক্ষাকে চিরমুক্তি দিয়ে?
অসাধারণ হয়েছে আপু লাইনগুলো, দারুণ লেগেছে আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া☺️😊.
জানি ফিরবে না কোনদিন
তবুও তোমায় খুঁজে আমার দুটি চোখ
আমি শুধু চাইবো তোমার প্রতীক্ষায়
আমার হৃদয়ের মৃত্যু হোক।
প্রতীক্ষার প্রহর কভু হবে নাকো শেষ
তুমি ছাড়া ভালো থাকা মানেই
মিথ্যে বলা এইতো আছি বেশ।
যদি কষ্টের তীব্রতা বেড়ে যায়
দুঃস্বপ্নেরা ঘিরে ধরে আমায়
তুমি কি খুঁজতে আসবে স্বপ্নে
ভালোবাসার আলোকবর্তিকা হাতে?
যদি নিঃশ্বাস ক্ষীণ হতে থাকে
বেঁচে থাকার শেষ দিন গুনতে থাকি
তুমি কি আসবে জীবন প্রদীপ নিয়ে
আমার নিঃশ্বাস হয়ে?
হোক না দীর্ঘ অপেক্ষার প্রহর,
আমি অপেক্ষা করতে রাজি,
জন্ম-জন্মান্তর!
আমি জানি তুমি আসবে,
অপেক্ষার পালা শেষ হবে,
নতুন সূর্যের উদয় হবে,
শিউলী ফুলের স্নিগ্ধতা ছড়িয়ে!
কানে কানে তখন এসে বলবে,
"ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি ! "
যদি অপেক্ষার প্রহর দীর্ঘ হয়
মন খারাপের দিনে তুমি
আসবে কি আমার মন ভাল করার
রঙিন স্বপ্ন হয়ে।
যদি অপেক্ষার প্রহর দীর্ঘ হয়
পারবে তুমি
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
আসতে কাছে।
হুম ভালোই লিখছেন আজকাল কবিতা আপনি, ধন্যবাদ
চাতক বাঁচে বর্ষণের আশায়
আমি বেঁচে আছি তোমার আশায়।
কত কথা আছে জমা তোমার অপেক্ষায়
তুমি কবে আসবে প্রিয় আশায় দিন যায়।
আমি যদি হারিয়ে যায় ঘোর অন্ধকারে
তুমি কি আমায় খুঁজতে আসবে আশার প্রদীপ নিয়ে।
অপেক্ষার প্রহর সেইদিন শেষ হবে
আমার দু নয়ন যে দিন তোমাকে দেখবে।
অপেক্ষার প্রহর সেতো ভীষণ যন্ত্রণাময়
সইতে পারবো কি আমি সেই জ্বালা?
চাইনা আমি করিতে সে অপেক্ষা
যে অপেক্ষায় শুধু কষ্ট কষ্ট আর কষ্ট.
যদি অপেক্ষার প্রহর বেড়ে যায়
আমি একদমই নিরবে চলে যায়।
তুমিকি আসবে আমার কাছে,
চাঁদের জোছনা হয়ে।
যদি অপেক্ষা করতে হয়,
শত বছর করতে পারি আমি।
তুমি কি আসবে আমার কাছে,
দূর আকাশের তারা হয়ে।
তুমি না থাকলে পাশে,
বুঝতাম না কখন দিনশেষে রাত আসে।
তুমি না থাকলে পাশে,
বুঝতে পারতাম না সবাই আমায় কত ভালোবাসে।
তুমি না থাকলে পাশে,
আকাশের রং হয়ে যেত প্যাকাশে,
তুমি না থাকলে পাশে,
হাঁহাঁকার ছড়ায় বাতাসে।