"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩১০ [ তারিখ : ১৯-০৫ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tauhida


অথরের নামঃতৌহিদা আফরোজ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । তার শখ- রান্না করা, খাওয়া এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240519_115347.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240519_115329.jpg

ডিমের খোসার উপর করা আমার সুন্দর আর্ট (তারিখ ১৮.০৫.২০২৪)

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে আবার ডিমের উপরে একটি আর্ট শেয়ার করতে চলে এসেছি । ডিমের ওপরে আর্ট করতে ভালোই লাগে । যখন থেকে জেনেছি কোন কিছুই ফেলে না দিয়ে কাজে লাগানো যায় তখন থেকে কিছু না কিছু একটা করার চেষ্টা করছি । আর কিছু দেখলে মনে হয় যে এটির উপরে হয়তোবা আর্ট করলে আর্টটা সুন্দরভাবে ফুটে উঠবে । আর ডিমের খোসা আমি বাসায় সবসময় জমিয়ে রাখি এগুলো গাছের কাজে ব্যবহার করা হয় । গাছের গোড়ায় ডিমের খোসা দিলে গাছের খুব উপকার হয় সেজন্য আমি সবসময় জমিয়ে রাখি । তারপরে আবার শুনেছি যে ডিমের খোসা নাকি টিকটিকি তাড়াতেও অনেক কাজে লাগে । ঢাকা শহরে অনেক বড় বড় টিকটিকি দেখা যায় । যখন বাসায় থাকতাম তখন আমাদের ফরিদপুরের টিকটিকি গুলা অনেক ছোট ছিল ঢাকা আসার পরে এত বড় বড় টিকটিকি দেখে প্রথম প্রথম একটু ভয়ই পেয়ে যেতাম । সে টিকটিকি গুলো তাড়াতে আমি ডিমের খোসা অনেক সময় ব্যবহার করে থাকি । যায় কিনা জানিনা তবে মাঝে মাঝে ডিমের খোসা এদিক ওদিক ছিটিয়ে রাখি যাতে টিকটিকি চলে যায় । আর মাঝে মাঝে ডিমের খোসাটাকে খুব সাবধানে ভাঙি যাতে কিছু একটা করা যায় । আজকে সেই ডিমের খোসার উপরে সুন্দর একটি আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2E5o1qqvCiNcPjyVMwNFP6wLd4YYbA9DbQJFdi7BeigUDXvhtDvDfx7bEfGCH8n36FUwLDmThWAG8ZWrB3EqjQyJrmXwtvye9fobk.jpg



ছবিটি নেয়া হয়েছে @tauhida এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট বাছায় করতে গিয়ে @tauhida ম্যাডামের ডিমের খোসার উপরে অঙ্কিত দারুন এই আর্ট পোস্টটি আমার কাছে ভালো লেগে গেলো। এই ধরনের চিত্রকর্ম তৈরি করা খুবই দুরূহ কাজ। অত্যন্ত সাবধানের সাথে এই ধরনের শিল্পকর্ম তৈরি করতে হয়। কারন ডিমের খোসার মতো ছোট্ট একটা জিনিসের উপরে একটা দৃশ্য ফুটিয়ে তোলা বেশ জটিল ব্যাপার। তবে তিনি এক্ষেত্রে দারুন মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। পোস্টটাতে তিনি তার ছবি আঁকার ধাপগুলো এত সুন্দর করে তুলে ধরেছেন। দেখে মনে হচ্ছে যে কেউ এটা দেখে সহজেই এই ধরনের চিত্রকর্ম তৈরি করতে পারবে।

তিনি কমিউনিটির পুরাতন মেম্বারদের ভেতরে একজন। তিনি দারুন সব রেসিপি পোস্ট তৈরি করেন। ছবি আঁকাতেও তার দক্ষতা বেশ ভালো। সেই সাথে তিনি ফটোগ্রাফি পোস্ট করতে পছন্দ করেন। আবার ইদানিং তিনি বেশ ভালো গল্পও লিখছেন। সবকিছু মিলিয়ে তিনি কমিউনিটির সেরা ব্লগারদের ভেতর একজন। তিনি কমিউনিটিতে প্রতিনিয়ত তার এংগেজমেন্ট বজায় রাখেন। আমি আশা করবো এভাবেই তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে এগিয়ে নিতে অবদান রাখবেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 last month 

ডিমের খোসার উপর পেইন্টিং করা খুবই কঠিন কাজ। এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। এত ছোট্ট একটি ডিমের খোসার উপর এত সুন্দর একটি পেইন্টিং দেখে খুবই ভালো লেগেছে। আমাদের সকলের প্রিয় তৌহিদা আপু অনেক ভালো পেইন্টিং করেন। আজকের ফিচারড আর্টিকেল পোস্টে তৌহিদা আপুর এই পেইন্টিং পোস্ট দেখে খুবই ভালো লাগলো।

 last month 

তৌহিদা আপু কিন্তু আজকেও খুব সুন্দর একটি ডিমের খোসার উপরে আর্ট করলেন। আর আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে বাছাই করা হয়েছে দেখে আরো ভালো লাগলো। এখন কিন্তু কোয়ালিটি পোস্টগুলোকে সবাই দেখি প্রাধান্য দিয়ে থাকে। এটা কিন্তু অনেকটাই ভালো একটি দিক। দক্ষতার সাথে পুরো পেইন্টিং সম্পন্ন করেছে আপু। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সত্যি ডিমের খোসার উপরে পেইন্টিং করলে ভীষণ সুন্দর দেখায়। আমি নিজেও এই ধরনের কাজগুলো বেশি পছন্দ করি। তৌহিদা আপুর এই পোস্টটি আমার নিজের কাছে ও ভীষণ ভালো লেগেছে। এর আগেও ডিমের খোসার মধ্যে আপুর একটি পেইন্টিং দেখেছিলাম। এগুলো সত্যি অনেক ভীষণ ভালো লাগে। আজকের ফিচার্ড পোস্টটা দেখে ভীষণ ভালো লাগলো।

 last month 

ছোট একটি ডিমের খোসার উপর আর্ট করা মোটেও সহজ ছিল না। এই আর্ট করা অনেক কঠিন ছিল মনে হচ্ছে। তবে দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লেগেছে আমার।

 last month 

আজকের ফিচার্ড আর্টিকেলে নিজের নামটি দেখতে পেরে আসলেই খুব ভালো লাগলো । এ আর্টটি করতে আমার সত্যিই অনেক কষ্ট হয়েছিল কারণ একটি ডিমের খোসার উপরে আর্ট করা ভালোই কষ্টসাধ্য ব্যাপার । খোসাটি অনেক নরম থাকে এজন্য খুব সাবধানে আর্টটি করতে হয়েছে । ধন্যবাদ আমার পোস্টটি কে ফিচার্ড আর্টিকেল হিসেবে নোমিনেশন দেওয়ার জন্য ।

 last month 

বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।ডিমের উপর পেইন্টিং করা সত্যিই অনেক কষ্টের কাজ। তৌহিদা আপু অনেক সুন্দর ভাবে পেইন্টিংটি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে অসাধারণ লাগছে। তৌহিদা আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month (edited)

তৌহিদা আপু খুব সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন।ডিমের খোসার উপর কালারফুল আর্ট পোস্টটি অনেক ভালো লাগলো।ফিচার্ড আর্টিকেল এ এই পোস্টটি দেখতে পেয়ে ভালো লাগলো অনেক।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.86
ETH 3531.12
USDT 1.00
SBD 2.53