"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৯৩ [তারিখ : ০৭-১০-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তিথী রানী বকসী জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করেন।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছেন। শখঃ ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতা আবৃত্তি করা তার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করেন নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পায়, তিনি সেটাই লুফে নিতে চায়৷ সর্বদা চেষ্টা থাকে তার নিজেকে ধাপে ধাপে উন্নত করার।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231007_195425_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231007_195327_Chrome.jpg

লীফ-আর্ট পোস্ট : কাঁঠাল পাতায় বুদ্ধ by @tithyrani (date 06.10.2023 )

গুণীজনেরা সবসময়ই পরামর্শ দিয়ে থাকেন নিজের থেকেও গুণী মানুষজন দের সাথে মেলামেশা করার। এতে তাদের থেকে অনেক কিছু জ্ঞান লাভ করা যায়, শেখা যায়, নিজেকে উন্নত করা সহজ হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পর এই কথাটার মর্ম আরো ভালো করে আমি বুঝতে পারছি। কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে নতুন নতুন অনেক বিষয় চেষ্টা করে যাচ্ছি, বা পুরাতন কিছু ভালোলাগার কাজ নতুন ভাবে শুরু করেছি যা হয়তো এই কমিউনিটিতে যুক্ত না হলে নতুন করে আর শুরু করা হতো না।....


ডাই বা আর্ট পোস্টগুলো পাঠকের নজরকাড়ে মূলত সেই পোস্টের নান্দনিক সৌন্দর্য ও সৃজনশীলতার মাধ্যমে। যেহেতু এই কমিউনিটি আমাদের একটা পরিবার, তাই প্রত্যেকেই চেষ্টা করে একে অন্যের পোস্ট প্রতিনিয়ত পড়তে বা দেখতে ।

তাছাড়াও অবলীলায় যখন কেউ কারো সৃজনশীলতার কথা অকপটে স্বীকার করে, তখন সেটা আমার কাছে বেশ প্রশংসার ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন তো মানুষ কেউ কাউকে তেমনভাবে খুব একটা বেশি গুরুত্বই দিতে চায় না। অন্যের কাছ থেকে, যদি কোন কিছু শিখে তা নিজের মতো প্রকাশ করে, তখনও অন্যের কাছ থেকে যে বিষয়টা শিখেছে বা অনুপ্রাণিত হয়েছে , সেই ব্যাপারে ন্যূনতম সম্মানবোধটুকুও দিতে অনেকে ভুলে যায়।

তবে আজকে যখন পাঠকের এই সৃজনশীল মূলক আর্ট পোস্টটা দেখছিলাম, তখন একটা ব্যাপার দেখে খুবই ভালো লাগা কাজ করেছে, সেটা হচ্ছে তিনি যার মাধ্যমে ব্যাপারটা কিছুটা হলেও শিখেছে এই কমিউনিটিতে এসে, তাকে যেমনটা সম্মান দেখিয়েছে আবার তার কাছে বেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শিল্পের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন তার সঠিক মূল্যায়ন করা হয়। আমরা প্রতিনিয়ত একে অপরের কাছ থেকে শিখছি, জানছি বা আমাদের শেখার আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে, তবে একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা বা কৃতজ্ঞতাবোধ স্বীকার করার মানসিকতা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে ভাবার বিষয়।

তবে এক্ষেত্রে লেখিকার মানসিকতাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাছাড়াও পোস্টার মাধ্যমে তার সৃজনশীল কারুকার্যের দক্ষতা বেশ ভালোভাবেই তিনি ফুটিয়ে তুলেছে। সবদিক বিবেচনায়, এই পোস্টটাকেই আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


Screenshot_20231007_195344_Chrome.jpg

ছবিটি তিথী রানী আপুর পোস্ট থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 10 months ago 

আসলে তিথী রাণী আপুর পোস্টগুলো সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আসলে পাতার উপরে এই ধরনের আর্ট সত্যিই অনেক ইউনিক। আমাদের কমিউনিটিতে এই ধরনের আর্ট শুধুমাত্র এর আগে মোস্তাফিজুর মামা শেয়ার করত।অনেকগুলো ইউজারের পোষ্টের মধ্য থেকে বাছাই করে আজকের এই পোস্টটি ফিউচার আর্টিকেল হিসেবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 10 months ago 

আমার পোস্টগুলো যে আপনার কাছে বেশ ভালো লাগে, তা জেনে ভীষণ খুশি হলাম ভাই। ধন্যবাদ পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বাহ্! তিথী আপু চমৎকার একটি পোস্ট শেয়ার করেছে আমাদের সাথে। এই ধরনের ক্রিয়েটিভিটি দেখলে আসলেই খুব ভালো লাগে। আমাদের কমিউনিটিতে আসলেই অনেক সৃজনশীল ইউজার রয়েছে। তিথী আপুর এই পোস্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago (edited)

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি আপনাকে মুগ্ধ করেছে জেনে ভীষণ ভালো লাগলো। আমার জন্য দোয়া/প্রার্থনা করবেন 🙏

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু। আশা করি আপনার ব্লগিং ক্যারিয়ার অনেক উজ্জ্বল হবে। ভালো থাকবেন সবসময়।

 10 months ago 

তিথী রানীর পোস্ট টি সত্যিই অসাধারণ হয়েছে।আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিলো ও যে মোস্তাফিজুর ভাইয়ের পোস্ট দেখে এই বিষয় টি শিখেছে এবং এটা কৃতজ্ঞতার সহিত প্রকাশ করেছে এই বিষয় টি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এই বিষয় টিকে সন্মান জানাচ্ছি।🙏কাউকে সন্মান জানানো টাও অনেক সন্মানের সেটা সে ভালো ভাবেই বুঝিয়ে দিয়েছে।সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল এ প্রকাশ করার জন্য কমিউনিটি কে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

তোমার মাধ্যমেই এই চমৎকার কমিউনিটিতে যুক্ত হতে পেরেছি দিদিভাই। তোমাকে স্পেশালি অনেক অনেক ভালোবাসা। ❤️❤️❤️

Posted using SteemPro Mobile

 10 months ago 

পাতার মধ্যে বুদ্ধ! পুরাই অসাধারণ ক্রিয়েটিভিটির মধ্যে একটি! আপু খুবই ভালো পোস্ট করে, একজন ক্রিয়েটিভ ব্লগার বলা যায়। ধন্যবাদ তিথিরানী আপুর পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য 🦋☘️

 10 months ago 

ধন্যবাদ ভাই। দারুণ একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার কাছেও ওই একই বিষয়টা খুব ভালো লেগেছিল, এছাড়াও তার বেশ ক্রিয়েটিভিটি ছিল এবং তার তৈরি করা এই ডাই পোস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে।

 10 months ago 

ধন্যবাদ ভাই। 😇😇😇

Posted using SteemPro Mobile

 10 months ago 

কাঁঠাল পাতা দিয়ে সুন্দর একটি চিত্র অঙ্কন করলেন। এই ধরনের ইউনিক কিছু আর্ট দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া তিথী রানী আপুর প্রত্যেকটি পোস্ট আমার খুবই ভালো লাগে। তো আজকে খুব সুন্দর একটি ফিচারড আর্টিকেল পোস্ট সিলেক্ট করলেন ভাইয়া। এত সুন্দর একটি সাপোর্টের আওতায় আনার জন্য অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

কাঁঠাল পাতা দিয়ে সত্যিই দারুণ অংকন করেছেন। তিথি রাণী আপুর পোস্টটি সত্যিই অসাধারণ ।
আপু অনেক ভালো লিখেন এবং আপুর পোস্টগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন।
তিথি আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু উৎসাহমূলক কমেন্ট করে অনুপ্রেরণা দেয়ার জন্য। ভালোবাসা নিবেন 😍

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার পোষ্টের মাধ্যমে কেউ কিছু শিখতে পেরেছে এটা জেনে খুবই ভালো লেগেছিল। যদিও আমার পোস্ট থেকে শিখেছে তারপরও আপু অনেক সুন্দর হবে তৈরি করতে সক্ষম হয়েছে।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক কমেন্ট করে অনুপ্রেরণা দেয়ার জন্য। ভালোবাসা নিবেন 😍

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani আপুকে দেখে খুব ভালো লাগলো।আসলে উনার যে পোষ্ট ফিচারড আর্টিকেল এ জায়গা পেয়েছে সেটা নিতান্তই দক্ষতার কাজ। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 10 months ago 

অনেক ধন্যবাদ নেভলু ভাই এমন সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার কমেন্ট পড়ে অনুপ্রেরণা পেলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46