"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯২ [ তারিখ : ১৯-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমার নাম মোঃআলিফ আহমেদ। আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে। আমি স্টিমিটে যুক্ত হই ২০২১ সালের ফ্রেব্রুয়ারি মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20241119_224836_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20241119_224520_Chrome.jpg

প্রকৃত বন্ধু বিপদে এগিয়ে আসবেই// পর্ব-৩ by @alif111 (date 19-11-2024)

বন্ধুত্বের বন্ধন এক অসাধারণ বন্ধন। এই বন্ধন কখনোই যেন ছিন্ন করা যায় না। আসলে জীবনে চলার পথে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। বন্ধু ছাড়া যেন জীবনের আনন্দ হাসি খুশি কল্পনা করা যায় না। আসলে বন্ধু আছে বলেই জীবনটাকে আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারি। আর যাদের বন্ধু নেই, যারা বন্ধুর সাথে বেশি ভালো সম্পর্ক তৈরি করতে পারে না। তাদের জীবন অনেক কষ্টকর। বন্ধু থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এবং বন্ধু থাকলে এ জীবনে হাসিখুশি যেন ফিরে আসে। তাই প্রকৃত বন্ধু জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে জীবনকে উপভোগ করার জন্য, প্রকৃত বন্ধুদের ভূমিকা অপরিসীম। তাই বন্ধুত্বের বন্ধন নিয়ে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের শেষ পর্ব নিয়ে হাজির হলাম।…


অথরের পোস্টটি যখন পড়ছিলাম, তখন মুহূর্তেই কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। দারুণভাবে বন্ধুত্বের পরিচয় ফুটিয়ে তুলেছে পোস্টের মাধ্যমে। এটা সত্য জীবন চলার পথে যদি প্রকৃত বন্ধু পাওয়া যায়, তাহলে জীবনে চলতে সাহস-সহযোগিতা কিংবা আন্তরিকতার অভাব হয় না।

অসুস্থতার সময় বন্ধু রনি, অথর কে যেভাবে রক্ত দিয়ে সহযোগিতা করেছে, তা সত্যিই খাঁটি বন্ধুত্বের লক্ষণ। তাছাড়া অসুস্থতার পুরো সময়টায় বেশ ভালোই খোঁজখবর নিয়েছিল বন্ধু রনি। অথর সত্যিই ভাগ্যবান জীবনে এই রকম একজন বন্ধু পেয়ে।

সকলের ভাগ্যে এরকম বন্ধু জোটে না, তাছাড়া আজকাল এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাও যায় না। বহুদিন বাদে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে এমন পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। অথর এবং তার বন্ধুর জন্য শুভেচ্ছা রইল। তাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

সব মিলিয়ে অথরের এই পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcscxhqP4NmaDP1x3FkMUn25zNa8fF1addG8scGm8EQkVa3rmoHXX94xYwfZXK673Hxe12hMYjYtQxabfWeouAE8YtfzW.png

ছবিটি আলিফ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 8 hours ago 

অনেক সুন্দর একটা পোস্ট ফিচারড হিসেবে সিলেক্ট করা হয়েছে, এটা দেখে অনেক ভালো লাগলো। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা অন্য সবকিছু থেকে একেবারে আলাদা। আলিফ ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একজন বন্ধু থাকা খুব জরুরী। অনেক ধন্যবাদ এই পোস্ট ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য।

 7 hours ago 

আসলে আমি ভাগ্যবান এরকম প্রকৃত একজন রনির মতো বন্ধু পেয়ে। আর আমার এই পোস্টটি ফিচার পোস্টে গিয়েছে এটা জানতে পেরে আরো বেশি ভালো লাগলো। বন্ধুত্বের সম্পর্ক যেন এভাবেই সকলের আবদ্ধ থাকে এই দোয়া রইল।

 1 hour ago 

মোঃআলিফ আহমেদ পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লাগলো। সবাইকে দেখি বেশ ভালো ভালো পোস্ট উপস্থাপনা করে। কিছু কিছু পোস্ট থেকে আমরা নিজেরাও ভালো কিছু শিক্ষা নিতে পারি। আজকে ভাইয়ার পোস্টটি বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 21 minutes ago 

আমাদের প্রত্যেকের জীবনে একজন ভালো বন্ধু থাকা অনেক গুরুত্বপূর্ণ। আসলে বন্ধুত্বটা টিকিয়ে রাখাটাও অনেক গুরুত্বপূর্ণ। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। লেখাগুলো চমৎকার ছিল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 93401.60
ETH 3112.38
USDT 1.00
SBD 3.04