"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১১৭ [তারিখ : ০২-১১-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথরের নাম মোছাঃ সায়মা আক্তার।

জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


পোষ্ট.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


ফটো.jpg

DIY ||| এসো নিজে করি ||| ভালোবাসার পা পোস (তারিখ ০১-১১-২০২৩)

আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ডাই পোস্টটি একটু ব্যতিক্রম।সব সময় একরকম পোস্ট করতে আর ভালো লাগে না তাই তো মাথায় এলো একটু ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা ইতি মধ্যে অবগত আছেন যে আমার একটি ছোট আপনাদের দোয়ায় ব্যবসা প্রতিষ্ঠান আছে।এই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ যখন শুরু হয় তখন অনেক কাপড় বাসার ভিতর রয়ে যায়। যখন কাটিং মাস্টার পাঞ্জাবি, এস কে ডি, ফতুয়া ও কুর্তা এগুলো কাটিং করে তার পরে সেই কাপড়ের অনেক অংশ থেকে যায়। আর সেই টুকরা কাপড় গুলো বস্তা ভর্তি করে রেখে দেওয়া হয়। সেই কাপড় গুলো হঠাৎ কেন জানি মনে হল একটি কিছু তৈরি করি।আমি আবার অপচয় করতে পছন্দ করি না আর অপচয় করা আমাদের সৃষ্টিকর্তাও পছন্দ করে না।



ক্রিয়েটিভিটি কিংবা সৃজনশীলতার মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ যেমন উপস্থাপন করা যায় ঠিক তেমনি ভালো মানসিকতার দৃষ্টান্তও প্রকাশ করা যায়। এমনিতে DIY জাতীয় যে কোন কিছুই খুবই কঠিন, সেটা আপনি যেভাবেই উপস্থাপন করেন না কেন। প্রতিটি ধাপ যেমন উপস্থাপন করতে হয় ঠিক তেমনি বিষয়টি যেন সুন্দর হয় সেটার প্রতিও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। আর সেটা যদি হয় পুরনো কিছুর সুন্দর ও নতুন ব্যবহার, তাহলে সেটার প্রতি মনোযোগটা দ্বিগুন হয়ে যায়। দেখুন একটা কথা অবশ্যই বলবো আর সেটা হলো পুরনো কিছু মানেই ফেলনা না, পুরনো কিছু মানেই সেটা ব্যবহারের অযোগ্য না। যদি একটু চিন্তা করেন, যদি একটু চেষ্টা করেন, তাহলে সেগুলোর মাধ্যমেও নতুন কিছু উপস্থাপন করতে পারবেন। অবশ্য এর জন্য সৃজনশীলতা থাকা চাই। আপনার চিন্তা ভাবনা এবং কল্পনা শক্তি সেই সৃজনশীলতা প্রকাশ ঘটাতে সহযোগিতা করবে।


ফটো-2.jpg


ছবিটি নেয়া হয়েছে @saymaakter এর পোস্ট থেকে


আজকের ফিচার আর্টিকেলে যে পোষ্টটি নির্বাচন করা হয়েছে সেটার মূল আকর্ষণ হলো টুকরা কাপড়ের নতুন ও দারুণ ব্যবহার। হয়তো সেই টুকরা কাপড়গুলো কারো কাছে তেমন একটা প্রয়োজনীয় নাও মনে হতে পারে কিন্তু আপনি যদি সেগুলোর সুন্দর একটা ব্যবহারের চিন্তা করেন, সৃজনশীলতার মাধ্যমে সেগুলোর দ্বারা যদি নতুন কিছু উপস্থাপন করেন, তাহলে অবশ্যই সেটার প্রতি সবার আগ্রহ বেড়ে যাবে। এই DIY পোষ্টটিতে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে, টুকরা কাপড়গুলোর সুন্দর ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে অথর বেশ ভালো ভাবেই সফল হয়েছে, অভিনন্দন অথরকে।

ধন্যবাদ

Banner New.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই পোস্ট দেখলাম। পাপোশ তৈরির পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে পাপোশ তৈরির পদ্ধতি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে।

 last year 

সব সময় সব থেকে সেরা পোস্টটি এখানে শেয়ার করা হয় এবং আজকের পোস্টটি আসলে অনেকটা ভালো ছিল এবং নিজ যোগ্যতায় সে সফল হয়েছে। অনেক ভালো লাগছে এবং যারা ভাল কাজ করতেছে তাদের সুন্দরভাবে তুলে ধরতেছে। আমি আপনাদের সিলেকশন কে সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ

 last year 

তিনি ভাল একজন উদ্যোক্তা তার এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। তার যে স্বপ্ন সেটা পূরণ হোক। আজকে দারুন একটি পোস্ট তিনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নিজের তৈরি পাপোশ যেটা প্রয়োজনীয় ।এই পোস্টটি সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানাই।

 last year 

আমার পোস্টটিকে ফিচার আর্টিকেলে অন্তর্ভুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার এবং ভালো কিছু লেখার আর সেই চেষ্টাকে গতিশীল করার জন্য আজকের এই ফিচার আর্টিকেলে নাম থাকায় আরো বেশি উৎসাহ এবং আগ্রহ বেড়ে গেল।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলে সায়মা আপুর অনেক সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে সায়মা আপু খুবই সুন্দর পদ্ধতিতে পাপোশটি তৈরি করেছিলেন। পাপোসটি দেখতেও খুবই সুন্দর লাগছে।

 last year 

সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করে হয়েছে। আপু পাপোস তৈরির বিভিন্ন ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউ বানাতে পারবেন।আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

এই ফিচারড আর্টিকেল পোস্টে সাইমা আক্তার আপুর নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে পাপোশ তৈরি করেছে। ওনার তৈরি করা এই পাপোশ দেখেছিলাম। এত সুন্দর করে এই পাপোশ তিনি তৈরি করেছেন, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 last year 

সাইমা আপুর পোস্ট গুলো খুবই ভালো লাগে। বিভিন্ন সময় খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি শেয়ার করেন। ভালবাসার পাপোশ খুব সুন্দর ছিল। এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি ফিচারড আর্টিকেল নির্বাচন করে আপুকে সম্মানিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81