"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১১৭ [তারিখ : ০২-১১-২০২৩]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter
অথরের নাম মোছাঃ সায়মা আক্তার।
জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :
" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল
DIY ||| এসো নিজে করি ||| ভালোবাসার পা পোস (তারিখ ০১-১১-২০২৩)
আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ডাই পোস্টটি একটু ব্যতিক্রম।সব সময় একরকম পোস্ট করতে আর ভালো লাগে না তাই তো মাথায় এলো একটু ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা ইতি মধ্যে অবগত আছেন যে আমার একটি ছোট আপনাদের দোয়ায় ব্যবসা প্রতিষ্ঠান আছে।এই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ যখন শুরু হয় তখন অনেক কাপড় বাসার ভিতর রয়ে যায়। যখন কাটিং মাস্টার পাঞ্জাবি, এস কে ডি, ফতুয়া ও কুর্তা এগুলো কাটিং করে তার পরে সেই কাপড়ের অনেক অংশ থেকে যায়। আর সেই টুকরা কাপড় গুলো বস্তা ভর্তি করে রেখে দেওয়া হয়। সেই কাপড় গুলো হঠাৎ কেন জানি মনে হল একটি কিছু তৈরি করি।আমি আবার অপচয় করতে পছন্দ করি না আর অপচয় করা আমাদের সৃষ্টিকর্তাও পছন্দ করে না।
আজকের ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই পোস্ট দেখলাম। পাপোশ তৈরির পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে পাপোশ তৈরির পদ্ধতি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে।
সব সময় সব থেকে সেরা পোস্টটি এখানে শেয়ার করা হয় এবং আজকের পোস্টটি আসলে অনেকটা ভালো ছিল এবং নিজ যোগ্যতায় সে সফল হয়েছে। অনেক ভালো লাগছে এবং যারা ভাল কাজ করতেছে তাদের সুন্দরভাবে তুলে ধরতেছে। আমি আপনাদের সিলেকশন কে সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ
তিনি ভাল একজন উদ্যোক্তা তার এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। তার যে স্বপ্ন সেটা পূরণ হোক। আজকে দারুন একটি পোস্ট তিনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নিজের তৈরি পাপোশ যেটা প্রয়োজনীয় ।এই পোস্টটি সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানাই।
আমার পোস্টটিকে ফিচার আর্টিকেলে অন্তর্ভুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার এবং ভালো কিছু লেখার আর সেই চেষ্টাকে গতিশীল করার জন্য আজকের এই ফিচার আর্টিকেলে নাম থাকায় আরো বেশি উৎসাহ এবং আগ্রহ বেড়ে গেল।
আজকের ফিচারড আর্টিকেলে সায়মা আপুর অনেক সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে সায়মা আপু খুবই সুন্দর পদ্ধতিতে পাপোশটি তৈরি করেছিলেন। পাপোসটি দেখতেও খুবই সুন্দর লাগছে।
সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করে হয়েছে। আপু পাপোস তৈরির বিভিন্ন ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউ বানাতে পারবেন।আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
এই ফিচারড আর্টিকেল পোস্টে সাইমা আক্তার আপুর নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে পাপোশ তৈরি করেছে। ওনার তৈরি করা এই পাপোশ দেখেছিলাম। এত সুন্দর করে এই পাপোশ তিনি তৈরি করেছেন, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।
সাইমা আপুর পোস্ট গুলো খুবই ভালো লাগে। বিভিন্ন সময় খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি শেয়ার করেন। ভালবাসার পাপোশ খুব সুন্দর ছিল। এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি ফিচারড আর্টিকেল নির্বাচন করে আপুকে সম্মানিত করার জন্য।