DIY ||| এসো নিজে করি ||| ভালোবাসার পা পোস।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ডাই পোস্টটি একটু ব্যতিক্রম।সব সময় একরকম পোস্ট করতে আর ভালো লাগে না তাই তো মাথায় এলো একটু ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা ইতি মধ্যে অবগত আছেন যে আমার একটি ছোট আপনাদের দোয়ায় ব্যবসা প্রতিষ্ঠান আছে।এই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ যখন শুরু হয় তখন অনেক কাপড় বাসার ভিতর রয়ে যায়। যখন কাটিং মাস্টার পাঞ্জাবি, এস কে ডি, ফতুয়া ও কুর্তা এগুলো কাটিং করে তার পরে সেই কাপড়ের অনেক অংশ থেকে যায়। আর সেই টুকরা কাপড় গুলো বস্তা ভর্তি করে রেখে দেওয়া হয়। সেই কাপড় গুলো হঠাৎ কেন জানি মনে হল একটি কিছু তৈরি করি।আমি আবার অপচয় করতে পছন্দ করি না আর অপচয় করা আমাদের সৃষ্টিকর্তাও পছন্দ করে না।
কিছু কিছু কাপড়ের টুকরো কাটিং করে আমি আজ আপনাদের মাঝে "ভালোবাসার পা পোস" নিয়ে হাজির হয়েছি। প্রথমে ভেবেছিলাম "ভালোবাসার পা পোস" তৈরি করা হয়তো বা ইজি হবে কিন্তু অনেক সময় লেগে গেছে আমার। তারপরও চেষ্টা করেছি "ভালোবাসার পা পোস" তৈরি করতে। জানিনা কেমন লেগেছে আপনাদের তবে বাস্তবে "ভালোবাসার পা পোস" দেখতে সুন্দর লেগেছিল।চলুন আর কথা না বাড়িয়ে "ভালোবাসার পা পোস" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।মোটা কাপড়।
২।সুতা।
৩।বিভিন্ন রকমের কাপড়।
৪।লেজ।
প্রথমে একটি মোটা কাপড় হার্ড আকৃতি করে এঁকে নিয়েছি।
এরপর সেই কাপড় কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এরপর একটি লাল কাপড় দিয়ে পুরো হার্ডকে সেলাই করে মুড়ে দিয়েছি।
এবার আরেকটি লাল কাপড় লম্বা করে কেটে নিয়েছি এবং দুই সাইডে সেলাই করে নিয়েছি।
সেই লাল কাপড়টি কুঁচি দিয়ে পুরো কাপড়টি সেলাই করে নিয়েছি ।
একটি সাদা কাপড় লম্বা করে কেটে দুই সাইডে সেলাই করে নিয়েছি।
এবার সেই সাদা কাপড়টি কুঁচি দিয়ে সম্পূর্ণ কাপড় সেলাই করে নিয়েছি।
এবার আরেকটি জামদানি সুতির কাপড় লম্বা করে কেটে দুই সাইডে সেলাই করে নিয়েছি।
ঠিক একইভাবে কুঁচি দিয়ে সেই কাপড়টিও সেলাই করেছি।
এবার হার্ড চিহ্ন কাপড়টিকে দুই সাইডে লাল কাপড় দিয়ে কুঁচি দিয়ে মেশিন দিয়ে আটকে নিয়েছি।
ঠিক একইভাবে সাদা কাপড়টিও সেলাই করে আটকে নিয়েছি।
এবার লেজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "ভালোবাসার পা পোস"।এবার এই "ভালোবাসার পা পোস" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- ডাই পোস্ট "ভালোবাসার পা পোস"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
খুব সুন্দর একটি কার্যক্রম করে দেখিয়েছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ হার্ট এর পাপোশ তৈরি করা দেখিয়েছেন ।আসলে এই জাতীয় জিনিসগুলো নিজের মেধা শক্তি থেকেই সৃষ্টি করা সম্ভব। খুবই ভালো লাগলো আপনার সুন্দর কার্যক্রমটা।
সুন্দর মন্তব্য করে উৎসহ দিয়েছে এজন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি আলাদা আলাদা কাপড় ব্যবহার করে অনেক সুন্দর একটা পাপোশ তৈরি করেছেন। তাও আবার লাভ আকৃতির। বিভিন্ন রকমের আলাদা আলাদা কাপড় হওয়ার কারণে এই পাপোশ টা দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম পাপোশ গুলো তৈরি করে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা না করে থাকা যায় না।
সব সময় সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা ভালোবাসার পাপোশ দেখে অনেক ভালো লাগলো। এরকম ভাবে কিন্তু ঘরে যে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়। আপনি ঘরে পাপোশ তৈরি করেছেন অনেক সুন্দর করে এবং নিখুঁতভাবে। আপনার পাপোশ তৈরি করার পদ্ধতি দেখে যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে।
আমার ডাই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগলো।
বিভিন্ন প্রকারের কাপড় দিয়ে অনেক সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন আপনি। আসলে এ ধরনের পাপোশ তৈরি করতে বেশ পরিশ্রম হয়। তবে আপনার পাপোশ তৈরীর পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার তৈরি পাপোশটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে।
আমার ডাই পোস্ট আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই।
আপু আপনার তৈরি করা পাপোশ অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে লাভ আকৃতির পাপোশ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা পাপোশ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে আপু।
আমার ডাই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপু।
সত্যিই আপু আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনি ভালো একজন উদ্যোক্তা এর আগে বিশেষ অতিথি হিসেবে সেই বিষয়টি শেয়ার করেছিলেন। যে কোন জিনিস ফেলে দেয়ার চেয়ে সেটা নিয়ে পরিকল্পনা অনুযায়ী কিছু তৈরি করার বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে কারণ আপনি আজকে পা পোস তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ।এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।