"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১১০ [তারিখ : ২৬-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @steem-for-future


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মুহাম্মদ আকাশ । তিনি একজন বাংলাদেশী। বর্তমানে চাকুরী করছেন। তিনি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার, এবং একেবারে শুরুর দিকের একজন ইউজার। আকাশ ভাই স্টিমিট এ যুক্ত হন, ২৮ ই মে, ২০২১ সালে ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি বড়ই একা। by @steem-for-future(date 26.10.2023 )

মানুষ প্রতিনিয়ত স্বার্থপর হয়ে থাকে। আমিও একজন স্বার্থপর মানুষ এবং আমি আমার নিজের জন্য যে কোন কিছু করতে পারি। তবে যদিও আমি স্বার্থপর তবে আমার মধ্যে বিন্দুমাত্র মনুষত্ববোধ থাকা জরুরি। বিশ্বাস করেন, এই পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া আর কিছুই চায় না। মানুষ যা কিছু করছে শুধুমাত্র তার স্বার্থ স্বার্থ পাবার আশায় আপনার কাছ থেকে কেউ যদি কোন স্বার্থ হাসিল করতে না পারে তাহলে সে কখনোই আপনার প্রতি অনুগত্য স্বীকার করবে না কিংবা আপনাকে সম্মান অথবা ভালোবাসবে না। সমস্ত ভালোবাসার মাঝে যে একটা স্বার্থ লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানিনা।--…


এই পৃথিবীটা চলছে স্বার্থের উপর। কেউ যদি আপনার কোন উপকার করে ধরে নিবেন তাতে ওই ব্যক্তির কোন না কোন সার্থ থাকবেই। তবে সেটা ছোট ও হতে পারে না বড় ও হতে পারে। আমরা বর্তমানে আসলে এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে সবাই নিজের লাভ টি আগে দেখে তারপর অন্য চিন্তা করে। এই বিষয়গুলোই আকাশ ভাই তার পোস্ট এ তুলে এনেছেন। যদি আমরা বাস্তব দিক থেকে চিন্তা করি , এটা সত্যি যে মানুষ বড়ই একা এই স্বার্থের খেলাই। কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়।

আকাশ ভাইয়ের পোস্টে আরো বেশ কিছু বিষয় ভালো লেগেছে যেমন তিনি বলেছেন , " আপনি একজন চাকরিজীবী অথবা ফ্রিল্যান্সার। একজন বেসরকারি অথবা সরকারি কর্মচারী কিংবা ইঞ্জিনিয়ার। আপনি যে কাজে নিজেকে নিযুক্ত রাখছেন সেটা আপনার জন্য। এখন আপনি একজন ফ্রিল্যান্সার অথবা চাকরিজীবী হয়ে পরিবার এবং সমাজের জন্য যা কিছু করছেন এর জন্য আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত এবং প্রশংসনীয় ব্যক্তি। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখা ভালো যে আপনি শুধুমাত্র তাদেরকে স্বার্থ অর্জন করে দিতে পারছেন তাদের কাছে আপনি ভালো। বাকি মানুষগুলোর কাছে আপনি যেন চোখের ময়লার মতো।"

সব দিকে বিবেচনাই নিয়ে তাই , এই পোস্ট টিকে আজকের ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচিত করা হল।


ছবিটি আকাশ ভাই এর পোস্ট থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 10 months ago 

এ দুনিয়াই সবাই স্বার্থ হাসিলের খেলায় ব্যস্ত! নিজের মনুষ্যত্বকেও ভুলে না স্বার্থ হাসিলের জন্য। আকাশ ভাইয়ের লেখাগুলো পড়ে ভালোই লাগলো। একদম রিয়েলিটিটাকে তুলে ধরেছেন।

 10 months ago 

আকাশ ভাইয়া অনেক সুন্দর একটা টপিক নিয়ে আজকের এই পোস্ট লিখেছিলেন। আসলে এটা সত্যি আমাদের পৃথিবীটা স্বার্থের উপরে চলছে। প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ঘুরে। নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে ভালো লাগলো।

 10 months ago 

এরকম টপিক নিয়ে পোস্ট লিখলে এমনিতেই অনেক সুন্দর হয়। আসলে স্বার্থ ছাড়া এখন দুনিয়াই চলে না, এটাই মনে হয়। স্বার্থ এমন একটা জিনিস যা মানুষকে অনেক খারাপ পথেও নিয়ে যায়। আকাশ ভাইয়ের এই পোস্টটা পড়ে অনেক ভালো লেগেছে। আর ফিচারড আর্টিকেলে ওনার নাম দেখে আরো ভালো লাগলো।

 10 months ago 

বলতে গেলে সত্যি পোস্ট টি অসাধারণ ছিল। এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়। সবাই সীমিত সময়ের জন্য একে অপরের সহযোগিতা করার জন্য। একটা সময় যখন পার হয়ে যাবে তখন দেখা যায় যে সবাই একা হয়ে যায়। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্টকে ফিচারড আর্টিকেল নির্বাচন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54