ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি বড়ই একা

in আমার বাংলা ব্লগ10 months ago

adult-2179084_1280.jpg

Source
আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছি।

আমি আজ আপনাদের জন্য আমার জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হলাম। মূলত আমরা মানুষ সামাজিক জীব হিসেবে এই সমাজে এবং এই বহির্বিশ্বে যুগ যুগ ধরে বসবাস করে আসছি। তবে মাঝে মাঝে এই সমাজ থেকে আপনি এমন কিছু জিনিস উপহার পাবেন যে সকল জিনিসগুলো আপনি কখনোই কল্পনা করতে পারেননি।

friends-4187953_1280.webp

Source

আমি যদি এখানে শুধুমাত্র সমাজ উল্লেখ করি তাহলে খুবই ভুল হবে। আমি এখানে প্রিয় মানুষ থেকে পরিবার পরিবার থেকে আত্মীয়-স্বজন সমাজ রাষ্ট্র এমনকি এই বিশ্বের কাছে থেকে আপনি এমন কিছু জিনিস পেয়ে যাবেন যা আপনি কখনোই আশা করতে পারেন না।

মানুষ প্রতিনিয়ত স্বার্থপর হয়ে থাকে। আমিও একজন স্বার্থপর মানুষ এবং আমি আমার নিজের জন্য যে কোন কিছু করতে পারি। তবে যদিও আমি স্বার্থপর তবে আমার মধ্যে বিন্দুমাত্র মনুষত্ববোধ থাকা জরুরি।

বিশ্বাস করেন, এই পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া আর কিছুই চায় না। মানুষ যা কিছু করছে শুধুমাত্র তার স্বার্থ স্বার্থ পাবার আশায় আপনার কাছ থেকে কেউ যদি কোন স্বার্থ হাসিল করতে না পারে তাহলে সে কখনোই আপনার প্রতি অনুগত্য স্বীকার করবে না কিংবা আপনাকে সম্মান অথবা ভালোবাসবে না। সমস্ত ভালোবাসার মাঝে যে একটা স্বার্থ লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানিনা।

freedom-2262513_1280.jpg

Source

আপনি একজন চাকরিজীবী অথবা ফ্রিল্যান্সার। একজন বেসরকারি অথবা সরকারি কর্মচারী কিংবা ইঞ্জিনিয়ার। আপনি যে কাজে নিজেকে নিযুক্ত রাখছেন সেটা আপনার জন্য। এখন আপনি একজন ফ্রিল্যান্সার অথবা চাকরিজীবী হয়ে পরিবার এবং সমাজের জন্য যা কিছু করছেন এর জন্য আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত এবং প্রশংসনীয় ব্যক্তি।

কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখা ভালো যে আপনি শুধুমাত্র তাদেরকে স্বার্থ অর্জন করে দিতে পারছেন তাদের কাছে আপনি ভালো। বাকি মানুষগুলোর কাছে আপনি যেন চোখের ময়লার মতো।

আপনি যদি আমার কথায় অবিশ্বাস কিংবা অবহেলা করেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আপনি প্রতিনিয়ত আপনার পরিবার এবং আত্মীয়-স্বজনদেরকে যেভাবে ভালবাসতেন অর্থ সম্পদ কিংবা টাকা দিয়ে আপনি সেগুলো দেওয়া যদি বন্ধ করে দিয়ে থাকেন তাহলে বুঝবেন পৃথিবীটাতে আপনি কতটা একা!!

man-4886221_1280.jpg

Source

শুধুমাত্র আপনি ভালবাসা পেয়েছেন একজন ফ্রিল্যান্সার অথবা চাকরিজীবীর সুবাদে। কারণ আপনার পকেটে যখন অনেক অনেক অর্থ থাকবে তখন আপনার বন্ধুর অভাব হবে না এবং পরিবারের থেকে এবং সমাজ এবং রাষ্ট্রের কাছ থেকে ভালোবাসার পাওয়ার অভাব হবে না। তবে হঠাৎ করেই যদি আপনি নিরলস কাজ করা ছেড়ে দেন এবং অর্থনৈতিক সাহায্য করা ছেড়ে দেন তাহলে বুঝবেন আপনি এই পৃথিবীতে কতটা একা এবং আপনি এবং আপনার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কাউকে নিঃস্বার্থ ভালবাসে না বিষয়টি উপলব্ধি করতে পারবেন।

আমি মনে করি পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে সে স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে। পৃথিবীতে একমাত্র আপনার সৃষ্টিকর্তায় আপনার আপনজন। সৃষ্টিকর্তা ভালোবাসে জন্যই আপনার শত শত ভুলগুলো তিনি নীরবে সহ্য করেন এবং আপনি কখন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন সে অপেক্ষা করেন।

সুতরাং এই পৃথিবীতে আপনি আমি আমরা সকলেই অনেক বড় নিশ্ব এবং একা। এই পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো আমাদেরকে ভালবাসছে শুধুমাত্র স্বার্থের কারণে। একমাত্র তিনি আমাদেরকে নিঃস্বার্থ ভালবাসেন যিনি আমাদের সৃষ্টিকর্তা।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Cc©®

@rme
@amarbanglablog

Sort:  
 10 months ago 

আমরা সবাই স্বার্থর মায়াজালে বন্দি। হয়তো এই বিষয়টি ভাবতে গেলে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না তবুও জীবনের সংগ্রামের পথে স্বার্থপর হয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাই। ভাবনার জগতের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না সকল স্বার্থ ফেলে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই ভাবনাটা যখন মাথায় আসে তখন সবকিছু অমূল্য হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত এই ভাবনাটা সবার মধ্যে থাকা উচিত।

Posted using SteemPro Mobile

 10 months ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করলেন।সত্যি এই পৃথিবীতে আমরা একা।আমরা যাদের খুব আপন মানুষ ভাবি তারা শুধুই মায়া। সত্যিকারের আপন তো সেই আমাদের রব।একথা আমরা বেমালুম ভুলে বসে থাকি।এই পৃথিবীতে সবই স্বার্থের খেলা।

 10 months ago 

আপনার পোস্ট পড়ছিলাম, আর বাস্তবে সেটা কল্পনা করছিলাম। আসলে আপনি প্রতিটি কথা একেবারে যথার্থ বলেছেন ভাই। পৃথিবীতে প্রতিটি মানুষ প্রচন্ড স্বার্থপর। শুধু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব না,বরং নিজের পরিবারের মানুষজনও দিনদিন প্রচন্ড স্বার্থপর হয়ে যাচ্ছে।

আপনি প্রতিনিয়ত আপনার পরিবার এবং আত্মীয়-স্বজনদেরকে যেভাবে ভালবাসতেন অর্থ সম্পদ কিংবা টাকা দিয়ে আপনি সেগুলো দেওয়া যদি বন্ধ করে দিয়ে থাকেন তাহলে বুঝবেন পৃথিবীটাতে আপনি কতটা একা!!

এমন অসংখ্য বাস্তব চিত্র আমি দেখেছি। দিতে না পারলে পরিবারের কাছেও ভালো না,তখন তারাও দেখতে পারে না। তাই আমি মনে করি দুনিয়াবি চিন্তা ভাবনা কম করে, যথাসম্ভব আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকা উচিত আমাদের। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60315.45
ETH 2606.97
USDT 1.00
SBD 2.53