"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪৬ [ তারিখ : ০৪.১০.২০২৪ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৪৫ তম রাউন্ড শেষে আজ ০৪ অক্টোবর ২০২৪, ৪৪৬ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@rahnumanurdisha
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@rahnumanurdisha
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-রাহনুমানূর দিশা। জাতীয়তা- বাংলাদেশী। তিনি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন ।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছেন ।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে তাঁহার ভালো লাগে। এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
ঝাল ঝাল চিকেন রান্নার রেসিপি ( Publish: 03.10.2024 )
এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি। কারণ চিকেন আমার অনেক প্রিয়, আর তার সাথে চিকেনটা আসলে এইভাবে ঝাল ঝাল মতো করে রান্না করলে সেটি আরো ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়ে বা ঠান্ডার সময়ে। আর আমাদের এখানে আজকে থেকে আবার বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই রেসিপি দেখে সত্যি বলতে চিকেন খেতে অনেক ইচ্ছা করছে। এটা কিন্তু ঠিক কথা যে, চিকেন আসলে যার কাছে প্রিয় তার কাছে যেকোনোভাবেই খেতে অনেক প্রিয় লাগে। আমার কাছেও তেমনই ব্যাপার এই ক্ষেত্রে, কারণ আমি চিকেন যেকোনোভাবে খেতে পারি, সেটা একটু সেদ্ধ হলেই হলো হা হা।
তবে প্লোট্রি মুরগির ক্ষেত্রে আসলে তরকারির থেকে অন্যান্য বিভিন্ন খাবারের আইটেম তৈরি করে খেতে ভালো লাগে, এই যেমন ধরুন-পকোড়া, চিকেন ললিপপ, চিকেন পোড়া এইরকম আর কি। এইসবে বেশি ভালো লাগে। এই রেসিপিটা আসলে দেখেই মনে হচ্ছে অনেক স্বাদের হয়েছিল, আসলে মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটা আরো বেশি ভালো লাগে। যাইহোক, রেসিপির উপস্থাপনা সবকিছুই বেশ ভালো সাজানো গোছানো আছে এবং ধাপে ধাপে সব ভালোভাবে তুলে ধরেছেন। সর্বোপরি রেসিপিটা দারুন ছিল।
ধন্যবাদ সবাইকে।
ঝাল ঝাল চিকেন খেতে খুবই ভালো লাগে।আর এত সুন্দর করে রান্না করা হয়েছে দেখে লোভনীয় মনে হচ্ছে। এই রেসিপিটি চমৎকার হয়েছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো।
ঝাল ঝাল চিকেন রান্নার রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে।চিকেন আমার অনেক প্রিয়।রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ দারুন একটি রেসিপি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।
চিকেন রেসিপি খেতে পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম রয়েছে। আর চিকেন দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায়, যেগুলো খেতে আমি অনেক পছন্দ করি। রাহনুমানুর দিশা আপুর তৈরি করা রেসিপি টা দেখে আমার অনেক ভালো লেগেছে। বুঝতে পারছি আপুর তৈরি করা রেসিপি অনেক মজাদার ছিল। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য।হাহা ,দাদা ঠিকই বললেন যাদের এই মাংস পছন্দ তারা সিদ্ধ করলেই খেতে পারে😁।পোল্ট্রির মাংসের ভাজা ,ললিপপ,গ্রিল ওই আইটেম গুলোই ভালো লাগে এটা ঠিক।
আজকের এই ফিচারড আর্টিকেলে রহনুমানুর দিশা আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপুর তৈরি করা রেসিপি টা আমার নিজের অনেক ভালো লেগেছে। খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তিনি তৈরি করেছেন। এই রেসিপি পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর আপুকেও জানাই অনেক অনেক অভিনন্দন।
আজকের ফিচারড আর্টিকেল সেরা পোস্ট হিসেবে @rahnumanurdisha আপু রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। বৃষ্টির এই সময়ে এমন লোভনীয় রেসিপি খেতে খুব ভালো লাগে। আপুর তৈরি রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সিলেক্ট করার জন্য।