আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২০[তারিখ : ২৩-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার।জাতীয়তা বাংলাদেশী।তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে উনার অনেক ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

"DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের ওয়ালমেট। by @saymaakter (date 23-7-23)

আমি আজ আপনাদের মাঝে একটি ছোট্ট কথা বলতে চাই। আমরা যে যেখানে যেভাবেই অবস্থান করি না কেন আমাদের চারপাশে পরিষ্কার রাখবো । এমনিতেই আমাদের বর্তমান সময়ে আমরা সবাই সচেতন এবং ডিজিটাল যুগ হিসাবে আমরা সবাই সবার বাসা ও বাসস্থানের আশেপাশে পরিষ্কার রাখি। তারপরও আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কারন সবকিছু হারালে ফিরে পাওয়া সম্ভব কিন্তু জীবনটা চলে গেলে আর পাওয়া সম্ভব নয়। এই সময়টা খুব খারাপ যাচ্ছে।কারন ডেঙ্গু মশার পরিমাণ এতটা বেড়েছে যা বলার বাইরে।আমাদের সবার শখ থাকে গাছ লাগানো।এই গাছ আমরা বারান্দায় বা ছাদে লাগিয়ে থাকি।গাছের টপে জমানো পানিতে ডেঙ্গু মশা বাসা না বাধতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । সেই জমানো পানি গুলো চেঞ্জ করে দিতে হবে প্রয়োজনে এবং নিজেকে সুরক্ষায় রাখতে দিনের বেলায় মশারি ফেলে ঘুমাতে হবে। …


আমার বাংলা ব্লগের হঠাৎ করে পোস্ট ঘাঁটতে ঘাঁটতেই আমার সায়মাআক্তার আপুর হঠাৎ diy পোস্টটি চোখে পড়ে। প্রথম দেখাতেই খুব সুন্দর লাগলো। তারপর যখন ওনার পোস্ট আমি খুলে দেখি দেখলাম উনি খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গুছিয়ে লিখেছেন এবং যে রঙিন কাগজের ওয়ালমেটটি তৈরি করেছেন সেটারও সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন।

হাতের কাজ অর্থাৎ আজ যে জিনিস গুলো আমরা হাতে তৈরি করি । যে জিনিস গুলো তৈরি করতে আমাদের অনেকটা সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু দেখতেও ভীষণ আর সুন্দর হয়। তেমনিই একটি উদাহরণ হল সায়মা আক্তার আপুর diy প্রজেক্টটি।

ছোটবেলা থেকে সকলে কোনো না কোনো কাজে কিন্তু খুব পটু থাকে। আর আমরা মেয়েরা বিশেষ করে ঘর গোছাতে বা ঘর সাজাতে খুব ভালোবাসি। যখনই আমরা কোনো মেলায় যাই তখনই আমরা সবার আগে ঘরের কোন জিনিসটা দরকার বা ঘরে কোন জিনিসটা দিয়ে সাজালে ঘরটা আরো সুন্দর লাগবে সেই সকল মূল্যবান জিনিসগুলো কিনে আনি। আর একটা জিনিস যেটা না বললেই নয় কোনো কিছু কেনার থেকে যদি নিজে কিছু বানিয়ে ঘরে রাখি সেটা কিন্তু সবচেয়ে বেশি আনন্দের এবং ভালো লাগার হয়।

সায়মা আক্তার আপু এই পোস্টটিতে প্রত্যেকটা ধাপ এত নিখুঁতভাবে দেখিয়েছেন ফলে যে কেউ প্রত্যেকটি ধাপ লক্ষ্য করে নিজে বানাতে পারবেন।ঠিক আমরা যেমনটা চাই তেমনভাবেই উনি পুরো পোস্টটি সম্পন্ন করেছেন। সবথেকে ভালো লেগেছে যখন উনি একটা কাগজের উপর আরেকটা রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে ফুল তৈরি সম্পন্ন করেছেন ,তাতে করে দেখতে পুরো আসল ফুলের মতনই লাগছে। সবশেষে উনি যখন দেওয়ালে ওয়ালমেটটা টানিয়ে দিয়েছেন তখন ঘরের শোভা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।নিজের হাতে নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করার আনন্দ ও ভালোলাগা নিঃসন্দেহে একটা বিশেষ মাত্রা যোগ করে।তাই এই diy পোষ্টটি একটি সফল পোস্ট বলে আমি মনে করি।


image.png

ছবিটি @saymaakter এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমার এই ডাই পোস্টটি আপনার এত ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম। সবার প্রিয় @rme দাদার এই ফিচারড আর্টিকেল পরিকল্পনাটি অনেক বড় একটি ভূমিকা রাখছে আমাদের ব্লগারদের জন্য। কারণ এতো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয় যেটি আসলে অনেক ভালো লাগে এবং কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায় আমাদের।তাই @rme দাদাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।

 last year 

আসলেই এই ধরনের ডাই প্রোজেক্ট দেখতে খুবই ভালো লাগে। নিজের হাতে বানানো জিনিস দেয়ালে লাগিয়ে রাখলে অন্য রকম অনুভূতি হয় মনের মধ্যে। সায়মা আপু নিঃসন্দেহে একজন ভালো মানের ব্লগার। আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

এটি অবশ্যই ভালো একটি উদ্যোগ ফিচারড আর্টিকেল বাছাই করা। এর মাধ্যমে অনেক ইউজার অনুপ্রাণিত হচ্ছে এবং ভালো ভালো কাজ করতে অনুপ্রাণিত হচ্ছে। দাদার এমন সুন্দর সুন্দর ইউনিক উদ্যোগ গুলো আমার অনেক ভালো লাগে এর জন্য দাদাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। এই সপ্তাহের সায়মা আপুর পোস্টা আপনার অনেক ভালো লেগেছে এবং ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

বাহ্ বেশ চমৎকার একটি সিদ্ধান্ত তো। আমাদের সাইমা আক্তার আপু কিন্তু বেশ কিছু গুনে গুনান্বিত । তিনি একদিকে যেমন একজন উদ্যোক্তা আবার একজন ভালো মানের ব্লগারও । তার পোস্টগুলো কিন্তু আমি বেশ পছন্দ করি। আসলে এই প্লাটফর্মে এত এত ক্রেয়েটিভ ইউজার আছে যে তাদের মাঝে আমি তো কিছুই না। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি বিচার বিশ্লেষনের জন্য।

 last year 

সত্যি আপু আপনি অনেক সুন্দর ডাই প্রজেক্ট করেছেন। যেটা দেখে আমারও চোখ জুড়িয়ে গেল। আজকের ফিচারড আর্টিকেলে আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক অভিনন্দন প্রিয় আপু আপনাকে।♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66740.62
ETH 3336.11
USDT 1.00
SBD 2.72