DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সকলে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

received_627219479181903.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ছোট্ট কথা বলতে চাই। আমরা যে যেখানে যেভাবেই অবস্থান করি না কেন আমাদের চারপাশে পরিষ্কার রাখবো । এমনিতেই আমাদের বর্তমান সময়ে আমরা সবাই সচেতন এবং ডিজিটাল যুগ হিসাবে আমরা সবাই সবার বাসা ও বাসস্থানের আশেপাশে পরিষ্কার রাখি। তারপরও আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কারন সবকিছু হারালে ফিরে পাওয়া সম্ভব কিন্তু জীবনটা চলে গেলে আর পাওয়া সম্ভব নয়। এই সময়টা খুব খারাপ যাচ্ছে।কারন ডেঙ্গু মশার পরিমাণ এতটা বেড়েছে যা বলার বাইরে।আমাদের সবার শখ থাকে গাছ লাগানো।এই গাছ আমরা বারান্দায় বা ছাদে লাগিয়ে থাকি।গাছের টপে জমানো পানিতে ডেঙ্গু মশা বাসা না বাধতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । সেই জমানো পানি গুলো চেঞ্জ করে দিতে হবে প্রয়োজনে এবং নিজেকে সুরক্ষায় রাখতে দিনের বেলায় মশারি ফেলে ঘুমাতে হবে। কারণ এই ডেঙ্গু খুব ভয়াবহ রূপ নিয়ে এসেছে। আমার মনে হয় করোনার থেকেও এই ডেঙ্গু কঠিন ও মারাত্মক রোগ। যা খুব দ্রুত নিঃশেষ করে দেয় একটি মানুষের জীবন। সময় থাকতে আমরা সচেতন হই এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাই। কারণ একটি মানুষ চলে গেলে সেই পরিবারের কেউ ভালো থাকে না এবং সেই কান্না আজীবন রয়ে যায়।অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার ডাইপোস্টের নাম "রঙিন কাগজের ওয়ালমেট"।সেই "রঙিন কাগজের ওয়ালমেট" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙিন কাগজ।
২।মোটা কার্টুন।
৩।গাম।
৪।কাঠি।
৫।কাঁচি।

received_987265906060754.jpegreceived_239655175609683.jpeg
received_571788414922634.jpegreceived_1910821105967985.jpeg

received_801067818362711.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_1438149036949293.jpeg

প্রথমে একটি রঙ্গিন কাগজ লম্বা করে চার ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_3419061094982373.jpeg

এবার চার ভাঁজ করা কাগজগুলোতে মাঝখানে ছোট ছোট অংশ করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_958456602101267.jpegreceived_828479018856960.jpeg
received_1454178812016601.jpegreceived_897880445007597.jpeg

ছোট অংশের কাগজটিকে মাঝখানে ভাঁজ করে আবার সাইডে ভাঁজ করে নিয়েছি এবং কাগজের মাথা থেকে একটু বাঁকা করে ভি আকৃতি ভাঁজ করে পাতার শেভ করে কেটে নিয়েছি ফুল বানানোর জন্য।

চতুর্থ ধাপ

received_955526845730315.jpeg

এই একইভাবে বেশ কিছু ফুল তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_145218098603878.jpegreceived_677693957023536.jpeg
received_1497635530987664.jpegreceived_613868827515816.jpeg

এবার ফুলগুলো দেখতে ভালো লাগার জন্য দ্বিতীয় পাপড়ির একটি পাপড়ি কেটে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি এবং তৃতীয়টির দুটি পাপড়ি কেটে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_1424930325029885.jpeg

এভাবে পাপড়িগুলো লাগিয়ে নেওয়ার পর একটি ফুলের ভিতর আরেকটি ফুল গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

received_799260168553930.jpeg

একটি মোটা কার্টুন পেপার গোল করে কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_241525605367072.jpeg

সেই গোল করা কার্টুন পেপারটির মাঝখানে সমান করে কেটে নিয়েছি।

নবম ধাপ

received_1477069033039766.jpeg

অর্ধেক কাটুন পেপারটি রঙ্গিন কাগজ দিয়ে মোরে নিয়েছি।

দশম ধাপ

received_1332131884083242.jpeg

এবার সেই কার্টুন পেপারের ওপরে একটি লাল আর একটি মিষ্টি কালার ফুল লাগিয়ে নিয়েছি পর্যায়ক্রমে।

এগারো তম ধাপ

received_1114154589989450.jpeg

এবার রঙিন কাগজ ছোট অংশ করে কেটে তিনটি লম্বা স্টিক বানিয়ে নিয়েছি।

বারো তম ধাপ

received_592965826368164.jpeg

সেই স্টিকগুলো মোটা কার্টুনে ফুল লাগানোর নিচের অংশে লাগিয়ে নিয়েছি ।

তেরো তম ধাপ

received_784548883411147.jpeg

প্রতিটি লম্বা স্টিকে একটি করে ফুল আগে পিছে লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজের ওয়ালমেট"।এবার এই "রঙিন কাগজের ওয়ালমেট" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজের ওয়ালমেট"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আপু রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ওয়ালমেট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এমন কাজগুলো দক্ষতার পরিচয় দেয়।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 last year 

জি ভাই এ ধরনের কাজ করতে গেল অনেক ধৈর্য ধরে কাজটি করতে হয়।

 last year 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে ।আমাদের সকলকেই সচেতন হওয়া উচিত ।যাই হোক আপনার আজকের রঙিন কাগজের ওয়ালমেট সত্যি চমৎকার হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাগজের কালারটি চমৎকার হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে এটি শুনে ভালো লাগলো আপু।

 last year 

রঙিন কাগজের ওয়ালমেটটি অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ,মোটা কার্টুন,গাম, কাঠি ও কাঁচি দিয়ে অনেক সুন্দরভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন। অনেক সুন্দরভাবে কয়েকটি সাজানো গোছানো ধাপে আমাদের মাঝে ওয়ালমেটটির প্রস্তুত প্রণালী তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

বাহ আপু রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট বানিয়ে দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজের ওয়ালমেট কত দিন যে তৈরি করিনি। আপনার ওয়ালমেট দেখে আবারও ইচ্ছে জাগলো ওয়ালমেট তৈরি করার আপনার ওয়ালমেট টি অসাধারণ ছিল প্রতিটি ধাপ শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

একদম ঠিক বলেছেন আপু অসচেতনতা কিন্তু কেড়ে নিতে পারে আমাদের সুন্দর জীবন কে।দুআ করি সবাই সুস্থ আর সচেতন থাকুক।আপু আপনি দেখছি অনেক দারুণ ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে তৈরি সব কিছু দেখতে যেনও দারুণ লাগে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। এই ফুলের ওয়ালমেট দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার পোস্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন।আসলেই ডেঙ্গু খুবই ভয়াবহ আকার ধারণ করেছে তাই সচেতন থাকাটা জরুরী।আপনার diy টি চমৎকার হয়েছে।ফুলগুলির কালার কম্বিনেশন আমার কাছে বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আপু।

 last year 

অনেক অনেক ধন্যবাদ দিদি, যে আপনি আমার উপস্থাপনার বিষয়টি বুঝতে পেরেছেন।

 last year 

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার ওয়ালমেট ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার সাথে একমত আপু আপনি ঠিক বলেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28