"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৫১ [ তারিখ : ০৯-১০-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-নুরুল আলম রকি। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করা। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন । ভ্রমণ করতে পছন্দ করেন । যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করেন। শিক্ষাগত যোগ্যতা- প্রথমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, এরপর হাই স্কুলে ভর্তি হন । হাই স্কুল লাইফ শেষ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
শরতের দৃষ্টিনন্দন সেরা ফটোগ্রাফি by @narocky71 (date 09.10.2024 )
আজ অক্টোবর মাসের ৯ তারিখ। শরৎকাল চলছে। শরৎকালের নিজস্ব সৌন্দর্য প্রকৃতিতে বিরাজমান। প্রত্যেকটা ঋতুতেই প্রকৃতি ভিন্নভাবে সেজে ওঠে। শরৎকালের সৌন্দর্যের মধ্যে কাশফুল আর শাপলা ফুল অন্যতম। সময়ের সাথে উপযোগী এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটিতে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কমিউনিটির সুপরিচিত মেম্বার এনএ'রকি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি বেরিয়েছিলেন ফটোগ্রাফি করতে। স্পেশালি শরৎকালের সৌন্দর্যগুলোকে ক্যাপচার করেছেন। শাপলা ফুল, টগর ফুল, কাশফুল, লাল জবা, আকাশের দৃশ্য সহ বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। তার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। প্রতিটি ফটোই আলাদাভাবে ভিন্ন ভিন্ন সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।
মোট ১০ টি ফটো শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার ১০ টি ফটোই ছিল কোয়ালিটি সম্পন্ন। প্রত্যেকটি ফটোর সাথে সুন্দর সুন্দর বর্ণনা তিনি যুক্ত করেছেন। সবকিছু বিবেচনায় এই কনটেন্টটি কোয়ালিটি সম্পন্ন ছিল এবং ফিচার্ডে স্থান পাচ্ছে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। রকি ভাইয়ের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর শরতের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম।
আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে রকি ভাইয়ের দুর্দান্ত এক পোস্ট নির্বাচন করা হয়েছে।ভাইয়ের শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন।এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় রকি ভাই অনেক ভালো একটি অবস্থায় থাকবে।ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
অসাধারণ কিছু ফটো শেয়ার করেছেন রকি ভাই। তাই তার পোস্টটি যোগ্য হিসেবেই ফিচার পোস্টে মনোনীত হলো দেখে ভালো লাগছে। রকি ভাই খুব যত্ন করে কাজ করেন ব্লগে। তার কাজ আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন পোষ্টের মাধ্যমে নান্দনিকতার যেভাবে প্রকাশ ঘটান তা প্রশংসনীয়।
অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একেবারে সময়োপযোগী। আমি এমনিতেই ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। তাই জন্য এই প্রতিযোগিতার দেখেই অনেক বেশি ভালো লেগেছে। তাইতো বেশ কয়েকদিন ফটোগ্রাফি করার জন্য বের হয়েছিলাম। অনেক ভালো লেগেছে শরতের দৃশ্যগুলো সরাসরি দেখে। আর এত সুন্দর করে ফটোগ্রাফি করতে পেরে আরো ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমার এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
খুবই দারুণ একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচারড আর্টিকেলে। এই প্রতিযোগিতায় কমবেশি অনেকেই অংশগ্রহণ করেছে। এনএরকি অনেক দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন। উনার ফটোগ্রাফি আসলেই দুর্দান্ত ছিল। আর উনার এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করেছেন দেখে আরো ভালো লাগলো।
খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ফিচার্ড আর্টিকেলে বেশ চমৎকার একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। রকি ভাইয়ের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখার মত ছিল। শরতের সৌন্দর্য বেশ দারুন ভাবে আমাদের মাঝেও ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেলের জন্য সেরা পোস্ট হিসেবে @narocky71 ভাইয়ার ফটোগ্রাফি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লেগেছে। ভাইয়ার ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। শরৎকালের অপরূপ সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। উনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর পোস্ট সিলেক্ট করার জন্য।