"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৫৮ [ তারিখ : 0৬-০৭-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @wahidasuma
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - ওয়াহিদা আফরোজ সুমা। স্টিমিট আইডি: @wahidasuma। জাতীয়তা - বাংলাদেশী। একজন হাউজ ওয়াইফ।শিক্ষাগত যোগ্যতা - সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন। উনি ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে ভীষন পছন্দ করেন। এছাড়াও সবুজ বাগান করা তার অন্যতম শখ। ভিবিন্ন ধরনের আর্ট, ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করতেও ভালোবাসেন । বাংলা মাতৃভাষায়, বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের এপ্রিল মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আমাদের একটুখানি অসতর্কতায় অনেক ভোগান্তি হতে পারে || by @wahidasuma (০৬/০৭/২০২৪ )
আজকের পোষ্টটি একটু ভিন্ন এবং ভিন্ন কিছু আজ ফিচার্ড করতে যাচ্ছি আমি। কারন এখানে বিশেষ গুরুত্বের সাথে একটা সুন্দর ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে আমি সর্বদা সৃজনশীলতামুলক লেখা বা কাজগুলোকে প্রাধান্য দেয়ার চেষ্টা করে থাকি। কিন্তু এর বাহিরেও মাঝে মাঝে যখন গুরুত্বপূর্ণ কিছু আমার দৃষ্টি গোচর হয় তখন সেটাতে আলোকপাত না করে থাকতে পারি না। যেহেতু আমরা মানুষ এবং সামাজিক জীব, সেহেতু আমরা একে অন্যের সাথে নিজেদের অভিজ্ঞতাগুলো আদান প্রদানের মাধ্যমে বাস্তবিক অনেক সমস্যা খুব সহজেই পার হয়ে যেতে পারি, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয়, যেটা তার নিজের পোষ্টের মাধ্যমে, নিজের অভিজ্ঞতাটি তুলে ধরেছেনে।
দেখুন সামান্য একটু অসতর্কতা যেমন অনেক বড় ক্ষতির সম্ভাবনা তৈরী দেয়, ঠিক তেমনি সামান্য একটু সচেতনতা আমাদের অনেক বড় ক্ষতির হাত হতে রক্ষা করে দেয়। আমরা যদি সাধারণ বিষয়গুলোতেও একটু অসতর্ক হই তাহলে সেখান হতে অনেক বড় ভুল সংগঠিত হয়ে যেতে পারে, ঠিক তেমনি সেটা আমাদের অনেক বড় অনাকাংখিত সমস্যার মাঝে ফেলে দিতে পারে। তাই জীবনের সহজ ও স্বাভাবিক বিষয়গুলোর প্রতিও আমাদের বাড়তি সচেতন হওয়া প্রয়োজন।
ছবিটি @wahidasuma আপুর ব্লগ থেকে নেওয়া
আজকের পোষ্টটি ফিচার্ড পোষ্ট হিসেবে নির্বাচিত করার অন্যতম একটা কারণ হলো, সামান্য অবেহলার ফলাফল কতটা জটিল ও ভয়াবহ হতে পারে তার একটা উদহারণ সেখানে তুলে ধরা হয়েছে। যদি ঔষধগুলো কেনা না হতো, তাহলে হয়তো সেটা কেনার আর সুযোগ পাওয়া যেতো না পুনরায় ডাক্তার এর চেম্বারে না যাওয়া পর্যন্ত। অনাকাংখিতভাবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা বা সমস্যা তৈরী হয়ে যায়, যেখানে আমাদের কোন হাত থাকে না। শুধুমাত্র একটা অসচেতনতা কিংবা দায়িত্বহীনতা ছাড়া। এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের পোষ্টটি হাইলাইট করার চেষ্টা করেছি।
সোমা আপুর পোস্ট আমি পড়েছিলাম। আসলে অনেক সময় আমরা অসতর্ক হয়ে পড়ি আর নিজের প্রয়োজনীয় কোন জিনিস হারিয়ে ফেলি। বিশেষ করে মার্কেটে গেলে এই সমস্যাগুলো বেশি হয়। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।
এই সকল বিষয়ের প্রতি আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ আমাদের অসতর্কতার কারণে অনেক কিছুই হয়ে যেতে পারে। এই পোস্টটা কিন্তু সবার নজরে আসলে সবাই ভালোভাবেই সতর্ক থাকবে সব কিছুর প্রতি। বুঝতেই পারছি কত বড় ভোগান্তি হতো সোমা আপু যদি ঔষধ গুলো না কিনতো তাহলে। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার আজকের পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ । জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরী । মূলত একটি ভুল থেকেই যেমন অনেক বড় ক্ষতি হয়ে যায়, তেমনি অনেক বড় শিক্ষাও পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে ।
আজকের ফিচার্ড আর্টিকলে ওয়াহিদা সুমার পোস্টটি দেখে আসলেই ভালো লাগলো । এই পোস্টটি যখন করেছিল তখন আমি পোস্টটি পড়েছিলাম আর এটা ঠিকই বলেছেন অসাবধানতাবশত অনেক কিছুই ঘটে যেতে পারে যদি ওষুধগুলো না কেনা হতো তাহলে তো সমস্যায় পড়ে যেত ভাগ্যিস আগে ওষুধ ওষুধ গুলো কেনা হয়েছে তা না হলে আবার ডাক্তারের কাছে যেতে হতো ।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম, যেটা দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই পোস্টটা ছিল সচেতন মূলক পোস্ট। সব বিষয়ে সচেতন থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোনো কিছু হয়ে গেলে নিজেদেরকেই ভোগান্তির মধ্যে পড়তে হয়। আমি যদি সতর্ক থাকি তাহলে এরকম কিছু হবে না যেটা সোমা আপু আর ওনার মায়ের সাথে হয়েছিল। আমাদের অসতর্কতার কারণে অনেক বড় ভুলও হতে পারে। আপুর এই পোস্টটা আমার পড়া হয়েছিল আর কমেন্টও করেছিলাম। ফিচারড আর্টিকেল হিসেবে পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।