"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৫ [তারিখ : ১৭-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @steem-for-future


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আকাশ সরদার জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গার্মেন্টস কর্মচারী। শখঃ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ফটোগ্রাফি করতে খুবই ভীষণ পছন্দ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230817-222350~2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20230817-222458~2.png

অতিরিক্ত পরিশ্রম কখনোই আমাদের সুফল বয়ে আনতে পারে না by @steem-for-future (তারিখ ১৬ ০৮.২০২৩)

আসসালামু আলাইকুম। হ্যালো সহযোগী আমার বাংলা ব্লগ ও স্টিমিয়ান বন্ধুরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অপরূপ দয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সেই কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এবং এই দোয়া কামনা করছি সকলের প্রতি
জীবন একটি যুদ্ধ ক্ষেত্রের নাম। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রমের কোন শেষ নাই।…


আকাশ ভাইয়ের আজকের পোস্টটি কঠিন বাস্তবতার সামনে আমাদেরকে ফেলে দেয়। আকাশ ভাই তার লেখায় পরিশ্রম করতে গিয়ে নিজেদের শারিরীক ভাবে অসুস্থতার করে ফেলার বিপক্ষে তার সুচারু চিন্তা ভাবনা ফুটিয়ে তুলেছেন।

যদিও ব্লগের শুরুটা ছিলো আকাশ ভাইয়ের দুবাইয়ে কর্মরত পুরোনো এক বন্ধুর জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে কথোপকথন। যেখানে আমরা দেখতে পাই প্রায় অসহনীয় গরমের মধ্যেও তার বন্ধুর পরিশ্রম। আর যার ফলে সেই বন্ধুটি আজ অসুস্থ।

আকাশ ভাই বন্ধুর পরিস্থিতি দেখেই বিবেচনা করেছেন যে মাত্রাতিরিক্ত পরিশ্রম কখনই একজনের জীবনে সুফল বয়ে আনতে পারে না। তাই আকাশ ভাই সতর্কতা দিয়েছেন যে খুব পরিশ্রম করতে গিয়ে যেন জীবনটা চলে না যায় সেদিকেও আমাদের নজর রাখা জরুরির পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য যতটুকু পরিশ্রম প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের করা উচিত। অর্থ উপার্জনের জন্য শরীরের ওপর বেশি চাপ প্রয়োগ করে যেন হিতে বিপরীত না ঘটে যায়।


Image.jpeg

ছবিটি আকাশ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

পরিশ্রম করলে জীবনের সফলতা আনে কিন্তু তাই বলে নিজের বিবেক বুদ্ধি কে বিসর্জন দেওয়া যাবে না। হয়তো সামান্য কিছু টাকার আশায় অনেক পরিশ্রম করে পরবর্তীতে অনেক মোটা অংকের টাকা খরচ করতে হয় অতিরিক্ত পরিশ্রমের জন্য। এমন পরিশ্রম না করাই ভালো। আমার বাংলা ব্লগে ফিচার্ড আর্টিকেলে পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অতিরিক্ত পরিশ্রম মোটেই করা উচিত নয়। এতে করে শরীর অসুস্থ হয়ে যায়। কাজ করে ঠিকমতো খাওয়া দাওয়া করে পরিমিত বিশ্রাম নিতে হয়। তাহলে মানুষ সুস্থ থাকে। আসলে সবকিছুর একটা লিমিট থাকে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। উনি বেশ ভালো লিখেছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

দারুন একটা পোস্ট ছিল সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা অতিরিক্ত পরিশ্রম যেটা আমাদের জন্য ভালো সুখকর বিষয় নয়। যথাসাধ্য পরিমাণ মতো যে কোন কাজ করাই ভালো। সেই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি অনেক সুন্দর ছিল আজকের সেরা আর্টিকেল।

 last year 

আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট ফিউচার আর্টিকেল হিসেবে বাছাই করে শেয়ার করা হয়েছে। আসলে কথাটা একদমই সত্যি অতিরিক্ত পরিশ্রম কখনোই মানুষের জন্য সুফল বয়ে আনেনা। আসলে এই পোস্ট থেকে আমাদের অনেক শিক্ষানীয় দিক পেয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

কম্পিটিশন এর যুগে আমরা বর্তমানে নিজের
শরীর দিকে খেয়াল না করে কেবলই ছুটে চলছি।এতে করে আমাদের শরীর ও মন দুটোই অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের ততটুকই পরিশ্রম করা উচিৎ যতটুকু শরীরের পক্ষে সহনীয়। বেশ সময় উপযোগী পোস্ট শেয়ার করেছেন আকাস ভাই।পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত হওয়ায় আকাস ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছে।দাদাকে ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায়।

 last year 

অতিরিক্ত পরিশ্রম কখনো সফলতা আনতে পারে না, বরং পরিকল্পিত পরিশ্রম খুব ভালো কিছু বয়ে আনে। আকাশ ভাইয়ের এই লিখাটি বেশ যুক্তিসংগত এবং গোছানো ছিল।
তার পোস্টটি ফিচার্ড আর্টিকেল লিষ্টে জায়গা পাওয়াতে তাকে অভিনন্দন জানাই।

 last year 

পোস্টটি খুবই সুন্দর ছিল একদম ঠিক বলছেন ভাইয়া আসলে অতিরিক্ত পরিশ্রম কখনো সুফল আনতে পারে না। বরং শারীরিকভাবে মানুষ আরো অসুস্থ হয়ে পড়েনা। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হয় তাহলে সফলতা নিশ্চিত। ভাইয়ার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42