"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #০৫ [তারিখ : ০৭-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ronggin


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- সুবীর বিশ্বাস। জাতীয়তা ভারতীয়। শখ- ফটোগ্রাফি, আর্ট, বাসার ছাদে ফুলবাগান করা, ট্রাভেল এবং লেখালেখি। এছাড়াও অবসর সময় তিনি কোন বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতে পছন্দ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের মার্চ মাসের ১ তারিখে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

a.PNGb.PNG

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUfjMNu4Pvi9HP4xarb3B9wpcZDR7HCtHQeNtS4PTn9jU8AcCixAkmMtey2EFduZfG9txJ1UQPjkFcxReZ89e3cA.jpg

বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা এবং রথের মেলায়】...... by @ronggin (date 06.07.2023 )

বৃক্ষরোপন একটি গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য অন্যতম উপায়। বৃক্ষরোপণ করে আমরা নতুন বৃক্ষ গড়ে তুললে পরিবেশে আরও অতিরিক্ত অক্সিজেনের পরিমাণ বাড়বে।বৃক্ষগুলির ফলে বাতাসে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পায়। …


লেখকের কনটেন্টি বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। তিনি বৃক্ষরোপণের সুবিধাগুলোর একটি ওভারভিউ প্রদান করেছেন। লেখাটি বর্তমান পরিবেশগত উদ্বেগের সাথে প্রাসঙ্গিক এবং আমরা কিভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি সে বিষয়ে আলোচনা করা হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। প্রতিনিয়ত আমাদের গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল পর্যায় থেকেও আমরা কিভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। যেটা আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে।

বৃক্ষগুলি জল শোষণ করে এবং মাটি ধরে রাখে যা বন্যার ঝুঁকি কমিয়ে দেয়।

কনটেন্টের এই অংশে বৃক্ষ রোপনের ফলে কিভাবে বন্যার ঝুঁকি থেকে আমরা রক্ষা পেতে পারি সে বিষয়েও একটি ধারণা দেওয়া হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহতার কথা চিন্তা করে বনায়নের প্রতি আমাদের নজর দেওয়া জরুরি। আমি মনে করি এমন মুহূর্তে এই ধরনের কনটেন্ট সোশ্যাল মিডিয়া গুলোতে বেশি বেশি শেয়ার করা প্রয়োজন। এতে নতুন প্রজন্ম এবং যারা এ বিষয়ে অজ্ঞ তারা ব্যাপারটি সম্পর্কে জানতে পারবে। পোস্টে আরো উল্লেখ করা হয়েছে যে গাছ বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্র কমাতে সাহায্য করতে পারে। এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়াও বৃক্ষরোপণ স্থানীয় জীববৈচিত্র্যের সংরক্ষণ করে ।

এখানে উল্লেখ করা হয়েছে যে বৃক্ষরোপণ স্থানীয় জীববৈচিত্র রক্ষায় সাহায্য করে। এটি খুব গুরুত্বপূর্ণ কারণ জীববৈচিত্র আমাদের পৃথিবী নামক সবুজ গ্রহের জন্য অপরিহার্য।



অথর শুধুমাত্র বৃক্ষরোপনের বিশেষ গুণগুলো সম্পর্কে আলোচনা করেননি। তিনি রথের মেলায় গিয়েছেন এবং কিছু ফুলের গাছ কিনেছেন। সে শুধুমাত্র বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। সে ৮০০ ইন্ডিয়ান রুপি খরচ করে চারটি ফুল গাছ কিনেছে। যেহেতু সে ছাদে ফুল গাছ লাগাতে পছন্দ করে তাই বেলিফুল, সাদা কালারের গোলাপ, লাল গোলাপ এবং সাদা জবা ফুলের গাছ কিনেছিল। যেটা অন্যদের গাছ কিনতে উৎসাহিত করেছে।

পোস্টের একদম শেষভাগে সে ফুল গাছগুলো লাগানোর ব্যাপারটিও উল্লেখ করেছে। সার্বিক বিষয় চিন্তা করে আমার কাছে এই পোস্টটি খুবই ভালো লেগেছে। এই কনটেন্টের টপিক্স টি পুরো পৃথিবীর জন্যই উপকারী। তাই এটি আজকের ফিচার পোস্ট হিসেবে বাছাই করা হলো।

Capture.PNG

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

রঙিন ভাইয়ের এই পোস্টটি আমি একটু আগেই পড়েছিলাম। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছিল। এই পোস্টটিকে ফিচার্ড আর্টিকেল হিসেবে পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত যে রঙিন ভাই বেশ খুশি হবে এটা দেখে।

নিজের ভাইকে আসলে এই জায়গায় দেখে বেশ ভালো লাগছে। তাছাড়া এই পোস্টটা আমি পড়েছিলাম, যথেষ্ট ইনফরমেটিভ ছিল পোস্টটা।

 last year 

রঙ্গিন ভাইয়ের পোস্টটি আসলেই অনেক দারুন ছিল। পোস্টটি পড়ে বৃক্ষরোপণ সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল। রঙ্গিন ভাই কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট লিখে থাকেন। বৃক্ষ রোপনের মাধ্যমে আমাদের পুরো পৃথিবীর মানুষগুলো বুক ভরে শ্বাস নিতে পারব এবং
প্রাকৃতিক পরিবেশের জন্য বিরাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 last year 

বাহ্ ভালো তো রঙিন দাদা কে এবার আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড এ দিখছি রঙ্গীন দাদার নাম। আসলে এই জায়গা টায় প্রিয় মানুষগুলো কে দেখলে কিন্তু বেশ ভালো লাগে। শুভেচছা রঙ্গীন দাদা কে।

 last year 

ফিচারড আর্টিকেল রাউন্ড ৫ দেখে ফেললাম। এই আর্টিকেলে আমরা বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সর্ম্পকে জানতে পারলাম। বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। যত গাছ লাগানো হবে তত আমাদের নিরাপদে বাচাঁর সুযোগ বাড়বে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফিচারড আর্টিকেল হিসাবে আমার এই পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা আমার কাছে, সেই জন্যই অনেক বেশি খুশি হয়েছি আমি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 85746.87
ETH 3328.32
USDT 1.00
SBD 2.81