"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩১[তারিখ : ০২-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ বর্তমানে ছাত্র। শখঃ নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো তার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করেন আর মনে প্রাণে বিশ্বাস করেন,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২২ সালের জুন মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230802_214928_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20230802_214847_Chrome.jpg

সমাজ সেবা...... by @shyamshundor (1.08.2023 )

একটি দেশের তরুন প্রজন্ম যদি শক্তিশালী হয়,তবে দেশ শক্তিশালী হয়ে উঠবে।এই তরুণ প্রজন্ম পারে না এমন কোন কাজ নেই। আগে একসময় দেখতাম রক্ত পাওয়া যেত না। কতজন যে রক্তের অভাবে মারা যেত,অপারেশন পিছিয়ে যেত।কিন্তু এখন খুব সহজেই রক্ত ম্যানেজ হয়ে যায়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম এর উন্নতি এর পেছনে ব্যপক ভূমিকা পালন করছে।…


আজকের এই পোস্টটি ফিচার্ড পোস্ট করার কিছু যৌক্তিক চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত লেখক এখানে তার যে অভিজ্ঞতা শেয়ার করেছে, তা আসলেই বেশ হৃদয়স্পর্শী।

এটা সত্য সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের কল্যাণে, আমরা অনেকেই অনেক ধরনের গ্রুপে যুক্ত হয়ে আছি। আর সেই গ্রুপগুলো যদি হয়, মানব সেবামূলক কাজের, তাহলে ভালো লাগার পরিমাণটা একটু বেশিই কাজ করে।

লেখক নিজেই যুক্ত আছে, জরুরী প্রয়োজনে রক্তের দরকার এমন কিছু গ্রুপের সঙ্গে। তাই হয়তো তার বান্ধবী তাকে ফোন দিয়ে, তার সমস্যার কথা জানিয়েছে। যদিও লেখকের নিজের রক্তের গ্রুপের সঙ্গে সেই রক্তের গ্রুপের মিল ছিল না, তারপরেও ব্যাপারটা যেহেতু মানবিক, সেই দৃষ্টিকোণ থেকেই লেখক চেষ্টা করেছে, তার বান্ধবীর দাদীর অপারেশনের জন্য রক্ত সংগ্রহ করতে।

যেহেতু লেখক নিজেই সেই সময়ে কলেজে ছিল এবং তার সহপাঠীদের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছিল এবং যার কারণে রক্তের গ্রুপের সন্ধান ও রক্তদাতা কে খুব দ্রুত পেয়ে গিয়েছিল। তবে প্রথম অবস্থাতে রক্তদাতা রক্ত দিতে চায়নি, কারণ তার সামনে পরীক্ষা। তবে এক্ষেত্রে লেখক রক্তদাতা কে বেশি অনুপ্রাণিত করেছিল। অবশেষে লেখক, রক্তদাতা কে সঙ্গে করে নিয়ে হসপিটালে যায় এবং সশরীরে দাঁড়িয়ে থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করে দেয়।

আরো বেশি ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে তারা রক্ত দেওয়ার বিনিময়ে তেমন কোন কিছুই প্রত্যাশা করেনি। বরং যারা রক্ত পেয়েছে, তারাও চেষ্টা করেছিল লেখক ও তার বন্ধুকে খুশি করানোর জন্য। হয়তো লেখকের বন্ধুকে নিয়ম অনুযায়ী তারা যেটা করেছে, সেটা নিতান্তই ভদ্রতার খাতিরে এবং সেইসময় খাবার ও পানি আসলেই দরকার ছিল লেখকের বন্ধুর। তবে তারা লেখককেও কিছুটা সম্মানী দেওয়ার চেষ্টা করেছিল, তবে লেখক সেটা গ্রহণ করেনি।

সত্যি কথা বলতে গেলে কি, এ ধরনের মানবিক কাজে নিজেদেরকে যদি যুক্ত করা যায়, তাহলে নিজের ভিতরে এক ধরনের আলাদা প্রশান্তি কাজ করে। কখন কার জরুরী প্রয়োজনে রক্তের দরকার হয়, তা তো বলা যায় না। তবে সঠিক সময়ে যদি রক্তদাতা কে পাওয়া যায়, তাহলে অনেক প্রাণ বেঁচে যায়।

ভালো থাকুক রক্তদাতারা এবং যারা এ ধরনের মানবিক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করেছে, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ym8Y6qDFC8ufbCnbfVMkbZvsc2hYBuXhWdi5bFjRLG4ztdHvMc2REFDQp6gvWhm2LWEoKdSisch3TLKm3wdBTeCUDhh3t.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymnZ6rxr6m2wVfeqhBwgqD7v7fG5WsEW6hXEsqDBfg6jmXt5mBvknCJQkqMcHMBjdhcHgvWTHqoxKqeRdxb5dvzt4Y4rz.jpeg

ছবি গুলো শ্যাম সুন্দর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩১ এপিসোড দাদা কে দেখতে পেয়ে বেশ ভালই লাগছে। তিনি তো আমাদের গুগলম্যান। অনেক চমৎকার চমৎকার পোস্ট করেন তিনি। আর যে পোষ্টের জন্য উনি মনে তো হয়েছিলেন সেটা কিন্তু চমৎকার ছিল। ধন্যবাদ দাদা।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শ্যামসুন্দর ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। ভাই আমাদের কমিউনিটির একজন ভালো মানের ব্লগার। আমাদের সবার উচিত সম্ভব হলে রক্তদান করা। কারণ মানুষ মানুষের জন্য। যথাসম্ভব সমাজ সেবা করা। কারণ আমরা যদি একে অপরের বিপদে এগিয়ে না যাই তাহলে কিভাবে হয়।

 last year 

ধন্যবাদ আমার পোস্টটি ফিচার্ড করে আমাকে সম্মানিত করার জন্য। আশা করি অনেকেই এই পোস্টটি থেকে রক্তদানে উৎসাহিত হবেন।পরিশেষে আবারো অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।

 last year 

আজকের ফিচার্ড আর্টিকেলে শ্যাম সুন্দর ভাইয়ের পোস্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শ্যামসুন্দর ভাই অনেক ভালো একজন ইউজার। তার পোস্টগুলো অনেক সুন্দর হয় এবং আমাদের উচিত মানব সেবামূলক কাজ করা। কারণ মানুষ মানুষের জন্য। আমরা ইচ্ছা করলে একজনের বিপদে আমাদের সহানুভূতির হাতটা বাড়িয়ে দিলে একটি প্রাণ হয়তো বা বেঁচে যেতে পারে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39