"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৩১ [ তারিখ : ২৭.০২.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ২৩০ তম রাউন্ড শেষে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@nilaymajumder



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-নিলয় মজুমদার। জাতীয়তা- ভারতীয়। শখ-ফোটোগ্রাফি।শিক্ষাগত যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের আগস্ট মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৫৪৮ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

image.png
সোর্স

ছবিটি নেওয়া হয়েছে-নিলয় মজুমদার এর পোস্ট থেকে

আধুনিক সমাজের আধুনিক লোক। ( Publish: 26.02.2024 )


কিছু কিছু গ্রাম অঞ্চলের দিকে গেলে আমরা সবাই বুঝতে পারবো যে সেই সব গ্রামে এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। তারা সেই এখনো পুরনো সমাজ ব্যবস্থায় রয়েছে এবং সেই সমাজ ব্যবস্থার রীতিনীতি পালন করে চলে আসছে।

এখনো এইরকম অনেক গ্রাম অঞ্চল আছে, আসলেই সেইসব জায়গায় এই বর্তমান সময়ে দাঁড়িয়েও সেখানের পারিপার্শিক পরিবেশে দেখা যায় কোনো আধুনিকতার ছোঁয়া নেই। অজপাড়া গাঁয়ের মতো, যেখানে না আছে রাস্তাঘাটের উন্নতি না আছে তেমন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। আর তাদের আচার রীতিও অনেক পুরোনো, যেগুলো আমাদের এই বর্তমান সমাজের সাথে অপরিচিত।

আসলে বর্তমানে শিক্ষার হার পূর্বের শিক্ষার হার অপেক্ষা অনেক বেশি এগিয়ে গেছে। এই সমাজের শিক্ষার হার বেড়ে যাওয়ার ফলে কিছু কিছু অসাধু ব্যক্তিরা সমাজের এই সুন্দর রীতিনীতি এবং প্রথা ভঙ্গ করতে শুরু করেছে।

শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও মানুষের মন মানসিকতার কোনো উন্নতি হয়নি। আসলে কি শুধু শিক্ষা গ্রহণ করলে প্রকৃত মানুষ হওয়া যায়! যায় না। অধিকাংশ মানুষই উচ্চ শিক্ষা গ্রহণ করেও সবসময় অসৎ পথে চলে। এক অংশ ভালো কাজ করে কোনো কিছুর উন্নতি করবে তো এইধরণের এক অংশ সবসময় চেষ্টা করে যাবে সবকিছু ধংস করার জন্য। সমাজে অসাধু লোকজন আসলেই ভরে গিয়েছে, তাদের এইসব উন্নতি নিয়ে কোনো চিন্তা নেই, উন্নতি নিয়ে শুধু বড়ো বড়ো কথা বলবে ঠিকই কিন্তু কাজের বেলায় করবে অন্য কিছু।

আসলে আমাদের সকলের উচিত বাংলার এই সমাজব্যবস্থাকে অবশ্যই টিকিয়ে রাখা। কারণ এই সমাজ ব্যবস্থা যদি একবার ভেঙে পড়ে তাহলে দেশের সবথেকে বড় ক্ষতি হবে। আর এর ফলে আমাদের দেশের উন্নতির পথ অনেকটা কমে যাবে এবং দেশ অবনতির দিকে অগ্রসর হবে।

সমাজব্যবস্থা টিকিয়ে রাখা যাবে একমাত্র সবার সহযোগিতার জোরে। সবাই যদি একজোট হয়ে কাজ না করে তাহলে কোনোদিকে কোনোকিছু এগিয়ে যাবে না। তার পরিবর্তে শুধু যদি রেষারেষি চলে তাহলে সমাজব্যবস্থা এমনিতেই ভেঙে পড়বে। যেমনটা এখন দেখা যায়, সমাজের উন্নতি হচ্ছে না কি হচ্ছে তাতে কারো কোনো মাথা ব্যাথা নেই, বরং ক্ষমতায় কিভাবে আসা যায় সেইটা নিয়ে মাথা ঘামায় বেশি।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এই পোস্টের মাধ্যমে নিলয় ভাইয়া সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। একজোট হলে সব কিছুই খুব সহজেই করা যায় আর সবকিছুর উন্নয়ন সাধন হয়। সব মিলিয়ে পোস্টটি দারুন লেগেছে আমার কাছে।

 5 months ago 

আজকের ২৩১ নং রাউন্ডের ফিচার্ড আর্টিকেলে নীলয় মজুমদার ভাইয়ের একটি পোস্ট হাইলাইটস করা হয়েছে। আসলে তার পোস্টটি আপনার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে। আসলে নীলয় মজুমদার ভাই খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করার মাধ্যমে তার পোস্টটি আমাদের সকলের মাঝে হাইলাইটস করা হয়েছে।

 5 months ago 

ফিচারড আর্টিকেলে নিলয় মজুমদার ভাইয়া পোস্টটি সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এই পোষ্টের মাধ্যমে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।নিলয় ভাইয়ার সব সময় বাস্তব কিছু আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন। ভাইয়ার পোস্টটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 5 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@nilaymajumder দাদাকে দেখে খুব ভালো লাগলো।আসলে উনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই পোস্টের মধ্যে আলোচনা করেছেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে নিলয় দাদার পোস্ট দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে আধুনিক সমাজের আধুনিক লোকদেরকে নিয়ে পুরো পোস্ট লিখেছে। উনার লেখা আমার অনেক বেশি ভালো লেগেছে। উনার এই পোস্টটা না পড়া হলেও ফিচারডের মাধ্যমে পড়ে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিলয় দাদার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

নিলয় ভাইয়ার লেখা এই পোস্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তিনি এই লেখাটার মধ্যে বাস্তবিক এবং সত্য কথা গুলোকে সুন্দর করে তুলে ধরেছে। উনার এই পোস্ট আমার কাছে ব্যক্তিগতভাবেও ভালো লেগেছে। উনার পুরো পোস্ট এর মধ্যে শিক্ষনীয় একটা ব্যাপার ছিল। আর এই পোস্ট টাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে তো আরো ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66086.05
ETH 3299.97
USDT 1.00
SBD 2.70