"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৭৮ [ তারিখ : ২৮ - ০৭ - ২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার সহ সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য। স্টিমিটে ২০২৪ সালের মে মাসের যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000031480.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000031479.jpg

আজ ফটোগ্রাফি পোস্ট। কক্সবাজার ভ্রমণের অ্যালবাম থেকে কিছু বাছাই ছবি। by @kausikchak123 (date 27.07.2024 )

এই বছর মার্চ মাসে আটদিনের জন্য গিয়েছিলাম বাংলাদেশ সফরে৷ উদ্দেশ্য ছিল দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন৷ সেই উপলক্ষ্যে অনেক আগে থেকেই ঠিক হয়ে ছিল এই বাংলাদেশ সফরটি৷ আমন্ত্রণ ছিল টাঙ্গাইলের শালিয়াবহ গ্রাম থেকে। আর ডাক ছিল ঢাকা একুশে বইমেলায়। সেইসব এক করেই পৌঁছে গেছিলাম প্রতিবেশী দেশ বাংলাদেশের মাটিতে। আর সেই সফরের মধ্যেই একটু বিনোদনের জন্য দুদিনের জন্য গেছিলাম বাংলাদেশের সবথেকে মনোরম সমুদ্র সৈকত, কক্সবাজারে। কলকাতায় বসেই ঢাকা কক্সবাজার বাসের টিকিট কেটে রেখেছিলাম আগেই৷ একটা দিন ঢাকায় কিছু কর্মসূচির পর রাত ১১ টায় চেপে বসেছিলাম কক্সবাজারগামী বাসে। বাসটি ছিল বাংলাদেশের বিখ্যাত হানিফ পরিবহনের। যাত্রী স্বাচ্ছন্দে এদের ব্যবস্থাপনা বেশ চোখে পড়ার মত।
পরিচ্ছন্নতায় ও সৌন্দর্যের দিক দিয়ে বেশ সুন্দর কক্সবাজার সৈকত।…


রাত এখন সাড়ে তিনটা বাজে, সারাদিন নেট দুর্বলতার কারণে খুব একটা বেশি সার্ভারে যুক্ত থাকতে পারিনা। যার কারণে কমিউনিটির সদস্যদের পোস্টগুলো আজকাল সেভাবে পড়া হচ্ছে না। তারপরেও যখন এই মাঝ রাতে, একটু ভালো নেট পেয়ে সকলের পোস্টগুলো চেক করছিলাম, তখনই অথরের পোস্টটা একটু পড়ার চেষ্টা করলাম।

যদিও ফটোগ্রাফি পোস্ট, তারপরেও অথর তার বিগত সময়ে কক্সবাজারে কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছে। প্রতিটি ফটোগ্রাফ যেমন সুন্দর ছিল তেমনটা বিবরণ ছিল পড়ার মতো। মনে হচ্ছিল ভার্চুয়ালি, আমি অথরের পোষ্টের মাধ্যমে কিছুটা সময়ের জন্য চলে গিয়েছিলাম সেই সুদূর কক্সবাজারে, একদম সমুদ্রের কাছাকাছি।

বাঙালি ই তো আমরা, হয়তো নিজেদের মাঝে শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে ভূখণ্ড দুটো আলাদা করা হয়েছে। তারপরেও যখন একজন প্রতিবেশী দেশের মানুষের কাছ থেকে নিজেদের দেশের পর্যটন এলাকার প্রশংসার কথা শুনি, তখন কিছুটা গর্ববোধ হয়।

পাঁচ তারকা হোটেলে রাত্রি যাপন কিংবা কক্সবাজারের সমুদ্র সৈকত, লাল কাঁকড়া ও বীচের পাশের দাঁড় করানো সাম্পান নৌকা নিয়ে অথর যেভাবে আগ্রহ দেখিয়েছে তা আমার অনেকটাই ভালো লেগেছে । সর্বোপরি, অথরকে আবারও আমাদের দেশে ভ্রমণে আসার দাওয়াত দিলাম এবং সবদিক বিবেচনায় অথরের পোস্টটিকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


1000031478.jpg

1000031477.jpg

ছবি কৌশিক দাদার ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 days ago 

আরিব্বাস। সকাল সকাল উঠেই মন ভালো হয়ে গেল। কাল কক্সবাজার পোস্টটা দিয়েই শুয়েছিলাম। আজ সকালে উঠেই এই উপহার। কক্সবাজার ভ্রমণের স্মৃতি আজও অমলিন। সুন্দরী বাংলাদেশে এত সুন্দর একটি সৈকত যে আছে আমার জানাই ছিল না। কাউকে কাউকে তো আমি এটাও বলেছি যে কক্সবাজার ভারতের গোয়ার থেকেও সুন্দর। অনেক ধন্যবাদ সকালে এমন উপহার দেওয়ার জন্য। আমার বাংলা ব্লগ জিন্দাবাদ।

 3 days ago 

কৌশিক দাদার পোস্ট টা ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। কক্সবাজারে তিনি অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। যার সুন্দর কিছু মুহূর্তের ক্যামেরাবন্দি করেছেন। আর আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর ভাবে। উনার এই ফটোগ্রাফি পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই অনেক বেশি ভালো লাগলো। তিনি তো অনেক বেশি আনন্দিত হবেন, সে সাথে অনেক উৎসাহিত হবেন কাজ করার জন্য।

 3 days ago 

কৌশিক ভাইয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে কক্সবাজার ভ্রমণের ব্লগ শেয়ার করেছেন।পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে দেখতে পেয়ে ভালো লাগলো।ভাইয়া বেশ সুন্দর পোস্ট লিখেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে কৌশিক দাদার পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি কক্সবাজার ভ্রমণে এসে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন, এটা তো বুঝতেই পারতেছি ওনার ফটোগ্রাফি গুলো দেখে। উনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে, এটা দেখলে কাজ করার জন্য উনার আগ্রহ আরো বেড়ে যাবে। এই পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ফিচারড আর্টিকেলে কৌশিক দাদার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।কক্সবাজারের সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন এবং দারুন সময় উপভোগ করেছেন যা দাদার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।দাদার পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66512.58
ETH 3313.98
USDT 1.00
SBD 2.68