"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৫০ [ তারিখ : ০৮-১০-২০২৪ ]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya
অথরের নামঃ তাসলিমা আক্তার সনিয়া । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । তার শখ- আর্ট করা, রান্না করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :
" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল
আর্ট :- মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং। (তারিখ ০৮.১০.২০২৪)
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মাস্কের উপরে জবা ফুলের পেইন্টিং করলাম।
কিছুদিন আগেও একটা মাস্কের উপরে পেইন্টিং করেছিলাম। ওই পেইন্টিংটা আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। তাই জন্য ভাবলাম ঘরে আরও অনেকগুলা মাস্ক রয়েছে। একটার মধ্যে অন্য একটা ডিজাইনের পেইন্টিং করি। তবে কি ডিজাইন পেইন্টিং করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজে ভাবলাম জবা ফুলের পেইন্টিং করি। তবে এই মাস্ক কেন জানিনা রং বসতে চাইছিল না। একবার লেয়ার বসানোর পর আরও কয়েকবার দেওয়া লাগছে। রং দিলে কেমন যেন হালকা হয়ে যায়। তবে তার পরেও একটু কষ্ট করে আঁকলাম। দেখতেছি বেশ ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে টিএ সোনিয়া আপুর মাস্ক এর উপরে করা ব্যতিক্রমধর্মী এই আর্টটি ভালো লেগে গেলো। ছবি আঁকায় তিনি সম্ভবত কমিউনিটির সবচাইতে সেরা মেম্বারদের একজন। তিনি মাঝে মাঝেই অসাধারণ সব ছবি আমাদেরকে উপহার দেন। তবে আজকে মুখের মাস্কের উপরে আঁকা তার এই ছবিটি আমার কাছে কিছুটা ভিন্ন ধর্মী মনে হয়েছে। তিনি যে শুধু আর্টপোস্ট ভালো করেন তা নয়। সেই সাথে রেসিপি পোস্ট, ডাই প্রজেক্ট, লাইফ স্টাইল পোস্ট, ফটোগ্রাফি পোস্ট, রিভিউ পোস্ট সেই সাথে এনএফটি পোস্ট করে থাকেন। তার মতো এত বৈচিত্র্যপূর্ণ ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে খুবই কম রয়েছে। কমিউনিটির আয়োজিত যেকোনো কনটেস্টে তিনি দারুন সব পোস্ট নিয়ে হাজির হয়ে যান।
তিনি যে শুধু পোস্ট করেই বসে থাকেন তা নয়। কমিউনিটিতে তিনি চমৎকারভাবে তার এংগেজমেন্টও ধরে রেখেছেন। সংসার বাচ্চা সবকিছু সামলেও তিনি যেভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সেটা আসলেই প্রশংসনীয়। আমি আশা করবো তিনি তার সৃজনশীল কাজ দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করে তুলবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। সোনিয়া আপু সব সময় দারুন পেইন্টিং করেন। আর মাস্কের উপর জবা ফুলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে।
আজকের ফিচার্ট আর্টিকেলে সোনিয়া আপুর পোস্টটি নির্বাচন করা হয়েছে দেখে খুবই খুশি হলাম।মাস্কের উপরে অসাধারণ পেইন্টিং ফুটিয়ে তুলেছেন আপু।আপুর জন্য অনেক অনেক শুভকামনা।
আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @tasonya আপুর এত সুন্দর পেইন্টিং সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপু সবসময়ই খুব সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করেন। আমার কাছে উনার পেইন্টিং খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট সিলেক্ট করার জন্য।
আপনার কাছেও দেখতে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য। তেমনিভাবে একটা কালো মাস্কের উপরে একটা ফুলের পেইন্টিং করার জন্য চেষ্টা করেছি। জবা ফুলের দৃশ্যটা অনেক সুন্দর করে ফুটিয়ে ফেলার চেষ্টা করেছি। যদিও জানি না কিরকম হয়েছে। আমার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখেই অনেক আনন্দ লাগছে। ধন্যবাদ আমার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
বেশ দারুন একটা পোস্ট দেখলাম আজকের ফিচারড আর্টিকেলে। Tasonya সব সময় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকে। মাস্কের উপরেও খুব সুন্দর একটা পেইন্টিং করেছে, যেটা অনেক সুন্দর হয়েছে। সত্যি তার দক্ষতার প্রশংসা যত করবো তত কম হবে। তার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে এজন্য ধন্যবাদ।
ফিচারড আর্টিকেলে সোনিয়া আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপু বরাবরই দারুন পেইন্টিং করে। তার পেইন্টিং গুলো মুগ্ধ করার মত। অনেক ধন্যবাদ পোস্ট টি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।