"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১১১ [তারিখ : ২৭-১০-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @biindu


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ বিন্দু মোহন্ত জাতীয়তাঃ বাংলাদেশী।
পেশাঃ শিক্ষার্থী। বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন। মানুষ হিসেবে তিনি খুব শৌখিন নয় ,তবে বই পড়তে তার ভীষণ ভাল লাগে। তিনি ২২/০৮/২০২৩ এ স্টিমিটে জয়েন করেন। তিনি আশাবাদী, একদিন তিনি এই কমিউনিটির সবার মত দক্ষ ব্লগার হয়ে উঠবেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231027_225225_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231027_224557_SteemPro.jpg

বান্ধবীদের সাথে ঘোরাঘুরি । by @biindu (date 27.10.2023 )

ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আমরা ছিলাম সারাক্ষণের ছায়া সঙ্গী।এমনকি আমাদের স্কুলের রোল নম্বরও সব সব এক সিরিয়ালে থাকত। পড়ালেখার গল্প থেকে শুরু করে মুভি, ড্রামা যেকোনো টিভি শো এমনকি বাড়িতে কিংবা আশে -পাশে কোথায় কি হলো এই সব ধরনের গল্প ওর সাথে শেয়ার না করলে যেনো পেটের ভাত হজম হতো না! খারাপ লাগা, ভালো লাগা, রাগ -অভিমান সবকিছুই ওকে জানাতে হবে। ওর ক্ষেত্রেও অবস্থা একই রকম। এমনকি আমাদের কোনো কিছু বুঝানোর জন্য চোখের ইশারায় যথেষ্ট।...


এটা এক কথায় স্বীকার করতে হয় আমাদের কমিউনিটির সকল সদস্যরা খুবই ভালো পোস্ট লেখে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি, সকলের পোস্ট কমবেশি পড়ার জন্য। তবে নতুন যে সকল আগত সদস্যরা থাকে, তাদের দিকে আমার একটু বাড়তি নজর থাকে। কেননা নতুনরাই আগামীকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে।

আজ যখন কমিউনিটির পোস্ট চেক করছিলাম, তখন মুহূর্তেই এই পোস্টটি চোখে পড়েছিল, কেননা আমার মানুষের সুন্দর মুহূর্ত পড়তে বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া সুখকর মুহূর্তগুলো খুবই স্বল্প হয়, তাই হয়তো সেগুলো অনেকে যত্ন করে স্মৃতির খামে নতুবা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। তবে এখন অনেকেই চেষ্টা করে, তারই কিছু আলোকচিত্র ফ্রেমে বন্দি করে রাখার জন্য।

নতুন সদস্য হিসেবে, বেশ ভালই লিখেছে নিজের কাটানো মুহূর্ত সম্পর্কে। বহুদিন বাদে পুরনো বন্ধুর সঙ্গে দেখা, অনেকটা নিজেদের মতো করে গল্প গুজব করা আর সঙ্গে তো ঘোরাফেরা খাওয়া-দাওয়া ছিলই। যদিও তা সম্ভব হয়েছে পুজোর ছুটির কারণে, নইলে তো এমন সময় পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল ।

আমাদের প্রত্যেকের জীবনেই, কিছু মানুষ থাকে যারা বন্ধু হিসেবে অনেকটাই প্রিয়। তবে বাস্তবতার জন্য , সবার সঙ্গে একটা সময়ের পরে এমনিতেই দূরত্ব তৈরি হয়ে যায়। সেটা মেনেও নিতে হয়, কেননা এটাই জীবন। আর মাঝে মাঝে যখন এমন মুহূর্ত সেই প্রিয় বন্ধু গুলোর কাটানো যায়, তখন সেটা গতিময় জীবনকে অনেকটাই আবেগপ্রবণ করে তোলে। লেখিকার পুরনো বান্ধবীর জন্য শুভেচ্ছা রইল। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক অমলিন।


Screenshot_20231027_224618_SteemPro.jpg

ছবিটি বিন্দু আপুর পোস্ট থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 11 months ago 

আসলে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যে এখন যারা নতুন ব্লগার আসতেছেন তারা অনেক এক্সপার্ট। অনেক ভালো বুঝে সবকিছু। ভালই ব্লগিং করতে পারে দেখে বেশ ভালোই লাগে। এই পোস্টটি দারুন ছিল বলতে হয়। ফিচারড আর্টিকেল নির্বাচন করাই অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 11 months ago 

পোস্টটি পড়ে ভালই লাগলো। যদিও নতুন তারপরেও অনেক ভালো লিখেছেন আপু।আপুর জন্য অনেক শুভকামনা এভাবে এগিয়ে যাক। আপুর পোষ্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ।

 11 months ago 

বন্ধু নাং ফূর্তি নাং। বন্ধু আছে মানেই প্রাণ আছে দেহে। বন্ধুদের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায়। কত মধুর স্মৃতি জড়িয়ে আছে বন্ধুদের সাথে। নতুন সদস্য হিসেবে বিন্ধু আপু ভালো লিখেছে। শুভেচ্ছা রইল আপুর জন্য ☘️

 11 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @biindu ভাই কে দেখে খুব ভালো লাগলো।এটি খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ আমার আর্টিকেলটি শেয়ার করবার জন্য!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60140.96
ETH 2378.49
USDT 1.00
SBD 2.59