"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৬৮ [ তারিখ : ১৬.০৭.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nazmul01


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মোঃ নাজমুল হাসান।স্টিমিট আইডি - @nazmul01। তিনি বর্তমানে ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় বসবাস করছেন। তিনি একজন শিক্ষার্থীর, বর্তমানে অনার্সে অধ্যায়নরত আছেন। সে সাথে বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং পাশাপাশি কবিতা লেখা, আর্ট করা, ঘুরতে যাওয়া ও রান্নাবান্না করা উনার বেশ প্রিয় কাজের মধ্যে অন্যতম। স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়েছেন ২০২৩ সালের ডিসেম্বর মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় সাত মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-07-15-19-04-40-595-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


8A8epboLdNdfAhm8Yk3epXH9QyB6W6czjoDJPHGmgP2L4z6WVPdKD6QVdKVemayMEDauHjL937RGFBYWmS6RFw42FnrXH2JVo1SPy5p9Lb...BPbPvubji2gZ9GHvkkRT4ioGJLiw7duRo3SqRK2NhqLNyvoebfrnm34tf6nRwGJcEsuJN3jwCjkFYuq6FDMcp9Yh4VxhvVGR6P7DE5TxK5PBRjWAieWWx8yCGe.png

দুর্নীতির শেষ কোথায়... @nazmul01 (15.07.2024 )

প্রতিটি জায়গায় এখন দুর্নীতি। বিশেষ করে বাংলাদেশের অবস্থা এখন খুবই শোচনীয় অবস্থা। আপনি যেখানেই যাবেন কিছু করতে গেলে আগে আপনাকে ঘুষ দিতে হবে। পকেট ভর্তি করবেন আপনার কাজ হবে। ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় উনার পোস্টটি নজরে আশাতে টাইটেলটি দেখেই আসলে বুঝতে পেরেছিলাম যে, এই পোস্টটি কি নিয়ে হতে পারে।

বুঝতে পারার পরেই আসলে উনার এই পোস্টটি পড়ার আগ্রহ আরো আমার বেড়ে গিয়েছিলো। কারণ আমরা সকলেই জানি , বর্তমানে বাংলাদেশের অবস্থা সত্যি ই যে কতোটা শোচনীয়। দুর্নীতি বর্তমানে বাংলাদেশের একটা সাধারণ শব্দ হয়ে গিয়েছে। যে শব্দটি ছাড়া একেবারে বাংলাদেশের কোনো কাজ-ই আগাচ্ছে না বলা চলে। যে দুর্নীতি ব্যাপারটা হচ্ছে অনেকটা গাড়ির তেলের মতো, আর দেশটা হচ্ছে গাড়ি। অর্থাৎ এই তেল না দিলে এখন আর গাড়ি চলছে না। অর্থাৎ দুর্নীতি না করলে দেশ চলছে না।

উনার এই প্রশ্নটিই প্রতিটি বাঙালির এবং বর্তমানের জন্য এই প্রশ্নটি হলো আমাদের দেশের জন্য অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন। আর বর্তমানে এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই দুর্নীতির কোথাও কোনো শেষ নেই। কারণ একটা দেশের প্রতিটি রঙে রন্ধ্রে যখন দুর্নীতি ঢুকে যায়। তখন আসলে দেশটাকে দুর্নীতিমুক্ত রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর আমাদের দেশের অবস্থা বর্তমানে কি, সেটা নতুন করে কিছুই বলার নেই। যেখানে শিক্ষার্থীদের উপরে হাত তোলা হচ্ছে। তাদের জীবনের পরোয়া না করেই তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। সেখানে আসলে দেশের দুর্নীতি নিয়ে পজিটিভ কোনো কিছু বলাই আর সম্ভব নয়।

বর্তমানে আসলে গর্জে উঠা ছাড়া আর কোনো রাস্তা ই খালি নেই। কারণ যতোক্ষণ পর্যন্ত জনগণ বিক্ষোভ করে রাস্তায় না নামছে। ততোক্ষণ পর্যন্ত আমাদের সরকার ব্যবস্থার যেনো ঘুম ভাঙ্গে না! আর এবারের ঘুম ভাঙবে কিনা সেটাও জানা নেই। কারণ সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ওনার কিছু করার নেই। তাও আমরা আশা রাখতে পারি যে, আমাদের সরকার আমাদের দেশকে ন্যায্য অধিকার অবশ্যই পাইয়ে দিবেন।

উনার পোস্টের সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিলো।বানানের দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। তাছাড়া সব কিছুই বেশ ভালো ছিলো বলা চলে। আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন।


8A8epboLdNdfAhm8Yk3epXH9QyB6W6czjoDJPHGmgP2L4z6WVPdKD6QVdKVemayMEDauHjL937RGFBYWmS6RFw42FnrXH2JVo1SPy5p9Lb...BPbPvubji2gZ9GHvkkRT4ioGJLiw7duRo3SqRK2NhqLNyvoebfrnm34tf6nRwGJcEsuJN3jwCjkFYuq6FDMcp9Yh4VxhvVGR6P7DE5TxK5PBRjWAieWWx8yCGe.png

ছবি গুলো @nazmul01 এর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 months ago 

আমি নিজেও বুঝতে পেরেছি এই পোস্টটা আসলে কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এই পোস্টটি ফিচারড আর্টিকেল দেখে খুব ভালো লেগেছে। আসলে এখন এটা একেবারে এভেলেবেল হয়ে গিয়েছে আমাদের দেশের মানুষের জন্য। দুর্নীতি মুক্ত হবে কিনা আমাদের এই দেশ এটা বলা মুশকিল। ভাইয়ার এই পোস্টটা সম্পূর্ণভাবে পড়ব। অভিনন্দন জানাই নাজমুল ভাইয়াকে। ধন্যবাদ এই পোস্ট সিলেক্ট করার জন্য।

 3 months ago 

"আমার বাংলা ব্লগের" আজকের ফিচারড আর্টিকেলে আমার পোস্ট দেখে খুবই ভালো লাগলো।বর্তমানে দেশে দুর্নীতিতে ভরে গেছে। ভালো মানুষ ও ভালো কাজকে কেউ পছন্দ এবং মূল্যায়ন করেনা। সকল জায়গায় দুর্নীতি ও সিন্ডিকেট চলছে। অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্ট সিলেক্ট করার জন্য।

 3 months ago 

আপু ঠিক বলেছেন দুর্নীতি বর্তমানে বাংলাদেশের সাধারণ শব্দ হয়ে গিয়েছে। আর এই দুর্নীতি ছাড়া কেউ কোন কিছু ভাবতেই পারে না প্রতিটি কাজেই রয়েছে দুর্নীতি।এই দুর্নীতি থেকে আমরা কবে মুক্তি পাবো আর পাবই কিনা সেটাই অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। নাজমুল ভাইয়ের পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে চেষ্টা করব করার জন্য। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। দুর্নীতির এই ভয়াবহতা যতই দেখছি ততই খারাপ লাগছে। এই পোস্ট আমিও দেখেছিলাম। বেশ ভালো লেগেছিল।

 3 months ago 

@nazmul01 ভাইয়ার পোস্টটি খুব ভালো হয়েছে। আর সেজন্যই আমি মনে করি পোষ্টটি যথাযথ স্থান পেয়েছে। সত্যি বলতে বর্তমানে দেশের সমসাময়িক বিষয় নিয়ে খুব দারুন একটি পোস্ট লিখেছেন উনি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

নাজমুল ভাই অনেক সুন্দর করে লেখাগুলো লিখেছেন দেখেই অনেক ভালো লেগেছে। আর নাজমুল ভাইয়ের এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে আরো ভালো লাগলো। আসলে বর্তমানে আমাদের দেশের অবস্থা ঠিক এরকমই। তিনি একেবারে বাস্তবিক কথাগুলোকে সুন্দর করে এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। উনার লেখাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

গতকালের ফিচার্ড আর্টিকেল পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।আসলেই দুর্নীতির শেষ কোথায় এটা আমাদের সকলেরই অজানা।যদি এই কথাটার শেষ থাকতো তাহলে কতই না ভালো হতো।ধন্যবাদ ভাইয়ার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।