"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩১৪ [ তারিখ : ২৩-০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rahnumanurdisha


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - রাহনুমানূর দিশা। আইডি: @rahnumanurdisha । জাতীয়তা বাংলাদেশী। বর্তমান এ অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন ।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে উনার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে ও ভালোবাসেন।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২২ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-05-22-17-12-11-084-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWdgB3rrbq9ojB474XFWcFJMbqafTESVRmjXgNSqc1jBMUS7TRGWDM3T821CuyB3LKGYLZH9y7Ye9jtCevjVzPF7UNTGa.jpeg

নারী উদ্যোক্তা হয়ে উঠুন... @rahnumanurdisha (22-05-2024 )

বর্তমান পুরুষের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছেন নারী উদ্যোক্তারা।কেউ ঘরে বসে অনলাইন আবার কেউ বাইরে বেরিয়ে ইনকামের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াচ্ছে।শুধুমাত্র গৃহিণী নয় বর্তমান স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্টরা যুক্ত হচ্ছেন এই পেশায়। ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি দেখে আবার আলাদা রকমের ভালো লাগা কাজ করেছে। তাই ভাবলাম যে এই পোস্টটিকেই আজকের জন্য বাছাই করা যাক।

বর্তমান সময়ের নারী পুরুষ আলাদা বলতে কিছুই হয় না। তবে হ্যা, কিছু ক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের মানতে হয়। তা না হলে আসলে ওই মানুষটা বিবেক বুদ্ধি সম্পন্ন হয় বলে আমার মনে হয় না। অর্থাৎ নারী পুরুষ এর মধ্যে কিন্তু অবশ্যই কিছু আলাদা রয়েছে। এবং এটাও সঠিক থাকে নারীদের চেয়ে পুরুষেরা অধিক শক্তিশালী। অর্থাৎ নারী এবং পুরুষ কখনোই প্রতিযোগিতায় নামতে পারে না। কারণ তারা হলো একজন অপরজনের পরিপূরক। অর্থাৎ পুরুষ রা যা পারে না, তা নারীরা পারে। আবার নারীরা যা পারে না, তা রা পারে। এই ব্যাপারগুলো যদি মেনে নিয়ে আমাদের সমাজটা চলতো। তাহলে হয়তো আজকে এতো রকমের বিড়ম্বনা সৃষ্টি হতো না সে যাই হোক, সে সব আলাদা ব্যাপার।

উনার এই পোস্টটি সম্পর্কে যদি বলি। তাহলে উনি একেবারে সঠিক কথা বলেছেন। অর্থাৎ নারী উদ্যোক্তা হয়ে ওঠা আজকালকার সমাজে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পরেছে। কারণ বর্তমানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, একজন পুরুষের দ্বারা একটি সংসার চালানো অনেকটা কঠিন হয়ে পরছে। তার একটা মাত্র কারণ হলো, আমাদের সামাজিক অব্যবস্থাপনা, দেশের ও।একটা মানুষের ইনকামে একটা সংসার চালানো অনেক বেশি কঠিন হয়ে পরছে। সে সাথে একটা মেয়ে অর্থাৎ এখনকার বেশিরভাগ মেয়েরাই অনেক ভালো জায়গায় পড়াশোনা করছে।

সে কারণেই আসলে এতো পড়াশোনা করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তাই আমি মনে করি, উনি একেবারে সঠিক কথাটি বলেছেন। সত্যিই নারীদের বর্তমানে উদ্যোক্তা হয়ে উঠা উচিত। কারণ, চাকরির বাজার যেহেতু খুব একটা ভালো নয়। তাই নিজেরাই যদি নিজেদের জন্য কিছু একটা করার চেষ্টা করে। তাহলে আমি মনে করি, সে তার দেশের এবং সমাজের সাথে তাদের পরিবারের অর্থাৎ সবকিছুর জন্য খুব ভালো।

উনার পোস্টটি পড়ে বেশ ভালো লেগেছে। সত্যি নারীদের নিজেদের জন্য কিছু একটা করা উচিত বর্তমানে। আর সেটা যদি হয় এভাবে একেবারে ছোট থেকে শুরু করা, তাহলে কথাই নেই। কারণ ঘরে বসে শুধু মাত্র সময় নষ্ট করার চেয়ে, কিছু করে আত্মনির্ভরশীল হওয়া অনেক বেশি ভালো।

উনার লেখাটি পড়ে বেশ ভালো লেগেছে। উনার লেখার ধরন, পোষ্টের মার্কডাউন এবং বানান সবকিছুই মোটামুটি ভালোই ছিলো।আশা করছি উনি এভাবেই আমার বাংলা ব্লগের পাশে থাকবেন।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWdgB3rrbq9ojB474XFWcFJMbqafTESVRmjXgNSqc1jBMUS7TRGWDM3T821CuyB3LKGYLZH9y7Ye9jtCevjVzPF7UNTGa.jpeg

ছবি গুলো @rahnumanurdisha আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য।অবশ্যই এটা ঠিক বললেন নারী পুরুষে কিছু বিষয় তো পার্থক্য রয়েছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। দিশা আপু বেশ দারুন একটি পোস্ট করেছেন।প্রত্যেকটি নারীর নিজের প্রতি আত্মনির্ভরশীল হওয়া উচিত।যেকোনো কাজ যদি ছোট থেকে শুরু করা যায় এবং আস্থা বিশ্বাস ও সততার সাথে এগিয়ে গেলে অবশ্যই সেই কাজে সফলতা অর্জন করা সম্ভব।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 months ago 

নারি উদ্যোক্তাকে নিয়ে লেখা পোষ্টটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। আসলে বর্তমানে নারীদেরকে বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়। যেটা আমি মনে করি আমাদের সবার জন্য দরকার। এই পোস্টটা সিলেক্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।

 2 months ago 

@rahnumanurdisha অভিনন্দন। আসলেই পোস্টা অনেক সুন্দর করে করেছেন।দারুন পয়েন্ট উল্লেখ করেছেন।ফিচার পোস্টের জন্য মনোনীত হওয়ায় অনেক অনেক শুভ কামনা।

 2 months ago 

সত্যি কথা বলতে বর্তমানে নারী-পুরুষ আলাদা করে কিছুই হয় না। নারীরাও আজকাল সবখানে এগিয়ে গেছে। নারীরা চাইলেও অনেক ভালো কিছু করতে পারে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68845.40
ETH 3281.32
USDT 1.00
SBD 2.65