"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮১ [তারিখ : ২৫-০৯-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)।জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি বর্তমানে একজন ছাত্র । নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে উনার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো উনার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করেন আর মনে প্রাণে বিশ্বাস করেন ,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - (২৪ - ০৬ - ২০২২) তারিখে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


কটকটি ওয়ালা। by @shyamshundor(date 25.09.2023 )

ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক,একটি ভার নিয়ে বসে আছে।ছবিটা খুব সাধারণ, ছবির মানুষটা আরো সাধারণ।কিন্তু এই ছবির পেছনের যে গল্পটা থাকে সেটা কিন্তু আলাদা থাকে।এই চাচার দুই ভারে আটকে আছে আমাদের শৈশব। ওপার বাংলার পাঠকদের কথা জানিনা।কিন্তু এপার বাংলার যারা আছেন তারা নিশ্চয় চিনতে পারছেন,বা আন্দাজ করতে পারছেন ইনি কে? দু:খিত ভুল বললাম ইনার পেশা কি?হ্যা ঠিকই ধরেছেন ইনি একজন কটকটিওয়ালা।এলাকা ভেদে হয়ত নাম ভিন্ন হতে পারে, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি শৈশবে ইনার সাথে জড়িত স্মৃতি সবার একই। প্রথমে এই চাচার নাম জানাই। চাচার নাম সাত্তার। বাড়ি ফুটানি বাজার। শহর থেকে প্রায় ৭কি.মি. দুরে।চাচার ভাষ্য অনুযায়ী চাচার বয়স ৭০।আমি জানিনা সত্য নাকি মিথ্যা। তবে সেই বাল্যকাল থেকে চাচার বয়স এমনই দেখে আসছি।সেই শৈশবের স্মৃতির মত চাচার বয়স ও মনে হয় আটকে আছে সেই অতীতে।আমার শৈশবের কিছু স্মৃতি শেয়ার করি। আমার জন্ম গ্রামে।গ্রাম বলতে গ্রামই,যেখানে শহরের ছিটেফোটা পর্যন্ত নাই।না ছিল বিদ্যুৎ, না ছিল ভাল যোগাযোগ ব্যবস্থা।করতোয়া নদী পার হয়ে,১০মিনিট হাটার পর পাওয়া যেত শহরে যাওয়ার ভ্যান। …


আমাদের প্রত্যেকের ই জীবনে শৈশব এর ধারুণ কিছু স্মৃতি থাকে, শ্যামসুন্দর ভাই তার শৈশব এর এমন ই একটি স্মৃতির আনুভুতি আমাদের সাথে শেয়ার করেছেন। শ্যামসুন্দর ভাই যখন কাজ থেকে ফিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে ফিরছিলেন, তখনই একজন কটকটি ওয়ালা চাচা কে দেখতে পান, বৃষ্টি থেকে বাচার জন্য একটি ভবনের ছাদের আলসের নিচে বসে আছেন।

ওই কটকটি ওয়ালা চাচা কে দেখেই উনার শৈশব এর ধারুণ কিছু স্মৃতি মনে পড়ে। এবং ওই সকল স্মৃতি গুলোই পোস্ট এর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেন। উনারপোস্ট এ উনি ধারুণ কিছু কথা লিখেছেন , এতা আসলেই সত্যি যে যাদের শৈশব গ্রামে কাটে তারা , ধারুণ কিছু আনুভুতির সাক্ষাত পাই, যেমনটি শ্যামসুন্দর তার কিছু বিষয় উল্লেখ করেছেন, দৌড়ে ভাঙ্গাচুরা জোগার করে কটকটি ওয়ালা থেকে কটকটি খাওয়া। করতোয়া নদী পার হয়ে , ১০ মিনিট হেটে শহড়ে যাওয়া , আরো অনেক কিছু। আসলেই আমাদের প্রত্যেকের শৈশব দুরন্ত।

সব দিক বিবেচনাই নিয়ে শ্যামসুন্দর ভাই এর এই পোস্ট টিকেই আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হল।


ছবিটি শ্যামসুন্দর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে দারুণ একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। আসলে এই কটকটি ওয়ালা গুলোর সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কটকটি ওয়ালাকে দেখলেই শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক ভালো লাগলো এই পোস্ট দেখে।

 11 months ago 

শ্যামসুন্দর ভাইয়ের পোস্টগুলো অনেক সুন্দর হয়। আর ওনার আজকের পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাই এই পোষ্টটা সিলেক্ট করার জন্য।

 11 months ago 

চমৎকার ছিল তার লিখনি, সত্যিই ৯০ দশকের এমন কোন মানুষ নেই যাদের সাথে এই পেশার মানুষের সাথে স্মৃতি জড়িয়ে নেই, খুবই খুশি হতাম যখন বাড়িতে কটকুটিওয়ালা আসতো, এখন হয়তো মুখ্য-রোচ্য অনেক খাবার রয়েছে কিন্তু সেই আবেগ মাখা কিছু স্মৃতি যা এখন হাজার টাকাতেও পূরণ হয় না।

 11 months ago 

আজকের ফিচারড আর্টিকেল শ্যামসুন্দর ভাইয়ের কটকটি ওয়ালা পোস্টটি নিয়ে আসা হয়েছে জেনে খুব ভালো লাগলো। শ্যামসুন্দর ভাই খুব সুন্দর পোস্ট লিখে থাকে। কটকটি ওয়ালাকে নিয়ে শৈশবের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়লে এখনও হৃদয় শিউলিত হয়ে ওঠে। কত না মধুর সময় পার হয়েছে কটকটি খাওয়াকে নিয়ে। কটকটি ওয়ালা গুলোর সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

 11 months ago 

শ্যামসুন্দর ভাইয়ের পোস্টগুলো অনেক সুন্দর।
আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে শ্যাম সুন্দর ভাইয়ের পোস্টটি নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ। শৈশবকাল যাদের গ্রামের বাড়িতে কেটেছে তাদের সবারি কটকটি ওয়ালার সাথে শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।
কটকটি ওয়ালাকে দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। অনেক ভালো লাগলো পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47