"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩২৯ [ তারিখ : ০৭-০৬ -২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nilaymajumder


অথর: নিলয় মজুমদার । জাতীয়তা- ভারতীয়।

কম্পিউটার সাইন্সের ছাত্র নিলয় ভাই স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেন ২০২২ সালের আগস্ট মাস থেকে। উনি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন। সেই থেকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন প্রফেশনাল ফটোগ্রাফারের। নতুন নতুন জিনিস তৈরী করতে নিলয় ভাই যেমন ভালোবাসেন তেমনি বিভিন্ন জায়গায় ঘোরাও তার পছন্দের।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :

Screenshot_20240607-204536~2.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240607-204518~2.png

"লড়াই করে বাঁচতে হবে।" [ তারিখ : ০৭-০৬ -২০২৪ ]

এই পৃথিবীটা সবার জন্য আরাম আয়েসের নয়। কেননা প্রতিনিয়ত আমাদের সব সময় বিভিন্ন ধরনের সংগ্রামের লিপ্ত হতে হই। আসলে লড়াই করে বাঁচতে গেলে আমাদের সব সময় লড়াই করার মত মন মানসিকতা তৈরি করতে হয়। আসলে এখানে লড়াই বলতে যুদ্ধকে বোঝাছি না। আমরা এখানে লড়াই বলতে জীবন যুদ্ধকে বুঝিয়েছি। আসলে জীবন যুদ্ধে আমরা যদি একবার পিছিয়ে পরি তাহলে আমরা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ এই পৃথিবীতে আমাদের মত আরো অনেকে রয়েছে যারা এই জীবন যুদ্ধে লিপ্ত আছে। আসলে একটা জিনিসের জন্য হাজারো মানুষ অনেক বেশি পরিশ্রম করে। কেননা সেখানে একজনের জায়গা হলেও সবাই চেষ্টা করে যে সেই জায়গাটি পাওয়ার। কিন্তু সবার কপালে তো সেই ভালো জায়গাটি কখনোই থাকে না। আসলে যারা অনেক বেশি সংগ্রাম এবং লড়াই করতে পারে তারাই কিন্তু সেই স্থানটি পেয়ে যায়। তাইতো আমরা যদি আমাদের জীবনে একটু সময় নষ্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থান থেকে অনেক পিছিয়ে আসবো।...


মানুষ যখন জন্মায় সেই সময় থেকেই শুরু হয়ে যায় জীবন নামক সংগ্রাম। আর যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলতেই থাকবে। এই সংগ্রামটা হলো বেঁচে থাকার, এই সংগ্রামটা হলো ভালো থাকার এবং এই সংগ্রামটা হলো নিজেকে সফল করার। আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে সংগ্রাম করে চলেছি। কারো ক্ষেত্রে অনেক বেশি আবার কারো ক্ষেত্রে তুলনামূলক কম তবে সংগ্রাম ছাড়া কেউই এগোতে পারি না। জীবনের যাঁতাকলে সংগ্রাম করেই মানুষ ক্ষুরধার হয়ে ওঠে। যা তার জীবনের সব প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম তখন নিলয়ের পোস্টটা নজরে এলো। সাধারণ মানুষের জীবনের সংগ্রামকে সে সুন্দর ভাবে পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা মানুষের মনের কথাকে এতো গুছিয়ে ভাষায় ব্যক্ত করেছে যে পোস্টটাকে আমি আজকের সেরা পোস্ট হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছি।

আসলে সংগ্রামের সাথে আমাদের যে চিরাচরিত সম্পর্ক সেটা নিলয়ের লেখার মধ্যে সুন্দর ভাবে উঠে উঠেছে। আর সংগ্রাম করেই আমরা যে ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি সেই ইতিবাচক দিকটাও নিলয় তুলে ধরেছে। যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজন।

Screenshot_20240607-204518~2.png



ধন্যবাদ

Sort:  
 23 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। নিলয় ভাইয়ার পোস্ট অনেক ভালো লাগে। আর উনার লেখাগুলো পড়তেও ভালো লাগে। জীবন মানেই হচ্ছে সংগ্রাম। জীবনে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। কিংবা এগিয়ে যেতে হয়।

 22 days ago 

ফিচারড আর্টিকেলে নিলয় ভাইয়ার নামটি দেখে অনেক ভালো লাগলো।নিলয় ভাইয়া বেশ দারুন পোস্ট লেখেন এবং বাস্তবতাকে কেন্দ্র করেই পোস্টগুলো লিখে থাকেন। আমাদের জীবনটাই লড়াই। এই লড়াই করেই জীবনের সফলতা নিয়ে আসতে হয়।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচিত করার জন্য।

 22 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে নিলয় মজুমদার দাদার নাম দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন আজকে। এই জীবনে আমরা লড়াই করা ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। জীবনের প্রতিটা মুহূর্তে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করায় সবার চোখে পড়বে। আর সবাই এটা সম্পূর্ণ পড়বে যার থেকে অনেক কিছু শিখতে। ধন্যবাদ এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61521.43
ETH 3387.82
USDT 1.00
SBD 2.49