লড়াই করে বাঁচতে হবে।

in আমার বাংলা ব্লগ23 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ লড়াই করে বাঁচতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


এই পৃথিবীটা সবার জন্য আরাম আয়েসের নয়। কেননা প্রতিনিয়ত আমাদের সব সময় বিভিন্ন ধরনের সংগ্রামের লিপ্ত হতে হই। আসলে লড়াই করে বাঁচতে গেলে আমাদের সব সময় লড়াই করার মত মন মানসিকতা তৈরি করতে হয়। আসলে এখানে লড়াই বলতে যুদ্ধকে বোঝাছি না। আমরা এখানে লড়াই বলতে জীবন যুদ্ধকে বুঝিয়েছি। আসলে জীবন যুদ্ধে আমরা যদি একবার পিছিয়ে পরি তাহলে আমরা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ এই পৃথিবীতে আমাদের মত আরো অনেকে রয়েছে যারা এই জীবন যুদ্ধে লিপ্ত আছে। আসলে একটা জিনিসের জন্য হাজারো মানুষ অনেক বেশি পরিশ্রম করে। কেননা সেখানে একজনের জায়গা হলেও সবাই চেষ্টা করে যে সেই জায়গাটি পাওয়ার। কিন্তু সবার কপালে তো সেই ভালো জায়গাটি কখনোই থাকে না। আসলে যারা অনেক বেশি সংগ্রাম এবং লড়াই করতে পারে তারাই কিন্তু সেই স্থানটি পেয়ে যায়। তাইতো আমরা যদি আমাদের জীবনে একটু সময় নষ্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থান থেকে অনেক পিছিয়ে আসবো।

আসলে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের মা বাবা আমাদের জন্য এই পৃথিবীটা অনেক বেশি সহজ করে রেখে যেতে পারেনি। আসলে এই পৃথিবীতে যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করেছে তাদের জন্য এই পৃথিবীতে লড়াইটা অনেক কম। কেননা তাদের মা-বাবা তাদের জন্য এই পৃথিবীটা অনেক সুন্দর করে রেখে গেছে। এছাড়াও তাদের যাতে করে এই পৃথিবীতে তেমন কোনো কষ্ট করতে না হয় সেজন্য তার আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। আসলে এজন্য যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের জন্য লড়াইটা কিন্তু কখনো এক নয়। কিন্তু আমরা যদি এইসব ধনী পরিবারের সন্তানদের সাথে নিজেদের তুলনা করি তাহলে কিন্তু আমরা ওখানেই ভুল করব। কেননা আমাদের জীবনে যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো শান্তি পেতে পারবো না। কারন আমাদের মা-বাবা কিন্তু আমাদের জন্য পৃথিবীটা অতটা সহজ করে রেখে যেতে পারেনি।


এছাড়াও আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা খুব নিম্ন স্তর থেকে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ পৃথিবীর সর্বশিখরে তারা পৌঁছে গেছে। আসলে সেই সব মানুষরা তাদের জন্মকে কখনো প্রাধান্য দেয়নি। কেননা সমাজের অনেক লোক আছে যারা সবসময় মনে করে যে তারা গরীব ঘরে জন্মগ্রহণ করে হয়তোবা ভুল করেছে। আসলে কার জন্ম কোথায় হবে তা আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের জন্মস্থানটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাইতো বহু মনীষীরা বলেছেন যে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। অর্থাৎ আমাদের যেখানেই জন্ম হোক না কেন আমাদের কর্ম যদি সবসময় ভালো থাকে তাহলে আমরা অন্যের কাছ থেকে সম্মান পাব। আসলে তাই তো আমাদের জন্মকে কখনো প্রাধান্য না দিয়ে আমরা সবসময় চেষ্টা করবো যে কি করে বড় হওয়া যায়।



আসলে আমরা যদি আমাদের এই জীবনের লড়াইয়ের সময় নষ্ট করি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর সময় পাবো না। কারণ আমরা সবাই জানি যে, সময় এমন এক জিনিস যা একবার চলে গেলে তা জীবনে আর ফিরে আসে না। আসলে সত্যিই আমরা যদি আমাদের এই লড়াইয়ের সময়ে আরাম আয়েশে কাটাই এবং যখন আরাম আয়েশ করার সময় হয় তখন কিন্তু আমাদের লড়াই করতে করতে বাকিটা জীবন পার হয়ে যায়। আসলে যারা প্রথম অবস্থাতে অনেক বেশি পরিশ্রম করে এবং জীবনে বড় হওয়ার জন্য সব সময় চেষ্টা করে তারা কিন্তু ভবিষ্যতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কারন আমাদের এই পৃথিবীতে ভবিষ্যতে সুখে শান্তিতে থাকার জন্য প্রথম অবস্থাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের মাধ্যমে আমরা অবশ্যই জীবনে সাফল্য অর্জন করতে পারি। তাইতো আমরা সব সময় প্রথম অবস্থাতে জীবনের লড়াইটাকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।

আসলে আমরা যতটা সামনে এগোনোর জন্য চেষ্টা করি কিন্তু সামনে এগোনোর পথ ততটা সহজ নয়। কেননা আমরা যত সামনের দিকে এগিয়ে যেতে চাই ততই সামনে বিভিন্ন ধরনের বড় বড় বাঁধা বিপত্তি থাকে। আসলে এই জীবনে যারা বড় হয়েছে তারা কিন্তু কখনো একদম বিনা পরিশ্রমে ওই জায়গাতে পৌঁছাতে পারেনি। কেননা তাদের পরিশ্রমের সময় অর্থাৎ লড়াইয়ের সময় তারা বিভিন্ন বাঁধা বিপত্তির সম্মুখীন হয়েছিল এবং সেই সব বাঁধা বিপদকে উপেক্ষা করে তারা আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। আসলে আমরা যদি মনে করি যে আমাদের সামনে যে বাঁধা বিপত্তি আসবে তা আমাদের জীবনে কোন প্রভাব ফেলতে পারবে না তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। কেননা বর্তমান সময়ে হল প্রতিযোগিতার সময়। এই সময়ে কেউ আপনাকে কখনো সাহায্য করবে না। আপনাকে আপনার পথ নিজেকেই বেঁছে নিতে হবে। আসলে এজন্য আমরা যদি লড়াই করতে পারি প্রথম অবস্থাতে তাহলে পরবর্তী অবস্থাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 23 days ago 

সংগ্রামের নামই তো জীবন। দুটোই আমাদের সাথে পরিপূরক। খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছ।

 23 days ago 

জীবন মানেই হচ্ছে সংগ্রাম। জীবনে যারা সংগ্রাম করেছে তারাই জয়ী হয়েছে। আর আমাদের প্রত্যেকের উচিত নিজেকে প্রস্তুত করা। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লেগেছে। আপনি দারুণ লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61521.43
ETH 3387.82
USDT 1.00
SBD 2.49