"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০৮ [তারিখ : ২৩-১০-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ১০৭ তম রাউন্ড শেষে আজ ২৩ অক্টোবর ২০২৩, ১০৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@emranhasan



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- ইমরান হাসান। জাতীয়তা- বাংলাদেশী।বিবাহিতা। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৮৪৯ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:


ছবিটি নেওয়া হয়েছে ইমরান হাসান ভাই এর পোস্ট থেকে

কবিরাজির সেকাল এবং একাল। || Kabiraji medicine is true or not? by emranhasan ( Publish: 22.10.2023 )

একটা সময় কবিরাজি চিকিৎসার উপর সবার অগাধ বিশ্বাস ছিল, সত্যি বলতে এটাই ছিল চিকিৎসা ব্যাবস্থার মূল স্তম্ভ। কবিরাজি চিকিৎসা বলতে বিভিন্ন গাছ গাছরার তৈরি ঔষধ এবং বিভিন্ন প্রাকৃতিক চিকিৎসা মাধ্যমে রোগী সুস্থ করার একটি অনন্য ব্যাবস্থা। এর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না এবং মানুষ গভীর বিশ্বাসের সাথে গ্রহন করে বিভিন্ন রোগে সুস্থ হয়ে উঠতো। এভাবে চলে আসছে যুগের পর যুগ।....


এটা কিন্তু আসলে ঠিক কথা, আগেরকার দিনে এইসব কবিরাজি চিকিৎসার খুব চল ছিল। কারণ তখন এইসব চিকিৎসা ছাড়া তেমন উন্নত কোনো ব্যবস্থা ছিল না, বিশেষ করে যদি বলা যায় গ্রাম্য জীবন যাপন করা মানুষদের ক্ষেত্রে। আর বিভিন্ন ধরণের গাছের বিভিন্ন অংশ দিয়েই তখন সবকিছু প্রাকৃতিকভাবে তৈরি করা হতো, সেটা গাছের শিকড় বা যেকোনো অংশ দিয়েই তৈরি হোক না কেন। অনেকে গাছের শিকড় দিয়ে তৈরি মাদুলি মাজায় ব্যাথার উপশম হিসেবে পড়তো। তবে এতে কিন্তু বেশ উপকারও হতো, দ্রুত ঠিক হয়ে যেত সমস্যাগুলো।

আর সেই জায়গা দখল করে নিয়েছে কিছু ভন্ড প্রতারক টাইপের কবিরাজ, যারা একমাত্র পয়সা কামানোর ধান্দায় ব্যাবসা করে। কিছু কিছু কবিরাজ তো মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়।

এখন আসলে সত্যি কথা বলতে গেলে ভন্ড সব ক্ষেত্রেই ভরে গিয়েছে। এখন বর্তমানে যেকোনো চিকিৎসা ক্ষেত্র যেন একটা ব্যবসায়িক কর্মক্ষেত্রের উপরে দাঁড়িয়ে আছে। সবকিছুতে ভণ্ডামি করে টাকা উপার্জনের একটা রাস্তা তৈরি করে বসে পড়েছে, তাতে কারো ভালো কোনো কিছু হোক আর নাই হোক। এইসব ভণ্ডামি করে ভুল চিকিৎসা করে বা ঔষধ দেওয়ার কারণে রোগবালাই আরো বেশি করে হয়ে থাকে।

আজ এই কথাগুলো বলতে বাধ্য হলাম যখন দেখি একজন ভন্ড লোক কিছু ডালপালা আর বোতলের ঔষধ নিয়ে বলে সব রোগের জন্য এক ফাইল যথেষ্ট মাইকে প্রচার করার মাধ্যমে বেশ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আসলে মানুষের মাঝে সচেতনতার এখনো যথেষ্ট অভাব লক্ষ্য করা যায়।

তারা আসলে জানে কোথায় গেলে আর কেমন ধরণের মানুষদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া যাবে। আর আজকাল নেক মানুষজন আছে, যাদের অল্পতেই সবকিছু চাই, যদি একটাতেই সব হয়ে যায়, তাহলে আর দরকার কি! এইধরণের মানসিকতার জন্য বা বোকামির জন্য ফেঁসে যায় সবাই, বিশেষ করে সহজ-সরল মানুষগুলো।

যাইহোক, ইমরান হাসান ভাই আজকে একাল আর সেকালের কবিরাজির চিকিৎসা ব্যবস্থার বিষয় নিয়ে ভালো একটা আর্টিকেল লিখেছেন আর তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 9 months ago 

ইমরান ভাইয়ের এই পোস্টটি গতকালকে আমি পড়েছিলাম। সতর্কতামূলক একটি পোস্ট শেয়ার করেছে ইমরান ভাই। সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এমন ভন্ড প্রতারক কবিরাজদের দেখা যায়। ইন্টারনেটের যুগে মানুষজন এমন ভন্ডদের খপ্পরে কিভাবে পড়ে যায়, সেটা আমার বোধগম্য হয় না। যাইহোক দারুণ লিখেছে ইমরান ভাই। এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

ইমরান ভাই সতর্কতা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও পোস্ট টি আমার আগে পড়া হয়নি তারপরও এখন পড়ে যতটুকু বুঝেছি তাতে মনে হচ্ছে এখনকার ডিজিটাল যুগে কেউ এই ধরনের প্রতারকের খপ্পরে পড়ে তা জানা ছিল না। আমার বাংলা ব্লগে ইমরান ভাই একজন ভালো ইউজার। ভাই অনেক ভালো লিখেন তার পোস্টগুলো আমি পড়ে থাকি। ধন্যবাদ ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য।

 9 months ago 

ইমরান হাসান ভাইয়া সব সময় সতর্কতামূলক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেন। আসলে এখনো কিছু কিছু অঞ্চলে এসব কুসংস্কার রয়েছে। হয়তো অনেক সময় আমরা এগুলোকে বিশ্বাস করে ঠকে যাই।

 9 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@emranhasan ভাইকে দেখে খুব ভালো লাগলো।খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 9 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ইমরান হাসান ভাইয়ের নাম দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। তিনি সতর্কতামূলক একটা পোস্ট শেয়ার করেছেন এবং অনেক সুন্দর ভাবে লিখেছেন পুরোটা। আমি ওনার পোস্টগুলো পড়ার চেষ্টা করি সব সময়। এই পোস্টটা যদিও আমার পড়া হয়নি, তবে এখানে দেখে পুরোটা পড়ে নিলাম।

 9 months ago 

চমৎকার একটা পোস্ট ছিল, সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তার এই পোস্ট আজকের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে দেখে খুব ভালো লাগলো।

 9 months ago 

ইমরান হাসান ভাইয়া কিন্তু আজকে বেশ সতর্কতামূলক একটা পোস্ট শেয়ার করেছেন এটা সত্যি। ওনার এই পোস্টটা যদিও আমার পড়া হয় নি, তবে ফিচারড আর্টিকেল পোস্টের মাধ্যমে পড়তে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 9 months ago 

যাই হোক আগেকার কবিরাজি ওষুধ গুলো খুবই কাজ করতো। ঠিক বলছেন বর্তমান সময়ে কিন্তু অনেক ভন্ড চিকিৎসক বের হয়েছে। আসলে তারা গাছের ছালের পরিবর্তে কি দেয় সেটা জানিনা। বেশ ভালো লেগেছে পোস্টের বর্ণনা পড়ে। ইমরান হাসান ভাই সব সময় ইউনিক কিছু শেয়ার করেন বেশ ভালই লাগে। অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে এই পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচন করার জন্য।

 9 months ago 

ইমরান ভাইয়ের পোস্টটি পড়েছি। আসলে আগেকার কবিরাজের পেশাটা যথেষ্ট ভালো ছিল। গ্রামের মানুষ কবিরাজের চিকিৎসায় সুস্থ্য হয়ে যেত। আর এখন ভন্ড কবিরাজে ভরপুর! রোগ তো সারাতে পারে না উল্টো জীবন নিয়ে টানাটানি

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64599.25
ETH 3467.96
USDT 1.00
SBD 2.55