"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৫ [তারিখ : ২৭-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@maksudakawsar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মাকসুদা কাওসার । জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি বাংলাদেশের ঢাকা জেলায় বসবাস করেন। তিনি রান্না করতে ভালোবাসেন। এছাড়াও তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফার, ভিডিও সম্পাদক এবং ব্লগার। । স্টিমিট ক্যারিয়ারঃ ২০২২ সালের মার্চ মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uq4AbUwhgJnrfPhuuQFNMvzBAuNFdDNBBVWXaweF7gAZb99ParkR4BVRJ26nMVdPx8rJSDCAkFGYxyVaYHEGdPmUn8hsbU.jpg

"ভূতের ভয়ে বাবার বুকে ঘুমানো" ...... by @maksudakawsar (26.08.2023 )

কোথায় গেল সেই ছেলেবেলা? যে ছেলেবেলায় মায়ের হাতে গোসল না করলে মন ভরতো না। যে ছেলেবেলায় বাবাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম আসতো না। যে ছেলেবেলায় বাবা অফিস হতে ফেরার সময় ব্যাগ ভরে পছন্দের জিনিসগুলো নিয়ে আসতো আমাদের জন্য। এখন তো শুধু আমরাই আছি। আর সব হয়ে গেছে স্মৃতি। তবে ভুলতে পারবো না সে সময় গুলো। আর চাইলেও ভোলা যায় না। ধন্যবাদ @rme দাদা কে এমন সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। যেখানে আমরা অনায়াসেই আমাদের ছেলেবেলার সোনালী সময় গুলো তুলে ধরতে পারি অকাতরে। প্রিয় বন্ধুরা আজও আসলাম আপনাদের মাঝে ছেলেবেলার নতুনকিছু স্মৃতি নিয়ে। আশা করি আমার আজকের স্মৃতিগুলোও আপনাদের কাছে ভালো লাগবে।...


আজকের ফিচার আর্টিকেলে স্থান পাওয়া লেখিকা তার ছোটবেলার একটি ঘটনা সবার সাথে শেয়ার করেছেন। প্রথমেই তিনি দাদাকে ধন্যবাদ জানিয়েছেন ছোটবেলার স্মৃতি শেয়ার করার মতন একটি ইভেন্ট চালু করার জন্য। এরপর তিনি তার ছোটবেলায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বর্ণনা করেছেন।

তার বাবার সরকারি চাকরির সুবাদে কোয়ার্টার থাকতে হতো। সেই কোয়ার্টার ছিল অনেক পুরনো। যেমনটা আমরা হরর মুভিতে দেখে থাকি। আর সেই কোয়ার্টারের পিছনে ছিলো একটা বড় তালগাছ। সেই তাল গাছটা ঘিরেই রহস্যের মায়াজাল। রাতের অন্ধকারে রুম থেকে নাকি বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাওয়া যেত। তার ব্যক্ত করা ঘটনাগুলি বাস্তবে চিন্তা করলে গা শিউরে ওঠে। সে রাতে যখন ঘুমোতে যেত বিভিন্ন ধরনের অদ্ভুত আওয়াজ শুনতে পেতো। লেখিকার বয়স অনেক অল্প থাকায় সে ভয় পেত আর এজন্য বাবাকে জড়িয়ে ধরে রাতে ঘুমোতো।

লেখিকার কাকার সাথে নাকি উদ্ভট একটা ঘটনা ঘটেছিল। আপনারা আর্টিকেলটি পরলেই বুঝতে পারবেন। উপস্থিত বুদ্ধির কারণে সেখান থেকে সে বেঁচে ফিরেছে। এর কিছুদিন পরেই নাকি সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা ঘটে যায়। কিছু ঘটনাচক্রের পর কোয়ার্টারে থাকা একটি মহিলা বাড়িতে যায় বেড়াত। সখান থেকে নাকি সে আর ফেরেনি। মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। গল্পটির সম্পূর্ণ মজা নিতে আর্টিকেলটি পড়ুন। আমার কাছে আর্টিকেলটি পড়ে খুবই ভালো লেগেছে এবং আজকের ফিচার হওয়ার জন্য উপযুক্ত বলে মনে হয়েছে।


12.PNG

ছবিটি @maksudakawsar আপুর ওয়াল থেকে নেওয়া হয়েছে

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

@maksudakawsar আপু অভিনন্দন 🎉
আপনার পোস্টগুলো দিন দিন অনেক গুনগত মান সম্পন্ন হচ্ছে এবং পাঠক আকৃষ্ট করে চলেছে। ভূতের ভয়ে বাবার বুকে ঘুমানোর অনুভূতি মেশানো পোস্টটি সত্যিই দারুন ছিল এবং সেরা পোস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এভাবেই এগিয়ে যান দোয়া রইল।

 last year 

মাক্সুদা কাওসার আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায় মাক্সুদা আপুকে অভিনন্দন। মেয়েরা এমনিতেই বাবা ভক্ত হয়। আর সকল আবদার থাকে বাবার কাছে।আপুর পোস্টটি পড়ে আমারও বেশ ভয় লেগেছিল। ভুতের ভয়ে বাবার কাছে ঘুমানোর অনুভূতির সুন্দর প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায়।

 last year 

মাকসুদা কাওসার আপুর পোষ্ট গুলো অনেক সুন্দর হয়।আর তার কারণেই আমরা মাকসুদা কাওসার আপুর পোষ্ট আমার বাংলা ব্লগ এর আজকের ফিচারড আর্টিকেলে দেখতে পেলাম।ভালো লাগলো আপুকে দেখে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকের ফিচার্ড আর্টিকেল মাকসুদা আপুর পোস্ট সিলেক্ট করা হয়েছে।আপুর জন্য শুভকামনা রইল।যেহেতু তার ছোটবেলার একটি গল্প ছিল এটি,পড়ে বেশ ভালো লেগেছে।আপুর থেকে এরকম আরো হরর গল্প দেখতে পাবো ।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সরকারি কোয়াটারগুলো অনেকটা ভুতুড়ে হয়। তাই তো ভয় লাগে। এই পোস্ট এর আগে পড়া হয়নি। তবে এই পোস্টটি সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে দেখে ভালো লাগলো। ফিচারড আর্টিকেল হিসেবে আপুর পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 last year 

জী ভাইয়া মাকসুদা কাওসার আপু এই ব্লগটি আমি পড়েছিলাম। আমার তো পড়লেই ভয় লাগে। আর বাস্তাবে যদি চিন্তা করি তাহলে শরীর ঠান্ডা হয়ে যায়। তার কাকার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুবই মর্মাহত। এমন ঘটনা আগে অনেক শুনা যেত। ধন্যবাদ।

 last year 

সবার আগে আমি আমাদের সবার প্রিয় @rme দাদা কে ধন্যবাদ জানাতে চাই। কারন তিনি যদি আমাদের জন্য এত এত সুযোগ করে না দিতেন তাহলে হয়তো বা আমাদের মত ইউজাররা নিজের অব্যক্ত কথা গুলো বা স্মৃতি গুলো কোন ভাবেই তুলে ধরতে পারতেন না। তবে জীবনের শৈশব কালে ঘটে যাওয়া এই সমস্ত কাহিনী এখনও আমাকে মাঝে মাঝে নাড়া দিয়ে যায়। আমার লেখাগুলো কে ফিচারড অব আর্টিকেলের অন্তর্ভুক্ত করায় আমি আমার বাংলা ব্লগ পরিবারের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ @rme দাদা কে। ধন্যবাদ @rax-sumon ভাই কে।

 last year 

মাকসুদা আপু ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ। ওনার সাথে যতটুকু কথা বলি যতক্ষণ কথা বলি বেশ ভালো সময় যায়। খোলামেলা আলোচনা করেন এবং অনেক সুন্দর একজন মনের মানুষ। উনার পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসাবে বাছাই করার জন্য অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি সাপোর্টের আওতায় আনার জন্য।

 last year 

যদিও আমার ওনার গল্পটি দেখা হয়নি, কিন্তু গল্পটা বেশ দারুন লাগছে। আর যেহেতু আজকের সেরা পোস্ট হিসেবে এটা সিলেক্ট করা হয়েছে পোস্টটি পড়ার এটা আগ্রহ জন্মাচ্ছে।

 last year 

মাকসুদা আপুর পোস্ট কিন্তু সত্যিই দারুন লাগে। আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে আপুর পোস্ট সিলেক্ট করেছেন এটা খুবই ভালো লাগলো। তাছাড়া দাদার জন্য আজকে খুব সুন্দর একটা শৈশবের স্মৃতি পড়তে পারলাম। আশা করি পরবর্তীতে আপুর কাছ থেকে আরও সুন্দর সুন্দর পোস্ট উপহার পাব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46