"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৯৫ [তারিখ : ৯-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mahbubul.lemon


অথরের নামঃ মাহবুবুল ইসলাম লিমন । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জনক । তার শখ- গান করা, ছবি তোলা এবং মোটরসাইকেলে নতুন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের নভেম্বর মাসে। তিনি তার গানের জন্য কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত একজন মেম্বার। যিনি শুরু থেকেই তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20231009_153927.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScy8H9rdcA8C2rDFmqttUpDkNXVDWqhnerfVF9fK1jsY39APP8PStJH7xd2VRCZmDtvf6CrrHade1X2AD1Dkwhd9BGeTKo74uEhxgRYbuMLi.jpeg

ভিন্ন স্বাদে দেশি মুরগির মাংসের রেসিপি(তারিখ ৯/১০/২০২৩)

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScsEHaEmVvAh9qJwrZk3tf5xkYwbjJ8XvUyXToEpiAq5Pci6qAXVYVuzwWBC5fkH82AHAWwfnZHLgjG5XdeNj8BGWUNXZKkTgnoVqAJhtR42.jpeg



ছবিটি নেয়া হয়েছে @mahbubul.lemon এর পোস্ট থেকে


এই পোস্টে তিনি একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে সাধারণ মনে হলেও তিনি একটু ভিন্নভাবে রেসিপি তৈরি করেছেন। দেশি মুরগির মাংস আমরা সকলেই পছন্দ করি। কিন্তু সেই দেশি মুরগিটাই উনি একটু ভিন্নভাবে রান্না করে দেখিয়েছেন। সাধারণত আমরা হাঁস যেভাবে রান্না করি রান্না করার প্রসেসটা অনেকটা তেমনই হয়েছে। আবার তিনি এই রান্নার ভেতরে উপকরণ হিসেবে রসুন ব্যবহার করেছেন। যেটা সাধারণত মুরগির মাংস রান্নার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। তার এই রেসিপিটি ভিন্নধর্মী হওয়ার কারণেই আজকের ফিচার পোস্ট হিসেবে বেছে নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
 last year 

বাহ্! লিমন ভাই দারুণ একটি রেসিপি শেয়ার করেছে। দেশী মুরগির মাংস পছন্দ করে না, এমন মানুষ খুব কম আছে। আমার তো দেশী মুরগির মাংস খুবই পছন্দ। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। লিমন ভাই আমাদের কমিউনিটির খুব ভালো মানের একজন ব্লগার। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল রিমন ভাইয়ের রেসিপি পোস্টটি মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো । আসলে দেশি মুরগি মাংস আমার খুব পছন্দের। রিমন ভাই বেশ চমৎকার ভাবে দেশী মোরগের মাংস রান্না করেছে এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। মাংসের মধ্যে এভাবে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছে।

 last year 

আমার তৈরি ভিন্ন স্বাদের দেশি মুরগির মাংসের রেসিপিটি ফিচার্ড আর্টিকেলে বাছাই করে নেয়া হয়েছে দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে। আর এই রেসিপিটি খেতে খুব খুব মজার হয়েছিল। কেননা হাঁসের মাংস যেভাবে রান্না করা হয়, আমিও ঠিক সেভাবেই মুরগিটিকে পুড়িয়ে মজার রেসিপি তৈরি করেছিলাম। সত্যিকার অর্থেই এই রেসিপিটি খেতে ভিন্ন স্বাদ পাওয়া গিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার তৈরি ভিন্ন স্বাদে দেশি মুরগির মাংসের রেসিপিটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

মুরগি আমরা প্রায় প্রত্যেককেই পছন্দ করি, লিমন ভাই গতকাল খুব সুন্দর একটা রেসিপি পোস্ট করেছিল যেখানে মুরগি রানার প্রসেসটা খানিকটা ভিন্ন ছিল। এজন্যই আজকে সিলেক্ট করা হয়েছে , লিমন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আজকের এই ফিচারড পোস্টে মাহবুবুল লিমন ভাইয়ার নাম দেখে অনেক ভালো লেগেছে। তিনি এই রেসিপিটা ভিন্নভাবে তৈরি করেছেন, যার কারণে আমার কাছেও অনেক ভালো লেগেছিল। আর দেশি মুরগি আমাদের সবারই খুবই পছন্দের। দেখতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার মনে হচ্ছে। মজাদার এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি উনি অনেক সুন্দর করে শেয়ার করেছিলেন। যাই হোক ধন্যবাদ এই পোস্টটা বাছাই করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87