"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১২১ [তারিখ : ০৭-১১-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @steem-for-future


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোঃ আকাশ সরদার । জাতীয়তাঃ একজন বাংলাদেশের সাধারন নাগরিক। সাধারণ তার স্বপ্ন ,সাধারণ আমার জীবন। স্টিমিট তার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ তার পরিবারের মতো । বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে তিনি স্টিমিটেই বেশি এক্টিভ। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা তার খুব প্রিয় । সে বিশ্বাস করে মানুষের জীবনে উত্থান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই তিনি বিশ্বাস করে । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


প্রত্যেকটি শ্রমজীবী মানুষ আমাদের সমাজের অংশ by @steem-for-future (date 06.11.2023 )

শুভেচ্ছা সকল বন্ধুদের। আপনাদের মাঝে আবারো একটি নতুন ব্লগ উপহার দিতে পেরে আমি আনন্দিত। এবং সৃষ্টিকর্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আবারও একটি দিন আমাকে সুস্থ সুন্দর এবং ভালো রাখার জন্য।আমাদের ভালো থাকার মাঝে রয়েছে পৃথিবীতে বেঁচে থাকার মূলমন্ত্র। অর্থাৎ আমরা বছরের ৩৬৫ দিন সুস্থ থাকতে চাই এবং মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে পড়ি তখন সৃষ্টিকর্তার প্রতি আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তবে এটা মোটেই কাম্য নয়। আমরা যেমন বছরের ৩৬৫ দিন সুস্থ থাকতে চাই এবং ভালো থাকতে চাই তেমনি আমাদের জীবনে চলার পথেও আমরা প্রতিটা দিন আনন্দ এবং উপভোগ করে চলতে চাই। তবে মাঝে মাঝে আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের মুহূর্তগুলো এমন অবস্থান নেই যে আমরা ভালো থাকা কি জিনিস কিংবা কিভাবে ভালো থাকা যায় সেই অবস্থান হারিয়ে ফেলি। যখন আমরা আমাদের ভালো অবস্থান থেকে কিছুটা কষ্ট পেয়ে থাকি তখনই আমাদের জীবনটা কষ্টময় হয়ে যায়। কিন্তু সেই সাময়িক কষ্টে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তবে আমাদের জীবনে সঠিক এবং সুন্দর দিন আসবে এবং আমরা আগামীতে ভালো কিছু পাব এটাই বাস্তবতা।…


আজকের ফিচার আর্টিকেলে যে অথরের আর্টিকেলটি স্থান পেয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লেখা আর্টিকেল। আমাদের সমাজে উচু নিচু বিভিন্ন শ্রেণীর ভেদাভেদ আমরা করে থাকি। কিন্তু তারা খেটে খাওয়া মানুষ। তারা প্রত্যেকেই তাদের জীবন সংগ্রামে অনেক বেশি পরিশ্রম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অথর তার পোস্টে উল্লেখ করেছেন আমরা তাদেরকে নিচু ভাবতে পারি কিন্তু স্বল্প আয়ের অনুন্নত জীবন যাপন করা মানুষগুলো দিনশেষে তার পরিবারের কাছে অনেক বেশি দামি। কারণ সেই একমাত্র ব্যক্তি যে তার পরিবারের জন্য আহারের ব্যবস্থা করতে দিন-রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন।

অথর তার পোস্টের মধ্যে তিন শ্রেণীর শ্রমজীবী মানুষের কথা উল্লেখ করেছেন। রিক্সা চালক, সবজি বিক্রেতা এবং ঝাল মুড়িওয়ালা। এই তিন শ্রেণীর মানুষের সাধারণ জীবন যাপন এবং কষ্টের বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন তার পোস্টের মধ্যে। তিনি তার পোস্টের মধ্যে এই সকল শ্রমজীবীদের সম্মান জানিয়ে তাদের জন্য ভালোবাসা ব্যক্ত করেছেন। সবকিছু বিবেচনা করে তার এই পোস্টটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


3.PNG

ছবিটি আকাশ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 10 months ago 

এই পোস্টটি ভাল একটি পজিশনে আনার জন্য সত্যি অনেক ভালো লাগলো।
স্টিম ফিউচার ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন এই পোষ্টের মাধ্যমে।
আমাদের প্রত্যেক শ্রমজীবী মানুষদেরকে সম্মান করার খুবই দরকার কেননা তাদের মাধ্যমে আজ আমাদের সমাজটা এত ভালো আছে এবং আমরা এত ভালোভাবে চলাচল করছি সবমিলিয়ে।

 10 months ago 

খুব সুন্দর একটি আর্টিকেল সিলেক্ট করা হয়েছে ভাইয়া।বিশেষ করে @steem-for-future ভাইয়ার লেখাগুলো খুব ভালো লাগে পড়তে। বিশেষ করে বাস্তবতা নিয়ে খুব সুন্দর টপিকস আমাদের সাথে শেয়ার করেন। আজকের ফিচারড আর্টিকেল দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমি আপনাদের প্রতি সবসময় চির কৃতজ্ঞ। আমি শুধু একজন ব্লগার না। সকলের ভালোবাসার পাত্র। আমার বাংলা ব্লগ পরিবার থেকে এত এত ভালবাসা পেয়ে সত্যি আমি আনন্দিত। প্রতিনিয়ত ভালো লাগে সকলের আদর।
🎉শুভেচ্ছা 🎉

 10 months ago 

এই পোস্টটি পড়ে কমেন্ট করলাম মাত্র। শ্রমজীবী মানুষদেরকে নিয়ে বেশ চমৎকার লিখেছেন উনি। আমাদের সবার উচিত শ্রমজীবী মানুষদেরকে মূল্যায়ন করা। কারণ দিনশেষে আমরা সবাই মানুষ। আর খেটে খাওয়া মানুষদেরকে সম্মান দিলে,আল্লাহ তায়ালা আমাদের সম্মান বাড়িয়ে দিবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই

 10 months ago 

আমার বাংলা ব্লগ এডমিন প্যানেল এর কাছে চিরকৃতজ্ঞ । প্রতিনিয়ত সেরা হিসেবে স্বীকৃতি পেয়ে আনন্দিত।

অবিরাম শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা রইল।

 10 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আকাশ ভাইয়ার নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে পোস্টটা লিখেছেন। বাস্তবতা নিয়ে লিখেছেন তিনি। ওনার এই পোস্ট সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64063.60
ETH 2742.49
USDT 1.00
SBD 2.67