"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৩৪ [তারিখ : ২২-০৯-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম শিমুল আক্তার। তিনি একজন বাংলাদেশী। তিনি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বিবাহিতা। তিনি একজন গৃহিণী। তিনি ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে, আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসেন। ফটোগ্রাফি করতে ও তিনি ভীষণ পছন্দ করেন। তিনি স্টিমিটে যোগদার করেন ২০২২ সালের মার্চ মাসের ১৪ তারিখে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2024-09-22 192611.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


sdfsd.png

🥰" $PUSS কয়েন নিয়ে আমার ভাবনা " by @shimulakter (তারিখ: 21.09.2024)

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি আজ যে বিষয় নিয়ে ব্লগ শেয়ার করবো তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমার ব্লগের টাইটেল পড়ে।তবে চলুন শুরু করি আজকের ব্লগ নিয়ে কিছু অনুভূতি। আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম নিজস্ব মিমি কয়েন লঞ্চ হয়েছে আর খুব অল্প সময়ে এর সমৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি।কয়েনের নাম আগেও শুনেছি।তবে এ বিষয়ে খুব একটা ভালো ধারনা আমার ছিল না।তবে আজ যখন আমাদের শ্রদ্ধেয় দাদা খেলার ছলে চমৎকার একটি কয়েন আমাদের মাঝে নিয়ে এলো।তখন আর চুপ থাকা হলো না।এই কয়েন বিষয়ে অল্প অল্প করে জানতে শুরু করলাম।এই কয়েনের ভবিষ্যত যে খুব উজ্জ্বল তা বেশ বুঝতে পাচ্ছি।আমাদের প্রিয় দাদা সবকিছু খুব চিন্তা ভাবনা করে করেন।তাই দাদার প্রতিটি উদ্যোগ বেশ প্রশংসনীয়।আজকে এখানে দাঁড়িয়ে তাই খুব সহজে বলতে পারি আমাদের নিজস্ব এই $puss কয়েন অনেক দূর আমাদেরকে নিয়ে যাবে।দাদার উপর পূর্ণ আস্থা আছে বলেই খুব বেশী দেরী না করে $puss কয়েন কিছু হোল্ড করেছিলাম নিজের একাউন্টে।…


আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করতে গিয়ে বেশ কয়েকটি পোস্ট আমার চোখে পড়েছিল। তার মধ্যে শিমুল আক্তার আপুর পোস্টটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। তিনি তার পোস্ট সম্পর্কে আমার বাংলা ব্লগ কমিউনিটির নেটিভ কয়েন $PUSS নিয়ে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা ব্যক্ত করেছেন।

শিমুল আক্তার আপু আমাদের এই কমিউনিটির অনেক পুরাতন একজন ইউজার এবং তিনি সেই প্রথম থেকেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রয়েছেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে বিভিন্ন ধরনের রেসিপি, লাইভে স্টাইল এছাড়াও ভ্রমণ এবং ডাই প্রজেক্ট শেয়ার করে থাকেন। যেগুলো আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছে।

তিনি তার পোষ্টের মাধ্যমে $PUSS কয়েনের বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি এই কয়েন কে ঘিরে কি ধরনের চিন্তাভাবনা করছেন সেই বিষয়টিও তিনি তার পোষ্টের মধ্যে স্পষ্ট করেছেন। তিনি এটাও ভেবেছেন যে অল্প অল্প করে প্রতিনিয়ত কিছু $PUSS জমা করে রাখতে হবে, কারণ এই কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি আরো বিস্তারিত ভাবে এই পোস্টের মধ্যে শেয়ার করেছেন। সবকিছু বিবেচনা করে আজকের এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসাবে মনোনীত করা হলো।


sdfsd.png

ছবিটি @shimulakter আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

প্রথম #puss কয়েন কেনার পর যেমন আনন্দিত হয়েছিলাম,আজ এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে সেই রকম আনন্দ পেলাম।প্রাপ্তি ভালো লাগার বিষয় ই।ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 months ago 

পুশ কয়েন আমাদের কাছে গর্বের মতো। প্রথম দিন থেকেই আমরা বিভিন্নভাবে এই কয়েনের সঙ্গে যুক্ত। সব সময় নিজেদের অনুভূতি, গল্প, কবিতা বা ব্যানার তৈরীর মাধ্যমে আমরা জুড়ে আছি এই কয়েনের সঙ্গে। সেদিক থেকে এই পোস্টটি ভীষণ কার্যকরী এবং প্রাসঙ্গিক একটি পোস্ট। তাই এই পোস্টটিকে ফিচার পোস্টের আওতায় এনে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করা হলো। একেবারে যথাযথ ভাবে পোস্টটি করা হয়েছে।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শিমুল আপু অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন। Puss কয়েন নিয়ে লেখা ওনার কথাগুলো বেশ ভালো লেগেছে আমার।

 2 months ago 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। পুস কয়েনকে ঘিরে আমাদের সকলেরই অনেক স্বপ্ন। শিমুল আপু পুস কয়েন কে ঘিরে তার সকল ভাবনা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেল মনোনীত করার জন্য।

 2 months ago 

ফিচার্ড আর্টিকেল এ শিমুল আক্তার আপুর পোস্টটি দেখতে পেয়ে ভালো লাগলো।আপু খুবই সুন্দর করে পুশ কয়েন নিয়ে নিজের ভাবনা গুলো শেয়ার করেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল হিসেবে শিমুল আক্তার আপুর এই পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি নিজের ভাবনাটাকে অনেক সুন্দর করে আমাদের সবার মাঝে তুলে ধরেছেন। আপুর এই পোস্টটা না পড়া হলেও ফিচারডে দেখে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 months ago 

প্রথমে শিমুল আক্তার আপুকে অভিনন্দন জানাই। আপুর পোস্ট ফিচারডে এসেছে দেখে অনেক ভালো লাগলো। আপু নিজের ভাবনাটা কে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পুস নিয়ে আপুর ভাবনাটা অনেক বেশি সুন্দর ছিল। ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99357.59
ETH 3318.45
USDT 1.00
SBD 3.07