"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৪৫ [তারিখ : ১৪-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ayaan001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আশিকুর রহমান। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করেন। সবুজ শ্যামলে ঘেরা তাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। তিনি একজন সরকারি চাকুরিজীবি। তিনি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছেন । বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে তিনি বেশি পছন্দ করেন। তিনি বিবাহিত। তার একটি ছেলে আছে। মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়েই তার পরিবার । স্টিমিট ক্যারিয়ারঃ তিনি ২০২৩ সালের মে মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240314_155500_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240314_155422_Chrome-1.jpg

জেনারেল রাইটিংঃ অগ্নি নির্বাপনের জন্য দরকার সঠিক ভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার। by @ayaan001 (date 13.03.2021 )

আজকে আমি আপনাদের মাঝে অগ্নি নির্বাপন যন্ত্র সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। আমরা জানি ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপন করার করার কাজে ব্যবহার করা হয়। এই কথা হয়তো আমরা অনেকেই জেনে থাকতে পারি কিন্তু এ ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা হয়তোবা আমাদের অনেকের কাছে অজানা। আমাদের বাসা বাড়ি বড় বড় শপিং মল ফ্যাক্টরি সহ নানা রকমের প্রতিষ্ঠানে এরকম ফায়ার এক্সটিংগুইশার দেখতে পাওয়া যায়।…


সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে, লেখক এই পোস্ট লিখেছে। যতদূর জানি, লেখক নিজেও ফায়ার সার্ভিসে কর্মরত। নিজের অভিজ্ঞতার আলোকে যে সচেতনতার বার্তা লেখক এখানে দিয়েছে, তা অনেকটাই প্রশংসনীয়।

আমরা আসলে শুধু একে অন্যের দোষ দিতে পারলেই খুশি থাকি, তবে কখনো নিজের অবস্থান থেকে, নিজের দোষ কখনো খোঁজার চেষ্টা করি না। আগুন লাগা কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটে, সেটা যদি শুরুতেই নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে সেই দুর্ঘটনা কিছুটা প্রতিরোধ করা যায়।

আমাদের বাসা বাড়িতে অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র থাকে, তবে সত্য কথা বলতে গেলে কি, আমরা এটার অনেকেই সঠিক ব্যবহার জানিনা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, তবে সঠিক ব্যবহারবিধি জেনে রাখা উত্তম।

লেখক কে ধন্যবাদ জানাই, এই বিষয়টা নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা লিখেছেন এজন্য। তবে, আশা করি বিস্তারিত বিষয় তিনি তার পোস্টের মাধ্যমে পরবর্তীতে লেখার চেষ্টা করবেন।

নিরাপত্তার ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ না করাই উচিত।

সবমিলিয়ে লেখকের এই পোস্টটিকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।

ধন্যবাদ সবাইকে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ycrydjRUibeJvx6369fjLXHUWz1H1xfBBLzqvTXpK3GLeejt1T8VMdTLA474sAsgj9KbnFWsPhjWHTF2XFSyXpbgcZQML.jpeg

ছবিটি আশিকুর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। এই পোস্টটি সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি এই পোস্টটি পড়ার মাধ্যমে সবাই অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবে।

 6 months ago 

খুবই সুন্দর একটা পোস্ট কে এবার ফিচারস আর্টিকেলে দেয়া হয়েছে। এই জিনিসটা আমাদের সকলের শিখিয়ে রাখা দরকার। কেননা বিপদ কখন চলে আসে সেটা তো আর বলা যায় না।

 6 months ago 

আলহামদুলিল্লাহ স্টিমিটে কাজ শুরু থেকে ৩ বার ফিচাড আর্টিকেলর জন্য মনোনীত হয়েছি। নতুন কাজ শুরু থেকে পর পর দুইবার নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন আর এই সাফল্যের দেখা পাই নাই। আজ আবার সেই কাঙ্খিত ফলাফল অর্জন করতে পেরেছি। ধন্যবাদ @abb-featured কে আমার পোস্টটি নির্বাচন করার জন্য। সবার জন্য দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago 

আজকে আশিকুর ভাইয়ার লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পোস্ট কে ফিচারড আর্টিকেলে নিয়ে আসা হয়েছে দেখে খুব ভালো লাগলো। পড়ালেখা এই পোস্টটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা প্রত্যেকটা মানুষের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পোস্ট। সবাই অনেক কিছুই জানতে পারবে কিন্তু সম্পূর্ণ পোস্টটা পড়ার পর। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

আজকের পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ফিচারড আর্টিকেলে পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক
ধন্যবাদ । আশিকুর ভাইয়ার পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে এখন পড়ে বেশ ভালো লাগলো। আশা করছি এই পোস্টটি পড়ে সবাই
অগ্নির ব্যাপারে সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38