"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৮৮ [তারিখ : ০৭-০৮-২০২৪ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার সহ সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য। স্টিমিটে ২০২৪ সালের মে মাসের যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240807-214553.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG.png

আলু পনিরের সুস্বাদু বার্ড নেস্ট পকোড়া। by @kausikchak123 (তারিখ 04.08.2024 )

আজ আপনাদের সামনে একটি এমন পকোড়ার রেসিপি নিয়ে এলাম, যা হয়তো আগে কখনো কেউ খাননি। আমরা গাছের উপরে বিভিন্ন সময়ে পাখির বাসা বা বার্ড নেস্ট দেখতে পাই। পাখিরা পরিশ্রম করে আশপাশ থেকে ভাঙা ডালপালা সংগ্রহ করে এনে বানায় তাদের নিশ্চিন্ত আশ্রয়। আর সেখানেই ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে তৈরি করে তাদের সুখী সংসার। আসুন আজ এই পাখির বাসা আমরা ঘরেই তৈরি করি আমাদের একটি সুস্বাদু খাবারের আইটেম হিসেবে। আজ আমাদের রান্নার বিষয় হলো সুস্বাদু ও চটজলদি বানানো যায় এমন একটি পকোড়া, যার নাম দেওয়া হলো বার্ড নেস্ট পকোড়া।…


সুস্বাদু পাখির বাসা। যা অনায়াসে সন্ধ্যের চায়ের সাথে অল্প মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবো। আপনারা ভাবছেন পাখির বাসা সেটা আবার কেউ খায় নাকি? তবে এ পাখির বাসা সচরাচর আমরা যেটাকে পাখির বাসা বলে দেখতে পাই বা জানি সেটা মোটেই নয়। পনির, আলু, পেঁয়াজ, সেমাই এবং নানা মশলার মিশ্রণে তৈরি হওয়া এক নতুন ধরনের বার্ড নেস্ট। দেখতেও যেমন চমৎকার, তেমনি খেতেও যে ভালো হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমার বাংলা ব্লগের সদস্যরা রেসিপি পোস্টে সব সময় নিত্যনতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন সেটা আবার প্রমাণিত হলো কৌশিক দার পোস্টে।

আজ যখন আমার বাংলা ব্লগে স্ক্রল করছিলাম তখন পোস্টটা মূলত নজরে আসে। কনটেস্ট নিয়ে অল্প কিছুই পোস্ট হয়েছে তার মধ্যে থেকেই আজকের ফিচার্ড পোস্ট বাছাই করে নিলাম।
জানিনা, কবে আমি নিজে এই রেসিপিটা বানাতে পারবো তবে বুকমার্ক করে রাখলাম, ইচ্ছে থাকলো বর্ষা শেষ হওয়ার আগেই একদিন বানিয়ে ফেলার।


IMG.png

ছবি কৌশিক দার ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

আবার একটি প্রাপ্তি হল। আমার পোস্ট ফিচার পোস্ট হিসেবে দেখতে পেলে কেমন যেন একটা আনন্দ তরঙ্গ খেলে যায়। আমার বানানো রেসিপি আপনাদের ভালো লাগায় আমি আপ্লুত। আর এই পাকোড়া খেতে সত্যিই অসাধারণ। একবার খেলে মুখে লেগে থাকবে। তাই অবশ্যই সবাই ঘরে বানিয়ে ফেলুন অত্যাধুনিক বার্ড নেস্ট পাকোড়া।

 4 days ago 

দারুণ তো! খুব ভালো একটি পোস্ট ফিচার হয়েছে। যোগ্য সম্মান। রাঁধুনিকে অভিনন্দন জানাই।

খাবো কবে?

 3 days ago 

হা হা হা৷ অনেক কষ্ট করে এই কাঁচা রাঁধুনি শুধুমাত্র ব্লগের জন্য বানিয়েছে বাবা

 3 days ago 

ফিচার হয়েছে যখন খাওয়াতেই হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63