"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১২ [ তারিখ : ৩১.০৮.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jubayer001
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি মোঃ জুবায়ের হোসেন। বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি, ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। আমি স্টিমিটে ২০২৪ সালের মার্চ মাসে যুক্ত হই। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় পর্ব শেষ করলাম। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জীবনে প্রথমবার রক্ত দেওয়ার অনুভূতি by @jubayer001 (30.08.2024 )
এই মাঝরাতে যখন কমিউনিটির পোস্টগুলো পড়ছিলাম, তখন এই পোস্টটা পড়ে মুহূর্তেই সেই কলেজ জীবনের কথা মনে পড়ে গিয়েছিল, কেননা এমন অনুভূতি তো আমার জীবনেও আছে।
মেডিকেল কলেজের প্রথম বর্ষের কথা, যেহেতু গ্যালারি রুমে ক্লাস হতো, তাই মাঝে মাঝেই লেকচার গ্যালারির পাশের হসপিটালের ভবন থেকে আগত অনেক অসহায় লোকজনকে রক্তের জন্য লেকচার গ্যালারির বারান্দাতে ছোটাছুটি করতে দেখতাম । সেকি করুণ চাহনি, এমন নজর কিংবা আকুল আবেদন এড়িয়ে যাওয়া বড্ড মুশকিল।
আগত লোকজন কেউ কখনো ফেরত যেত না, রক্ত ম্যানেজ হয়েই যেত। নিজেও বহুবার এমন কাজের সঙ্গে যুক্ত ছিলাম আবার অনেককে অনুপ্রাণিত করেছিলাম। এক্ষেত্রে অথর যে ভূমিকা পালন করেছে তার বন্ধুর বান্ধবীর জন্য তা সত্যিই প্রশংসনীয়।
মানবিক কাজগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাক প্রতিনিয়ত, আর যেন কেউ রক্তের অভাবে মারা না যায়, সেদিকটাতে আমাদের সকলের নজর রাখা উচিত। তাছাড়া প্রতিনিয়ত রক্তযোদ্ধারা যেন এগিয়ে আসতে পারে এমন মানবিক কাজে, সেজন্য তাদেরকেও যথাযথ সম্মান করা উচিত।
সব মিলিয়ে, এই পোস্টটাকে আমি আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম। মানুষ হোক মানুষের জন্য , মানবিক কাজগুলোই প্রাধান্য পাক প্রতিনিয়ত।
ছবি জুবায়ের ভাইয়ের ব্লগ থেকে নেওয়া
চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।.
আজকের ফিচারড আর্টিকেল হিসেবে @jubayer001 ভাইয়ার পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। রক্ত দেওয়াটা আসলেই অনেক ভালো একটা কাজ। এরকম অনেক মানুষ রয়েছে যারা রক্তের অভাবে মারা যাচ্ছে। এভাবে যদি সবাই রক্ত দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে অনেক ভালো। এরকম মানবিকতা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই কামনা করি প্রতিনিয়ত। কাউকে বাঁচাতে পারলে তখন আলাদা একটা প্রশান্তি কাজ করে মনের ভেতর। ভাইয়ার এই কাজটা সত্যি প্রশংসনীয়।
রক্তদান করা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলেই একজন বিপদগ্রস্ত রোগী বেঁচে যেতে পারে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। জুবায়ের ভাইয়ার এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।
আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটির @jubayer001 কাকুর পোস্ট কে ফিউচার আর্টিকেল পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে এটি দেখি সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে জুবায়ের কাকুকে আমি নিজেই বলেছিলাম রক্ত দেয়ার জন্য। আমি নিজেও চেষ্টা করি সব সময় রক্ত দিয়ে অন্যকে সাহায্য করার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট ফিউচার আর্টিকেল হিসেবে সিলেক্ট করে শেয়ার করার জন্য।