"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৮০ [তারিখ : ০৫-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- ইসরাত জাহান মিম। জাতীয়তা - বাংলাদেশী ।বাসস্থান- গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসায় এর কারণে অবস্থান করছেন গাজীপুরে। শিক্ষাগত যোগ্যতা - এইচ এস সি সমাপ্ত করেছেন এবং বর্তমানে পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছেন। পছন্দের কাজগুলোর মাঝে অন্যতম হলো বই পড়া, সে সাথে নতুন নতুন ফটোগ্রাফি করা ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করা। তবে সবচাইতে বেশি ভালোলাগার হলো, বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করা। উনার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। বর্তমানে স্টিমিট প্লাটফর্ম এর জার্নির বয়স প্রায় ৪ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-01-06-01-44-30-286-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykxNRC5kLg241BiCQ8UbMbM3FF46KnBL4dy69ixChgEmb1UsuMtu9663osFS18TSmeYSEntMaXgBTEtZxu3PjH5rpdL3Q.jpeg

আর্ট :-ভিন্ন ধরনের একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট.. @isratmim (05/01/2024 )

আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। যেখানে একটি বৃত্তের উপরের দিক টা সাইন পেন দিয়ে রং করা এবং বাকিটা কালো জেল পেনের ম্যান্ডেলা আর্ট। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।..


আজকের এবিবি ফির্চারের পোস্ট বাছাই করার সময় এই পোস্টটির কভার ফটোটি বেশ ভালো লেগেছিলো।তাই ই মূলত পোস্টটি তে ঢোকা।আর ঢুকেই মনে হলো যা খুঁজচ্ছিলাম, তাই যেনো পেয়ে গিয়েছি।তাই আর দেরি কেনো!এই পোস্টটিকেই আজকের দিনের সেরা পোস্ট হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিলাম।অর্থাৎ এবিবি ফিচার্ড এর বেস্ট আর্টিকেল পোস্ট।

নতুনত্ব আমরা কে না পছন্দ করি? কে না ভালোবাসি।ঠিক তেমনটাই আমরা সবসময় সব কিছুতে নতুনত্ব খুঁজে বেড়াই।কারণ নতুনত্ব মানেই অন্য রকম ভালোলাগা।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মান্ডালা আর্ট মোটেও নতুন কিছু নয়। তাই তো?অর্থাৎ যারা আমাদের আর্টিস্ট রয়েছেন,উনারা কখনো না কখনো অবশ্যই দারুণ সব মান্ডালা আর্ট করেছেন।কিন্তু আজকের এ মান্ডালাতে দেখতে পেয়েছি নতুনত্ব ও নতুন ডিজাইন।হয়তো এমন পোস্ট আরো হয়ে থাকবে, তবে চোখে পরেনি। যেহেতু প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে অনেক পোস্ট হয়।

আজকের পোস্টের যে বিশেষত্বটি আমার সর্বপ্রথম নজর কেড়েছে। তা হলো আর্টটির কালার কম্বিনেশন, যা সত্যিই খুব সুন্দর আর ইউনিক, সে সাথে উজ্জ্বল।প্রথমেই দেখতে অনেকটা মনে হয়েছে কোনো সুস্বাদু ডোনাট বুঝি।কিন্তু পরক্ষণেই একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে এটা কোনো ডোনাট নয়।এটি অসম্ভব সুন্দর একটি ইউনিক আর্ট।এই আর্ট পোস্টটির প্রতিটি ধাপ ছিলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন,যদি ১ম এই বলি কভার ফটোর কথা।তবে তা হলো, পাঠক-পাঠিকাদের আকর্ষণ করার জন্যে পারফেক্ট। তার পর সুন্দর ভাবে উপকরণ এর ছবি দেওয়া সে সাথে প্রতিটি ধাপের খুব সুন্দর ফটোগ্রাফী।

আর যা না বললেই নয়,তা হলো মান্ডালা আর্টটির ডিজাইনগুলো বেশ সূক্ষ্ম এবং সুন্দর।আর তাতে আরো বেশি কালারফুল করেছে উপরের আকাশী কালারটি।যার কারণে আর্টটি দেখতে অন্যরকম লেগেছে।প্রায় একই ধরণের দুটি কালার ইউজ করাতে রঙ করাটা দেখতে আরো বেশি সুন্দর লেগেছে।

সব কিছু মিলিয়ে @isratmim আপুকে ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্যে।পোস্টটির বানান,ফটো কোয়ালিটি,মার্কডাউন সব কিছুই ছিলো একেবারে পারফেক্ট। আশা করছি উনি ভবিষ্যৎ এও আমাদের এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দেবেন।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykxNRC5kLg241BiCQ8UbMbM3FF46KnBL4dy69ixChgEmb1UsuMtu9663osFS18TSmeYSEntMaXgBTEtZxu3PjH5rpdL3Q.jpeg

ছবি গুলো ইসরাত আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 6 months ago 

নতুন কোন কিছু দেখতে ও করতে বেশ ভাল লাগে। ইসরাত মিম আপুর এই পোস্টটি বেশ সুন্দর হয়েছে। সেই সাথে আর্টটিতে নতুনত্বও রয়েছে। কালার কম্বিনেশনো বেশ সুন্দর হয়েছে।ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার মতো পোস্ট। বেশ ভালো লাগলো পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ইসরাত মিম আপুর পোস্টগুলো আসলেই অনেক সুন্দর হয়। এই কালারফুল ম্যান্ডেলা আর্টটিও বেশ চমৎকার লেগেছিল আমার কাছে। আসলেই সবাই নিজের যোগ্যতায় এখানে আসতে পারে। কাজের কোয়ালিটি যত বৃদ্ধি করবে ততই এক্টিভিটি বজায় থাকবে। আর আজকেও ফিচারড আর্টিকেল এই আপুর পোস্টটি বাছাই করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল হিসেবে আমার ম্যান্ডেলা আর্ট টি সিলেক্ট করা হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে। অন্যান্য আর্টের তুলনায় ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশি পছন্দ করি তাই প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু করার। আমার এই ম্যান্ডেলা আর্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও চেষ্টা করে যাব নতুন এবং ভিন্নধর্মী আর্ট শেয়ার করার।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ইসরাত মিম আপু বরাবরই অনেক ভালো আর্ট করেন। অনেক সুন্দর ভাবে আর্টটি করা হয়েছে। আর এই আর্টের সৌন্দর্য আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 6 months ago 

একদম নতুন যেকোনো জিনিস আমাদের খুব ভালো লাগে। ম্যান্ডেলার আর্ট এমনিতেই খুব সুন্দর লাগে। আপুর এই ম্যান্ডেলার আর্টটি একেবারে ইউনিক হয়েছে। উপরের কালার এবং নিচের বিভিন্ন ছোট ছোট ম্যান্ডেলার ডিজাইনের কারণে আর্টটি আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। একেবারে পারফেক্ট একটি আর্ট ফিচার আর্টিকেলে এসেছে দেখে ভালো লাগলো।

 6 months ago (edited)

ইশরাত জাহান মিম আপু বেশ দারুণ একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন।আপুর মেন্ডেলাটি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। আসলে ইউনিক কোন কিছু শেয়ার করলে অনেক ভালো লাগে।কালার ফুল মেন্ডেলার কালারও অনেক সুন্দর। ফিচারড আর্টিকেলে আপুর পোস্টটি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে ইসরাত মিম আপুর নামটা দেখে ভালো লেগেছে। ইসরাত মিম আপু অনেক সুন্দর একটা আর্ট করেছে। উনার এই আর্ট যদিও আগে দেখি নিই, তবে ফিচারড আর্টিকেলে সর্বপ্রথম দেখে ভালো লেগেছে। তিনি ভিন্ন ধরনের একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছে খুব নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং কি অনেক সময় ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে ইসরাত মিম আপুর কালারফুল ম্যান্ডেলা আর্ট টি দেখে আমার খুবই ভালো লেগেছে। আরো বেশি ভালো লেগেছে উক্ত পোস্টের চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ গুলো পড়ে। চমৎকার একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে প্রকাশ করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখতে এত সুন্দর ছিল। দুই দিকে দুই রকমের এমন ম্যান্ডেলা আর্ট দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর একটি ইউনিক ম্যান্ডেলা আর্ট ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 6 months ago 

ইসরাত মিম আপু অনেক সুন্দর করে কিন্তু এই আর্টটি সম্পন্ন করেছে, যেটা আমার ভালো লেগেছে দেখতে। সুন্দর করে তিনি এটা অঙ্কন করেছিল। আর ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেলে আনা হয়েছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43