Steemit Engagement Challenge-S8W5 | Funny Incident during a party or any event.

in Steem Fashion&Stylelast year

প্রিয় স্টিমিয়াম
আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে উপস্থাপন করবো আপনাদের মাঝে মজার একটি ঘটনা।

png_20230327_142051_0000.png

প্রথমেই ধন্যবাদ জানাই কমিউনিটির এডমিন প্যানেল সকলকে। কেননা তারা আমাদের মাঝে খুবই চমৎকার একটি প্রতিযোগিতা নিয়ে এসেছে যার মাধ্যমে আমরা মজার মজার ঘটনা গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। পুরনো দিনের সেই ঘটনা যদি আবারও মনে হয় তাহলে বেশ ভালই লাগে।

অবশ্যই আপনারা এই সুন্দর মজার ঘটনা কেউ মিস করবেন না। s8w5 প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকের পোস্ট। চলুন তাহলে পড়া শুরু করি।



IMG_20221119_134256_449.jpg

সময়টি ছিল ২০২২-১১-১৯ তারিখ। সেই দিন আমাদের বন্ধু রাকিব হাসান রামিম এর জন্মদিন।

ঘটনাটি ভালোভাবে বুঝার জন্য একটু পড়ুন।

আমরা সব বন্ধুরাই কলেজ হোস্টেলে থাকি। কেননা আমাদের দেশের বাড়ি কলেজ থেকে অনেক দূরে। তাই বাড়ি থেকে কলেজে আসা হয় না হোস্টেলেই অবস্থান করছি সবাই।

এদিকে সবাই তো সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে। সব বন্ধুরা এত দুষ্ট বলার মত নয়। যদি কোন বন্ধু ফেসবুকে ছবি ছাড়ে কিংবা কোন লেখা সেখানে অন্য বন্ধুরা গিয়ে 🤣🤣 রিয়েক্ট দিয়ে আসবে।

ঘটনাটি মজার তাই আরো একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন ফেসবুকে থেকে নিয়ে আসলাম স্ক্রিনশট।

Screenshot_20230327-132644.png
Screenshot_20230327-132725.png
Screenshot_20230327-132610.png
Screenshot_20230327-132624.png

শুধু রিয়েক্টেই শেষ নয়! সেই পোস্টের কমেন্টে বন্ধুর এমন এমন ছবি কমেন্ট করবে হাসতে বাধ্য, হা হা হা।



কেউ কারো বার্থডে এর কথা কাউকে বলবে না। কেননা রাকিব হাসান রামিম জানে বন্ধুরা কেমন। যদি জানতে পারে যে, বার্থডে আজকে অথবা মনে রাখে তাহলে সেই দিন খাওয়া দাওয়া মাস্ট দিতেই হবে না হলে উপায় নেই!

কিন্তু ওই দিকে ফেসবুক ব্যবহার করে সকলেই, বন্ধুরা ফেসবুকে উইশ করেছে। এদিকে রাকিব হাসান রুম থেকে বাহির হচ্ছে না। শুধু মেসেঞ্জারে ফেসবুকে কথা হচ্ছে।

সময়টি ছিল শীতের দিন। ঐদিন বেশ রোদ উঠেছে। সকালবেলা বললাম বন্ধু চলো পেট ভোজন করে আসি। তোমার বার্থডে উদযাপন করি। বন্ধু কোন মতেই রাজি হচ্ছে না।

আমরা বললাম তোকে ধরতে হবে বুঝতে পেরেছি। এইদিকে আমরা প্লান করেছি রাকিবের মাথায় ডিম এবং ময়দা মাখিয়ে দেব গোসল করে আসার পর।

যেমন প্ল্যান তেমন কাজ। শীতের দিন দুই দিন। পর তার জন্মদিনে গোসল দেওয়া হলো। যখনই গোসল দিয়ে হোস্টেলের সামনে হাঁটাহাঁটি করতেছে তখনই আমাদের সেই ডিম এবং ময়দা কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলো লুকাইয়া লুকাইয়া হাঁটতে লাগলাম তার পিছু পিছু।

যখনই কাছে গেছি তখনই বলতেছি বন্ধু বার্থডে উপলক্ষে কিছু খাওয়াবি না। যখনি বলল না রে বন্ধু এখন পকেট গরম নেই, তাই খাওয়াবো না তোদের। অমনি ধাপাধাপ মাথার উপর ডিম ভাঙতে শুরু করলাম এবং আটা-ময়দা মারতে শুরু করলাম।

IMG_20221119_134248_303.jpg

এত কষ্ট করে বন্ধু গোসল দিয়ে বাহির হয়েছে শীতের দিন। ভেবেছিল আরো দুই তিন দিন পর গোসল দেবো কিন্তু না একই দিনে দুইবার গোসল দিতে হচ্ছে।🤣🤣🤣

আমাদের কি দৌড়ানি 🕺🕺🕺! যার যার মত চতুর্দিকে ছুটে গেল। কাউকে ধরতে পেল না। একই তো মোটা মানুষ তাইতো দৌড়াতে পারছে না আমাদের সাথে। দূরে থেকে আমরা টিটকারি মারতেছি।

IMG_20221119_134257_912.jpg

কিছুক্ষণ যাওয়ার পরে বললাম বন্ধু চল একটু সেলফি উঠি। বলতেছে আয় তোদের লাঠি দিয়ে মাইর দেব। বললাম না বন্ধু এগুলোর দরকার নেই কিন্তু এখনো আছে হাতে।

একটু সান্ত্বনা দিলাম, আর একবার গোসল দে এরপর আর সাত দিনের মধ্যে গোসল দিবি না 😅। যাই হোক সেলফি ওঠার সময় সবাই পাশে ছিল না হাত মুখ ধুতে গিয়েছিল তখন ছবি তুলেছি। যে কারণে আর বন্ধুদের আপনাদের সাথে তুলে ধরতে পারলাম না।



এই ছিল জন্মদিনের উপলক্ষে মজার ঘটনা। ঐদিন বেশ আনন্দ করলাম। অবশ্যই আপনাদের মতামত জানার আগ্রহে বসে রয়েছি। আনন্দময় মজার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।



এত সুন্দর একটি প্রতিযোগিতায়, আমি চাই আপনারাও এখানে অংশগ্রহণ করুন। তাইতো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করার জন্য:- @dilialy @andrea89 @alicargofer


TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

Saludos, sin duda una historia muy divertida que siempre recordarán, además porque dejaron la evidencia je je je je je je las fotos son geniales para poder mostrar a nuestros amigos y familiares y poder contar estás anécdotas divertidas .

Gracias por compartir con nosotros

Mucho éxito para tl.

 last year 

Realmente fue un momento muy divertido para mí. Gracias por enviar sus comentarios.

 last year 

You could have done something more lovely for his birthday than this damn thing. While it's good for you, he doesn't feel the same way. It might be regarded as harassment. Good luck with the contest.
"!uvf_info"

 last year 

Of course you are right it is not true at all. We are all friends so we did it as a bit of fun but at night we had a proper birthday dinner. From now on, I will definitely take care of this aspect. Thanks for enlightening me with proper advice.

 last year 

We appreciate you taking my advice. Your good character is evident in this.
Have a good day.
"!uvf_info"

 last year 

I really thank you very much🥰

 last year 

👌👌

 last year 

Thank you for sharing this funny story with us, which reminded me of my university days and what happens in sleepovers from pranks between us. I think it will remain memories between you, and it is nice that you trusted it on the platform so that you can return to it after years and you will laugh again even more than now.

 last year 

Thanks for giving me your nice valuable feedback.

 last year 

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts, and good comments anywhere, with any tags.

PicsArt_03-04-10.27.16.jpg
Curated by :@sualeha

 last year 

Thank you for your attention 😊

 last year 

hallo,

You have shared the fun facts of a very beautiful show In fact, this is exactly what is done on birthdays in many places. For our friend's birthday, we had planned in advance that we would ghost the friend with eggs and flour, which we did, and it was a lot of fun. You also shared a very interesting birthday story Thank you for your participation. Wish you success. Good luck to you.

Best retards @shohel44

 last year 

Yes, I think the same, it seems that everywhere they celebrate like this and have fun.
Thanks for your attention and comments.

Loading...
 last year 

A funny one indeed, it's so amazing to see matured men run around, been chased by his old friends. This is the joy of having reasons and lovely friends that always gat your back.

Celebration of one birthday is a very special event that cannot be ignored or underestimated, so therefore is expected to make it a lovely and memorable one

 last year 

Thanks for reading and rating my post completely.

 last year 

Greetings your post has been supported by our official community account @hive-126193. To get more information about our community, visit our community introduction post click here. To get further knowledge join our Official discord channel of Steem fashion & style link here

footer.png

Subscribe and Join our community

 last year 

thank you

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56769.47
ETH 2402.64
USDT 1.00
SBD 2.30