Better life steem||The diary game|| 11th December

in Incredible India11 months ago

Picsart_23-12-11_18-14-06-274.jpg

হ্যালো বন্ধুরা ,,

আশা করি সবাই ভালো আছেন ? আমিও বেশ ভালোই আছি ৷ আর আজকে সোমবার হয়তো সবার অনেক ভালো কেটেছে আমার ও আজকের দিনটা খুব ভালোই কেটেছে ৷ তাহলে চলো শুরু করা যাক আজকে আমার কার্যক্রম গুলো ৷

সকাল বেলা

IMG_20231211_143950.jpg

আজকে আমি সকাল ৭.৩০ মিনিটে ঘুম থেকে উঠি কারন আজকে অনেক কাজ রয়েছে আর কাজ গুলো খুব তারাতারি সেরে ফেলতে হবে ৷ তাই আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নেই ৷ বাড়িতে কোন কিছু নাস্তা না থাকার কারনে আমি সোজা চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটি দোকানে সেখানে সেখানে আমি একটি রুটি তারপর এক কাপ চা খেয়ে নিলাম ৷ তরপর দোকান থেকে সোজা বাড়ি চলে আসি ৷ কারন কাজের জন্য ভাত অনেক দেরীতে হবে ৷

IMG_20231211_144017.jpg

আমি আর বাড়িতে দেরী না করে সোজা চলে আসলাম ধান মাড়াই করতে এগুলো আমাদের ধান আজকে মাড়াই করবো ৷ আপনারা যে মেশিন টা দেখতেছেন এই মেশিন কে আমরা বঙ্গা বলে থাকি ৷ হঠাৎ করেই এই গাড়িটির একটি ব্যায়ারিং ভেঙ্গে যায় যার কারনে স্টার্ট দিতে একটু দেরী হচ্ছে ৷

প্রায় ১০ টা বেজে গেলো তারপর গাড়ি ঠিক করা হলো ৷ তারপরেই গাড়িটি স্টার্ট করে দেওয়া হলো তারপর ধান মাড়াই করা শুরু হয়ে গেলো ৷ আমি আর আমার বাবা ছিলাম সেখানে আমি বস্তা ধরেছি আর আমার বাবা ধান গুলো নিয়ে বস্তার মধ্যে রাখতেছে ৷ অবশেষে ১২ টা বেজে ধান মাড়াই করা শেষ হয়ে গেলো ৷

তারপর চারদিকের ছিটিয়ে যাওয়া ধান গুলো আমরা একখানে করে বস্তায় ভরে রাখলাম ৷ অবশেষে দেখলাম আমাদের ৩২ টির মত বস্তা ভরে গেছে ৷ আর ৩২ টি বস্তায় কমপক্ষেও ৪২ মণ এর মত ধান হয়েছিল ৷ সাধারনত এগুলো আধিয়ারী জমি ছিলো যার জন্য ধান এবং খড় গুলো দুই ভাগ করতে হবে ৷ তারপর আমরা ধান গুলো দুই ভাগ করে নিলাম আর ধান আমরা পেলাম ২১ মণ করে ৷

দুপুর বেলা

IMG_20231211_143902.jpg

কাজ করতে প্রায় ২ টা বেজে যায় তারপর আমি বাড়ি চলে আসি দুপুরের খাবার খেতে ৷ আর দুপুরের খাবার ছিল লাফা শাক আর শুটকি আর আলু একসাথে ভাজি করা হয়েছিল ৷ এগুলো দিয়েই আমি দুপুরের খাবার টা সেরে ফেলি ৷ খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম ৷ তারপর আবার চলে গেলাম ধানের বস্তা গুলো বাড়ি নিয়ে আসলাম ৷ তারপর কাজ শেষ করে ফ্রেশ হয়ে খুব ক্লান্ত লাগছিলো তারজন্য বিকেল ৪ টার দিকে একটু ঘুমিয়ে পড়ি তারপর ঘুম থেকে উঠে দেখি ৫ টা বেজে গেছে তারপর একটু হাটাহাটি করে নিলাম ৷

IMG_20231211_181206.jpg

রাতের বেলা

রাতের খাবার খেয়েছিলাম আমার কাকুর বাড়িতে কারন তাদের কাজে একটু সাহায্য করেছিলাম তাই জন্য রাতের খাবার টা তাদের বাড়িতেই সেরে ফেললাম ৷ রাত প্রায় ৭.৩০ মিনিট বেজে গেলো তারপর আমি আমার রুমে চলে আসলাম ৷

রুমে এসে আজকের সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করলাম ৷ জানি না কেমন হলো আজকেই আমার প্রথম ডায়েরী গেম লেখা আপনাদের মাঝে উপাস্থাপন করলাম ৷

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
THE END
Sort:  
 11 months ago 

আপনার সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালেই ঘুম থেকে উঠেছেন।কিন্তু কোন নাস্তার ব্যবস্থা নাই দেখে বাহিরে যেয়ে নাস্তা করে নিলেন। এরপর ধান মাড়াই এর জন্য বঙ্গা নামক গাড়িটি আপনাদের বাড়িতে আসলো। নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু দেরি হলো। এরপরে আপনারা বাবা ছেলে মিলে ধান গুলো মাড়াই করে নিলেন। এরপর ধানগুলোকে দুই ভাগ করে নিলেন আপনাদের ভাগে প্রায় একুশ মন ধান পড়ল। অতঃপর দুপুরের খাবার খেয়ে আপনি একটু বিশ্রাম নিয়ে ধানগুলো ঘরে নিয়ে আসলেন। এরপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন।সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় আবার আপনি আপনার কাকার বাসায় তাকে কিছু কাজে সহযোগিতা করলেন।আপনি আবার তার ওখান থেকে রাতের খাবার খেয়ে আসলেন। সব মিলিয়ে অত্যন্ত ব্যস্ততার সহিত আপনি আপনার দিনটি পার করলেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমার পোস্ট টি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷


☃❄🎄This is a manual curation from the @tipu Curation Project.☃❄🎄
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 11 months ago 

Thank you for your support 🙏

 11 months ago 

Thank you so much dear 🙏🌺

 11 months ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আজ আপনি সকাল বেলা ৭:৩০ মিনিটে ঘুম থেকে উঠে গিয়েছেন কারণ আপনার আজকের অনেক কাজ ছিলো এবং আপনি সকালে বাসায় নাস্তা না করে আপনার বাড়ির পাশে একটি দোকানে গিয়ে রুটি এবং চা দিয়ে নাস্তা শেষ করেছেন। এবং আপনি ধান মাড়াই করার জন্য চলে গেলেন। এবং রাতে আপনার কাকুর বাসায় খাওয়ার কথা ছিলো কারণ তার কাজে আপনি একটু সহযোগিতা করেছিলেন।আজ আপনি সারাটা দিন অনেক ব্যস্ততার ভিতরে পার করেছেন আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে।

 11 months ago 

হুম ভাই বর্তমান সময়ে একটু কাজের ঝামেলায় দিন পার হচ্ছে আর কয়েকদিনের ভিতরেই কাজ শেষ হয়ে যাবে ৷ তারপর আবার কাজ ৷যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে মতামত প্রকাশ করার জন্য ৷

 11 months ago 

বর্তমানে সব জায়গায় ধানের কাজ চলছে। আর মাঝে বৃষ্টি হওয়ার জন্য প্রতিটি মানুষের বেশি কষ্ট করতে হচ্ছে।। বাড়িতে কাজ থাকার জন্য আপনি খুব সকালে ঘুম থেকে উঠেছেন এবং ধান মাড়াই করতে জমিতে চলে যান।। বেশ অনেক সময় ধরে কাজ করেছিলেন আজকে।।

আরেকটু দিনে কার্যকলাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 11 months ago 

হুম ভাই আজকে থেকে কাজ শেষ করলাম নিজেকে অনেক ফ্রি লাগতেছে ৷ যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভাবে মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন 🙏

 11 months ago 

আপনার সারাদিনের প্রতিটি কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি খুবই ব্যস্ত সময় পার করছেন। এখন ধান মাড়াই করে ঘরে তোলার মৌসুম চলছে। আসলে এই সময়টাতে ভীষণ ব্যস্ত সময় পার করতে হয়। বিশেষকরে যাদের জমিতে ফসল থাকে। আপনার পোস্ট পড়ে দেখলাম আপনিও ধান মাড়ায়ে মনোনিবেশ করেছেন দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে ধানগুলো বস্তা বন্দি করে রে আবার বাড়িতে নিয়ে এসেছেন। বোঝাই যাচ্ছে বর্তমান সময়ে আপনার ওপর দিয়ে ভীষণ ধকল যাচ্ছে। যাইহোক ভাই, নানান ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের মাঝে এমন সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আবারো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সারাদিনের কার্যকলাপ তুলে ধরার জন্য। আপনি আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছেন।এরপর ধান মাড়াইয়ের কাজে সাহায্য করেছেন। ধানের কাজ অনেক কষ্টসাধ্য আমি জানি। আমি জীবনে একবারই কিছু সময় এই কাজ করেছিলাম বাড়ির উঠানে। ধান গায়ে লাগলে গা চুলকায় অনেক।যাইহোক এরপর রাতে চাচার বাসায় ডিনার করেছেন।আপনার দিনটি সুন্দর কেটেছে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 11 months ago 

আপনি অনেক ব্যস্ততার মধ্যে দিন করেছেন। আপনার সারাদিনের কার্যালিপি আমাদের মধ্যে শেয়ার করেছেন।সকালবেলা ঘুম থেকে খুব সকালে উঠেছেন সকালের নাস্তা করেছেন। আপনার ধান মাড়াইএর মেশিন নষ্ট হয়ে গেল ছিল সেটা ঠিক করে আবার ধান মাড়িয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

হুম ভাই আজকে থেকে কাজ শেষ করলাম এতদিনে অনেক চাপের মাঝখানে ছিলাম ৷ যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...
 11 months ago 

আপনার আজকে খুব ব্যস্ত একটা সময় পার করেছেন তবে ভালো লাগলো আপনি আপনার বাবার কাজে সাহায্য করেছেন,, প্রতিটি সন্তানেরই এমন হওয়া উচিত বাবা-মায়ের কাজে গিয়ে সাহায্য করা উচিত।

এরপরে দুপুরে খাবার খেয়েছেন, লাফা শাক দিয়ে এই নামটা আমি প্রথম শুনলাম আর দেখলে হয়তো চিনতে পারি। ভালো লাগলো নতুন নাকি শাকের নাম শুনে এরপরে আপনার শরীর ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছেন।

 11 months ago 

আমার পোস্ট টি খুব মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷ দিনটি আপনার শুভ হোক ৷

 11 months ago 

😊

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আর তা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের পোস্ট এর ভিতরে আমার সব থেকে ভালো লাগলো সকাল বেলার দৃশ্য টা। শীতের দিনে সকাল বেলা টাই সব থেকে বেশি সুন্দর লাগে। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 11 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷ দিনটি আপনার শুভ হোক ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75643.59
ETH 2724.77
USDT 1.00
SBD 2.50