কদম ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India3 months ago

IMG_20240604_163018.jpg

HELLO FRIENDS,,

সবাই কেমন আছেন ? আশা করি অনেক ভালো আছেন ৷ অনেক দিন পর আপনাদের মাঝে পোস্ট করতে হাজির হলাম এর বেশ কিছু কারণ আছে গত দুই দিন থেকে ঝড় বৃষ্টির কারণে দুই দিন ধরে কারেন্ট ছিলো না ৷ আজকে সকাল বেলা কারেন্ট এসেছে আমাদের গ্রামে ৷

যাই হোক চলে আসলাম আপনাদের মাঝে কদম ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ সাধারনত কদম ফুল সবার একটি সুপরিচিতি একটি ফুল ৷ আর এই কদম ফুল গ্রাম অঞ্চলে খুবই দেখা যায় ৷ আর এই কদম ফুল বিশেষ করে আষাঢ় মাসে মানে বর্ষাকালীন সময়ে এই কদম ফুল গুলো ফুটে থাকে ৷

আমি আজকে সকাল বেলা আমাদের বাড়ির পাশে একটি ছোট কদম গাছ থেকে কদম ফুল গুলো ফটোগ্রাফি করেছি ৷

আর এই কদম ফুল নিয়ে আমাদের ছোট বেলায় অনেক স্মৃতি রয়েছে ৷ আমরা যখন খুব ছোট ছিলাম তখন কদম ফুল গুলো গাছে দেখতে পেতাম মনে খুব ইচ্ছে জাগে কদম ফুল গুলো গাছ থেকে পারতে ৷ কিন্তু আমরা তখন গাছে চড়তে পারি না এর জন্য অনেক কান্না করতাম ৷ তখন আমাদের বাবা মা অথবা দাদা দাদী গুলো আমাদের কান্না দেখে কদম ফুল গুলো গাছ থেকে পেরে দিতো ৷

আর যখন আমরা কদম ফুল গুলো হাতে পেতাম সাথে সাথে কান্না থেমে যেত আর অনেক খুশি হতাম ৷ তারপর ফুল গুলো দিয়ে আমরা সবাই মিলে খেলা ধুলা করতাম ৷ তারপর কদম ফুলের মালা গেথে সবাই মিলে গলায় পরতাম ৷ আবার অনেক সময় এই ফুল গুলোর জন্য একজন আরেকজনের সাথে ঝগড়া মারামারি করতাম ৷

আর বর্তমান সময়় এই ফুল গুলো দেখলে শুধু দেখতেই মন চায় আর ছোট বেলার স্মৃতি গুলো মনে পরে যায় ৷

IMG_20240604_163054.jpg

IMG_20240604_163036.jpg

এই কদম ফুলটি দেখতে গোলাকার আর হলুদ সাদা রঙ মিলিত এই কদম ফুল ৷ কদম ফুলের বেশ সুবাস রয়েছে এই সুবাস দিনের মধ্যে পাওয়া না গেলেও রাতের মধ্যে হালকা বাতাসে এই কদম ফুলের ঘ্রান নাকের মধ্যে চলে আসে ৷

তবে এই কদম গাছে কেউ উঠবেন না কারণ কদম গাছ খুবই একটি নরম জাতীয় গাছ ৷ যারা না বুঝে কদম গাছের খুব আগালে উঠবে হয়তো মারাত্নক একটি দূর্ঘটনা ঘটতে পারে ৷ আর এই রকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে তাই সবাইকে সতর্ক করে দিলাম ৷

কদম গাছের কাঠ দিয়ে কোন ধরনের ফার্নিচার তৈরি করা হয় না শুধু এগুলো কাঠ জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপর বিল্ডিং তৈরি করার জন্য এই কদম গাছের কাঠ গুলো ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপর এই কাঠ গুলো দিয়াশালাই তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷

IMG_20240604_163120.jpg

IMG_20240604_163155.jpg

কদম ফুল গুলো বেশী দিন পর্যন্ত থাকে না বর্ষার শেষে এই ফুল গুলো গাছ থেকে ঝরে পরে যায় ৷ আবার অতিরিক্ত বর্ষার কারণে কদম ফুল গুলো পঁচে যায় যার কারণে খুব তারাতারি ফুল গুলো পঁচে যায় আর গাছ থেকে ঝরে পরে যায় ৷

IMG_20240604_163139.jpg

তো বন্ধুরা আজকে এই ছিল আমার কদম ফুলের ফটোগ্রাফি ৷ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ ভালো থাকবেন সকলে ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 3 months ago 

কদম আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটা, যদিও সকল ফুলই পছন্দ করি। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ। আপনার বাড়ির পাশ থেকে একটা কদম ফুল গাছ থেকে এই ফটোগ্রাফিগুলো করেছেন। কদম ফুল নিয়ে নিজের কিছু স্মৃতিও শেয়ার করেছেন আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

হুম ফুল গুলো দেখতে অনেক সুন্দর তবে দুঃখের বিষয় এই কদম ফুল গুলো দীর্ঘদিন থাকে না খুব অল্প সময়ের মধ্যে ঝরে পরে যায় ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

আমার পছন্দের একটি ফুল কদমফুল। ছোট বেলায় আমরাও এটি দিয়ে খেলাধূলা করতাম। উপরের পাপড়ি গুলো উঠিয়ে নিলে সুন্দর বলের মতন হয়ে যায়। দুঃখের বিষয় এই ফুলটি আমাদের মাঝে বেশী সময় থাকে না। দ্রুতই এর সিজন শেষ হয়ে যায়। কদম গাছ নরম প্রজাতির। যদিও আমি কখনো উঠিনি। কিন্তু তারপরও আপনার কথা মাথায় রাখবো যে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আপনার ফটোগ্রাফিগুলো সুন্দর হয়েছে। ভালো থাকবেন।

 3 months ago 

হুম ভাই অনেক খেলাধুলা করতাম ৷ আর বিশেষ করে এই কদম গাছে না উঠাই ভালো এই গাছের ডাল খুব নরম সহজেই ভেঙ্গে গিয়ে একটি বড় দূর্ঘটনাও ঘটতে পারে ৷

 3 months ago 

কদম ফুল আমাদের সবার পরিচিত বলে আমার মনে হয়, বিশেষ করে কদম ফুল কিন্তু আমার অনেক পছন্দের একটি ফুল, ছোটবেলায় আমাদের স্কুলের সামনে একটি কদম ফুল গাছ ছিলো। যেখান থেকে আমি প্রায় কদম ফুল পেড়ে হাতে করে নিয়ে বাড়ি আসতাম। কিন্তু তখন হয়তোবা বুঝতাম না ফুল হাতে মানায় না ফুল গাছের জিনিস গাছে সৌন্দর্য বেড়ে ওঠে।

যাইহোক আজকে আপনার পোষ্টের মাধ্যমে কদম ফুল দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো। এবং আপনি খুবই সুন্দর ভাবে কদম ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন এবং তার বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 3 months ago 

ঠিক বলেছেন ভাই ফুল গাছের সৌন্দর্য গাছেই মানায় হাতে নয় ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 3 months ago 

Thank you for your suport ✔🧡

 3 months ago 

সত্যিই বলতে কদমফুলের ফটোগ্রাফি গুলো চোখ ধাধানো সুন্দর হয়েছে। কদম ফুল যে এতো সুন্দর একটা ফুল যেটা কাছে থেকে না দেখলে মানুষ সহজে বুঝতে পারবে না।আপনি কদম ফুলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 months ago 

হ্যা ভাই কদম ফুলের সৌন্দর্য বেশ চমৎকার আমাদের বাড়ির পাশে একটি ছোট কদম গাছ থেকে এই ফুল গুলো সংগ্রহ করেছি ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...
    • Congratulations: This publication was selected for the daily Top 5 macro photography of Jun/05/24; Community Steem Lens
 3 months ago 

Thank you so much 🙏

 3 months ago 

আপনারা কদম ফুলের ফটোগ্রাফিটা ও সুন্দর লাগছে। ছোটবেলায় কদমফুল নিয়ে কত খেলা করেছি। কিন্তু এখন বাড়ির আশেপাশে আর কদম গাছ দেখা যায় না । ফুল লও দেখা যায় না। আপনার কদম ফুল দেখে আমার ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 3 months ago 

খুবই ভালো লাগলো অনেক দিন পরে কদমফুল দেখলাম এবং পোস্ট পড়ে সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম।
কারণ যখনই এই কদম ফুলের সময় আসতে তখন আমরা কদম ফুল ছিড়ে খেলা করতাম রান্না করতাম এই ফুলের পাপড়ি দিয়ে অনেক আনন্দ এবং স্মৃতি জড়িয়ে আছে কদম ফুলের সাথে মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হ্যা আপু ছোটবেলায় এই কদম ফুল নিয়ে অনেক খেলা করতাম ৷ তারপর ফুলের মালা গেথে গলায় পড়তাম ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

বর্তমান হল কদম ফুলের সিজন। গ্রামের সবগুলো গাছেই কদম ফুল ফুটেছে। সত্যি কদম ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। কদম ফুলের যদিও কোন সুগন্ধ নেই। তবুও হাতের মধ্যে পাপড়ি গুলো নিয়ে খেলতে খুব ভালো লাগে। ছোটবেলায় কতই না কদম গাছে ঢিল দিয়ে কদম ফুল পেরেছি।
সত্যি আপনার কদম ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59527.28
ETH 2462.24
USDT 1.00
SBD 2.49