বথুয়া শাকের ফটোগ্রাফি !!

in Incredible India7 months ago

IMG_20240126_182508.jpg

নমষ্কার বন্ধুরা,,

আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বথুয়া শাকের ফটোগ্রাফি ও তার উপকারিতা ৷তাহলে চলো শুরু করা যাক ৷

এই শাকের নাম হলো বথুয়া শাক ৷ আমি এবং আমাদের গ্রামের মানুষজন সেই আদিম যুগ থেকেই এই শাক গুলোকে বথুয়া শাক নামে চিনে থাকে ৷ সাধারনত এই শাক গুলো এখন চাষ করে থাকে কিন্তু আগেকার সময়ে তখন কোন ধরনের চাষ করে নি নিজে থেকেই অন্যান্য শাকসবজীর ভিড়ে এই বথুয়া শাক উঠতে দেখা যায় ৷

আমরাই অনেক আগের সময়ে এই বথুয়া শাক গুলো তুলে এনে শাক হিসেব রান্না করে খেয়েছি ৷ অনেক স্বাদ রয়েছে এই বথুয়া শাকের মধ্যে ৷ তারপর দেখা যায় যেই জমিতে একবার বথুয়া শাক জন্ম নিবে তারপর থেকে প্রতিবছর শীতকালীন সময়ে এই বথুয়া শাকের দেখা মিলবে ৷ আমরা জানতে পেরেছি এই বথুয়া শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ৷

অনেকে এই শাক কে জংলি শাক মনে করে খায় না এবং কি অনেকেরই এই শাক খাওয়ার রুচি হয় না ৷ তবে আমার কাছে এই শাকের ঘ্রান টা অনেক ভালো লাগে ৷ হয়তো অনেকেই এই বথুয়া শাক গুলো খেয়েছেন আর যারা খেয়েছেন তারা হয়তো ভালোই বলবে ৷

IMG_20240126_182646.jpg

আমি অনেক দিন যাবৎ ধরে হাটে বাজারে ঘুরি তখন প্রায় দেখতে পাই এই বথুয়া শাক বিক্রি করতে ৷ কারন এই শাক গুলো কোন কোন এলাকায় দেখা যায় না ৷ যার জন্য অধিকাংশ মানুষ এই শাক খাওয়ার জন্য খোজ করে থাকে ৷ আবার অনেকে বাজার থেকে কিনে এনে এই শাক গুলো রান্না করে খায় ৷

আমার দেখামতে বা জানামতে শহরের অধিকাংশ মানুষ এই শাক গুলো চোখে পড়লে কিনে নিয়ে যায় ৷ কারন এই শাকের স্বাদের পাশাপাশি অনেক উপকারিতাও রয়েছে ৷ যারা আমরা অধিকাংশ মানুষ এখনো বুঝে উঠতে পারি নাই ৷

তাহলে চলো জেনে নেওয়া যাক বথুয়া শাকের কিছু উপকারিতা,,

IMG_20240126_182609.jpg

বথুয়া শাকের উপকারিতা
  • এই বথুয়া শাক যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারন এই বথুয়া শাক খেলে ডায়াবেটিস খুব তারাতারি নিয়ন্ত্রনে চলে আসে ৷

  • তারপর এই বথুয়া শাক প্রোটিন খনিজে ভরপুর থাকে যেগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷ তারপর যাদের চুল পড়তে দেখা যায় বা খুব চুল পড়ে তাদের জন্য এই বথুয়া শাক অনেক উপকারে আসবে ৷

  • তারপর শরীরের হার্ট সুস্থ রাখতে সহায়তা করে এবং রক্তচাপ তাপমাত্রা নিয়ন্ত্রনে আনতে সাহায্য করে থাকে ৷ তাছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ এবং রোগবালাই সারাতে সাহায্য করে থাকে ৷

  • কিডনি সুস্থ রাখতে সহায়তা করে থাকে ৷ তারপর হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ৷ পুরাতন আমাশয়ের জন্য এই বথুয়া শাক অনেক কার্যকারিতা করে থাকে ৷ পেটের অসুখ সহ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে ৷

অপকারিতা ,,

এই বথুয়া শাকের কোন অপকারিতা দিক নেই ৷ আপনারা নিঃসন্দেহে এই বথুয়া শাক খেতে পারেন ৷ এতে করে শরীরের অনেক উপকারিতা পাবেন ৷

IMG_20240126_182544.jpg

তো বন্ধুরা আজকে এই ছিল বথুয়া শাক নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা ৷ আমার ব্লগ টি মনযোগ সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

THE END
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 7 months ago 

বথুয়া এই শাক আমাদের এখানে তেমন একটা দেখা যায় না। আমি কখনোই দেখিনি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমেই দেখতে পেয়েছি। আপনি আবার উপকারিতা সম্পর্কেও আলোচনা করেছেন। অবশ্যই প্রত্যেকটা জিনিসের উপকারিতা এবং অপকারিতা দুইটা জিনিস রয়েছে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

হুম আপু অযত্নে বেড়ে উঠে এই বথুয়া শাক গুলো ৷ আর খেতেও ভারি মজা আমরা আবার এই গুলো শাক দিয়ে পেল্কা বা ছেকা খেয়া থাকি অনেক ভালো লাগে আপু ৷ একবার খেয়ে দেখবেন যদি চোখে পড়ে এই বথুয়া শাক গুলো ৷ ধন্যবাদ আপু 🧡

 7 months ago 
  • বুথয়া শাক,
    প্রত্যেক টা জিনিসই একা অঞ্চলে একেক নামে পরিচিত থাকবে এটাই স্বাভাবিক। আমাদের অঞ্চলে এই শাক টা বালিয়া শাক নামে পরিচিত। তবে আপনাদের অঞ্চলে যে নামে ডাকা হয় ওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে।

  • বুথয়া শাক, আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমরা অনেক টাকা দিয়ে এন্টিবায়োটিক ওষুধ গুলো কিনে খাই ।তবে, এর পরিবর্তে যদি এরকম ধরনের পুষ্টিকর এবং ক্যালরিযুক্ত শাক
    খাওয়া যায় এতে শরীরের জন্য আরও বেশি ভালো হয় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু আমরা টাকা পয়সা খরচ করে অনেক ঔষুধ কেনার পরও অনেক সময় দেখা যায় ঔষুধ ও কাজ করতে চায় না ৷ তার পরিবর্তে এই ধরনের পুষ্টিকর খাবার খেলে হয়তো অনেক উপকার পাবো আমাদের শরীরের জন্য ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...
 7 months ago 

ছোট বেলা থেকেই এই শাকের সাথে পরিচিত আমি।আমাদের বাড়িতে দেখতাম এক বৃদ্ধা মহিলা নিয়মিত শাক দিয়ে যেত।তার শাকের মাঝে এই শাকটাও থাকতো। কিন্তু আমার শশুড় বাড়িতে আবার এই শাকটা খেতে দেখতাম না।
কিন্তু ব্যাক্তিগত ভাবে এই শাকটা ভালো লাগার একটা শাকের মাঝে পরে।
এই শাক নিয়ে এত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

বধুয়া শাক দিয়ে আমার এলাকায় বিঝ্যাত একটি রান্না হয়, নাম পেল্কা। ভীষণ মজার একটা খাবার। এই শাকের ভরতাও অনেক মজার। তবে আজকে আপনার পোস্ট পড়ে এই শাকার অনেক ওষধি গুণাগুণ জানতে পারলাম। ধন্যবাদ ভাই।

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 7 months ago 

আপনি আপনার প্রতিটা পোস্ট অনেক তথ্যবহুল ভাবে সাজান। অনেক না জানা তথ্য জানতে পারি আপনার পোস্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।।।

 7 months ago 

হ্যা ভাই আমি চেষ্টা করি আমার সাধ্যমত আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য ৷ ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 7 months ago 

আপনার জন্য শুভকামনা রইল।।

 7 months ago 
  • আপনার বথুয়া শাকের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে।এই শাক গুলো খেতেও খুব সুস্বাদু লাগে। আমাদের এলাকায় এই শাক গুলো বিভিন্ন ধরনের সবজি বাগান গুলোকে খুব সুন্দরভাবে জন্মাতো। সবাই মিলে ঝুড়ি ভরে নিয়ে আসতাম।এই শাক গুলো দেখে আমার শৈশব স্মৃতির কথা মনে পড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
 7 months ago 

হুম দিদি আমরা যখন ছোট ছিলাম আমরাও যেতাম আর তুলে বাড়িতে নিয়ে আসতাম ৷ তবে শাক গুলো আসলেই অনেক টেষ্টি খেতে ৷

 7 months ago (edited)
  • আসলে ই এই শাকগুলি শীতকালে পাওয়া যায় আর বিভিন্ন সবজি বাগানে এই শাকগুলি এমনিতেই হয় ।চাষ করতে হয় না। খুব সুস্বাদু খেতে।
 7 months ago 

হুম দিদি এই শাক অনেক পুষ্টিকর

 7 months ago 
  • এখন সারা বছরই বথুয়া শাক পাওয়া যায়। তবে শীতকালের সবজি বাগানে যেসব শাক হয়। ওইটা খেতে খুব ভালো লাগে। আমার তো অনেক পছন্দ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বতুয়া শাক সবার পরিচিত একটি শাক। এই শাক যদিও সব সময় পাওয়া যায় না শুধু এরকম শীতের সময় হয়ে থাকে । বিশেষ করে আলুর জমির ক্ষেতে তারপর গমের ক্ষেতে এরকম জমির খেতেই বেশি এই বতুয়া শাক হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

এই শাক ফসল জমিতে সবচাইতে বেশি হয়ে থাকে।। আর এই শান্তকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।। একদিন সন্ধ্যায় আমার সমবয়সী অনেক বন্ধুরা মিলে গিয়েছিলাম আর সেখানে যেয়ে ঝগড়া করেছিলাম।।

খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে আর ছোটবেলার কথা মনে পড়ল।।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 7 months ago 

এই শাক আমি আমাদের গ্রামে অনেক দেখেছি কিন্তু এর নাম কি আমি জানতাম না আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এই শাকের নাম বুথয়া শাক এবং এই শাকের কিছু উপকারিতা উল্লেখ করেছেন দেখে আরও বেশি আনন্দিত আমি শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58495.14
ETH 2461.74
USDT 1.00
SBD 2.36