জাম্বুরা ফল

in Incredible Indialast year

IMG_20230720_180928.jpg

হ্যালো বন্ধুরা ,,,

চলে আসলাম আজকে আপনাদের মাঝে জাম্বুরা ফল নিয়ে ৷ আর এই জাম্বুরা গাছ আমাদের সবারই বাড়িতে কম বেশি রয়েছে ৷ এই ফলের বেশ চাহিদাও লক্ষ্য করা যায় আমাদের দেশে ৷ এই জাম্বুরা ফল লম্বা দানাদার সবুজ খোসাযুক্ত ফল এই জাম্বুরা ৷ আর এই জাম্বুরা ফলে প্রচুর পরিমাণে রস রয়েছে ৷ তাছাড়াও অনেক সুস্বাদু এবং তার সাথে কিছু ঔষুধি গুনাগুন ও রয়েছে ৷

এই জাম্বুরা ফল যেমনি টক তেমনি মুখরোচক একটি ফল ৷ বর্তমান সময়ে এই জাম্বুরা ফল হয়ে থাকে ৷ আর বিশেষ করে জাম্বুরা একটি গ্রীস্মকালীন ফল এবং শীতকাল সময়ে মাঝে মাঝে পাওয়া যায় বলতে গেলে সারাবছরে পাওয়া যায় ৷ বর্তমান সময়ে প্রচুর রোদ আর প্রচুর গরম থাকায় দুপুরে বেশীরভাগে মানুষেরই অলসতা অনুভব করে থাকে ৷ এই সময়ে এই জাম্বুরা ফল কেটে লবণ , শুকনো মরিচ , ষরিষার তৈল , চিনি দিয়ে এই জাম্বুরা ফলের ভর্তা অনেক সুস্বাদু হয়ে থাকে ৷ তাছাড়াও বড় বড় শহরে এই জাম্বুরা ফলের ভর্তা কিনতে পাওয়া যায় ৷

IMG_20230720_181007.jpg

IMG_20230720_181137.jpg

IMG_20230720_181112.jpg

IMG_20230720_181052.jpg

জাম্বুরা ফলের বেশ কিছু উপকারিতা:ঃ

👉 সাধারনত জাম্বুরা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ৷ তারপর যাদের খাবার হজমে সমস্যা দেখা দেয় বা পেট সব সময় ফাঁপা ফাঁপা ভাব থাকে কারনে অকারনে পেটের প্রচুর ব্যাথা থাকে তারা সাধারনত কয়েকদিন পর পর এই জাম্বুরা ফল খাবেন ৷ দেখবেন এই ধরনের সমস্যা গুলো থেকে আপনারা অনেকটা রেহাই পেয়ে যাবেন ৷

👉 আমাদের শরীরের হার্ট সুস্থ রাখতে সাহায্য করে থাকে কারন জাম্বুরাতে ভিটামিন সি রয়েছে আর সাধারন ভিটামিন সি হার্ট সুস্থ রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জাম্বুরা ফল ৷ তারপর দেখা যায় অশ্বরোগ প্রতিরোধে এই জাম্বুরা ফল খুবই উপকারিতা রয়েছে ৷

👉 তার সাথে আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রন করতে সাহায্য করে থাকে এই জাম্বুরা ফল ৷ তারপর এই জাম্বুরা ফল খেলে অতি সহজে ক্ষুদা লাগবে না ৷

👉 যাদের পানি শূন্যতা রোগ রয়েছে তাদের জন্য এই জাম্বুরা ফল বেশ উপকারি ৷ তারপর ক্যান্সার প্রতিরোধে বেশ উপকারিতা রয়েছে ৷ তারপর আমাদের মুখের মাড়িতে নানা ধরনের রোগ দেখা যায় সাধারনত এই সব রোগের জন্য এই জাম্বুরা ফল বেশ গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য ৷

👉 আমাদের শরীরে নানা ধরনের ছোট বড় ক্ষত হয়ে থাকে ৷ আর সেই ক্ষত সারাতে জাম্বুরা ফল অনেক উপকারে আসে এবং সেই ক্ষত গুলো খুব তারাতারি সেরে যাবে ৷ তারপর শরীরে থাকা জ্বর কম বেশি সবারই থাকে সেই জ্বর জাম্বুরা ফল খেলে জ্বর খুব সহজেই চলে যাবে ৷ কারন জাম্বুরাতে রয়েছে ভিটামিন সি আর বিশেষ করে ভিটামিন সি আমাদের শরীরের জন্য নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্যে করে থাকে ৷

IMG_20230720_181213.jpg

IMG_20230720_181157.jpg

IMG_20230720_181232.jpg

কেমন হয়েছে জানি না ৷ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 last year 

সত্যি কথা বলতে ভাই এই জাম্বুরা ফল আমার কাছে অনেক বেশি ভালো লাগে! কিন্তু সমস্যা হচ্ছে,, এর খোসা ছাড়াতে গিয়ে আমার অনেক সমস্যা হয়।

আজকে দেখলাম আপনি জাম্বুরা ফলের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন! আসলে এগুলা সম্পর্কে আমি এতটা অবগত ছিলাম না! আপনার পোস্ট থেকে জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, জাম্বুরা ফলের ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন

 last year (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 last year (edited)

আপনি তো বেশ জাম্বুরা ফলের ফটোগ্রাফির পাশাপাশি জাম্বুরা ফলের উপকারিতা শেয়ার করেছেন তার জন্য অনেক উপকৃত হলাম। আপনার পোস্টে জানতে পারলাম জাম্বুরা ফল খেলে অনেক উপকার পাওয়া যায়।প্রকৃতিতে যখন শীত আসবে। তখন অনেকেই ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগবে। ঠাণ্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য জাম্বুরা খেলে ভালো উপকার পাওয়া যায় । এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরাতে বিদ্যমান বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে। ভিটামিন ‘সি’ বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সেইসঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেটের নানারকম হজমজনিত সমস্যার উপশম হয় তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জাম্বুরা ফল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন

Loading...

জাম্বুরা ফলের উপকারিতা নিয়ে আপনি অনেক সুন্দর
একটি পোস্ট করেছেন, আপনাকে ধন্যবাদ
। জাম্বুরা স্বাস্থ্যের জন্য একটি উত্তম ফল হিসেবে পরিচিত। এটি আমাদের শরীরের প্রচুর ভিটামিন সি, ফাইবার, এন্টিক্সিড্যান্ট, এবং অন্যান্য পুষ্টি। জাম্বুরা ফলের ভর্তা অনেক স্বাদু এবং তা লবণ, শুকনো মরিচ, ষরিষার তেল, ও চিনি দিয়ে ভর্তা তৈরির কথা বলেছেন,জা আমার খুবী প্রিয় এবং মুখরোচক।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44