বেলী ফুলের ফটোগ্রাফি ও উপকারিতা !!

in Incredible India2 months ago

IMG_20240430_170949.jpg

নমষ্কার বন্ধুগণ ,,

আজকে আমি আপনাদের মাঝে বেলী ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

আমাদের বাংলাদেশে কতই না রকমের ফুল দেখতে পাওয়া যায় ৷ তার মধ্যে একটি হচ্ছে বেলী ফুল আর এই বেলী ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর এবং এই বেলী ফুল গুলো সচরাচর গ্রামের বাড়িতে দেখতে পাওয়া যায় ৷ তাছাড়াও শহরের এলাকায় বাড়ির ছাদে বা বেলকনিতে টবের মধ্যে এই বেলী ফুল গুলো চাষ করে থাকে বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য ৷

বেলী ফুল প্রত্যেক বাড়িতে রয়েছে কারণ অনেকে পূজা অর্চনা করার জন্য বেলী ফুল ব্যবহার করে থাকে ৷ তাছাড়াও বেলী ফুলের রঙ সাদা আর সাদা রঙের ফুল অনেক দেবদেবীর পছন্দের একটি ফুল ৷ বর্তমান সময়ে এই বেলী ফুল গুলো গাছে ফুটে থাকে ৷

তারপর বেলী ফুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ বেলী ফুলের সুবাস অনেক আকর্ষণীয় যা মানুষের নাকে খুব সহজেই আকৃষ্ট করে তোলে ৷ বেলী ফুল দিয়ে বিভিন্ন রকমের সাবান তৈরি করা হয়ে থাকে তারপর পারফিউম তৈরি করা হয়ে থাকে ৷

বেলী ফুল গ্রীস্মকালে বেশী দেখা যায় আর বর্ষাকালে খুবই কম দেখা যায় ৷ তবে এই বেলী ফুলের গাছ গুসো মাঝাড়ি আকাড়ের হয়ে থাকে আর পাতা গুলো সবুজ রঙের হয়ে থাকে ৷ এই গাছের ডাল গুলো অনেক শক্ত যা খুব সহজে ভেঙ্গে যায় না ৷ তবে অনেকে এই বেলী ফুল কে বনমল্লিকা ফুল নামে চিনে থাকে ৷ বেলী ফুল দুই ধরনের হয়ে থাকে একটি বেলী ফুলের পাপড়ি গুলো খুব ঘন হয়ে থাকে আবার আরেক টি বেলী ফুলের পাপড়ি গুলো খুব পাতলা হয়ে থাকে ৷

IMG_20240430_170934.jpg

IMG_20240430_170917.jpg

এখন জেনে নেওয়া যাক বেলী ফুলের বেশ কিছু উপকারিতা,,,

উপকারিতা
  • বেলী গাছের মূলের অংশ এবং কচি পাতা গুলো বেটে সেই রস বেশ কয়েকদিন যাবৎ ধরে পান করলে সর্দি কাশি নিরাময়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • তারপর জানা যায় বেলী ফুল গাছের মূল অংশ সিদ্ধ করে সেই রস পান করলে শ্বাসকষ্টের সমস্যা দুর হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তারপর বেলী ফুল গাছের পাতার রসের সাথে হালকা চিনি মিশ্রণ করে খেলে বমি বমি ভাব খুব সহজেই দুর হয়ে যায় ৷

  • যদি শরীরের কোন জায়গায় কেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয়ে থাকে তাহলে এই বেলী ফুল গাছের ডালের অংশ বেটে ক্ষত স্থানে লাগিয়ে রাখতে হবে ৷ তারপর যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা মূলত এই বেলী ফুলের পাতার রস পানির সাথে মিশিয়ে পান করলে ঘুম অনেক ভালো হবে ৷

অপকারিতা,,

এই বেলী ফুলের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে ৷ আপনারা কেউ ব্যবহার করতে চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন ৷ আর এতে করে অনেক উপকারিতায় আসবে আশা করা যায় ৷

IMG_20240430_170903.jpg

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার বেলী ফুলের ফটোগ্রাফি ও উপকারিতা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ৷ আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

শুভ রাত্রি🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

বেলি ফুল তো আমাদের সকলেরই চেনা এবং সবারই খুব প্রিয়। আজ আপনি আমাদের মাঝে বেলি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন।আপনার ফটোগ্রাফি বরাবরের মতো খুব সুন্দর লাগে। বেলি ফুলের রস খেলে কাশি নিরাময় হয়এটা জানা ছিলো না।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বেলি ফুলের অনেক উপকারিতা আছে বিশেষ করে সর্দি কাশি শ্বাসকষ্ট আমি এই প্রথম জানলাম যে বেলফুল দ্বারা বমি বমি ভাব রোগ টা ভালো হয়। ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমকালে বেশি বেশি করে পানি পান করবেন

 2 months ago 

সুগন্ধে ভরপুর বেলি ফুল এমন কোন ব্যক্তি নাই যে বেলিফুলের সুগন্ধ তার কাছে ভালো লাগে না।

দুর্দান্ত বেলি ফুলের ফটোগ্রাফির মধ্য দিয়ে উপকারিতা সম্পর্কে খুব ভালো ধারণা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58012.92
ETH 3065.94
USDT 1.00
SBD 2.24