You are viewing a single comment's thread from:

RE: "অ্যাবিউস ও স্প্যামিং এর আক্ষরিক অর্থ/Literal meaning of abuse and spamming "

in Incredible India2 years ago

আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে পোস্টটি লিখার জন্য। এক জন নতুন এবং পুরাতন সকলের জন্যই এটি একটি শিক্ষনীয় পোস্ট বলে আমি মনে করি। আপনি একই সাথে ঘটে যাওয়া একটি খুবই খারাপ ঘটনাটিও উল্লেখ করেছেন যার সাক্ষী আমি নিজেই। আমি এটাই বুঝতে পারছি না একটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে তার ভুল দেখিয়ে দেওয়ার পরেও সে তার নিজের কথায় অটল আছেন। যাই হোক ওইদিকে যেতে চাই না আর। আমি রীতিমত অবাক এডমিন @sduttaskitchen ম্যাম এর এই ব্যাপারটিকে এতো সুন্দর করে হ্যান্ডেল করা দেখে। আসলে কে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত তা তার ব্যবহারেই প্রকাশ পায়।

খুবই সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের উপহার দিয়েছেন। এরই সাথে এটি একটি খুবই সুন্দর সতর্কতামূলক পোস্টও বটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়

Sort:  
 2 years ago 

জানেন তো আমরা ছোটোদের কাছ থেকেও অনেক সময় ভালো কিছু শিখতে পারি। সেদিনের ঘটনায় যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছিলো তিনি যথেষ্ট বয়স্ক। কিন্তু তবুও তার ব্যবহার নিন্দনীয় ছিলো। ঠিক উল্টো দিকে তার তুলনায় অ্যাডমিন ম্যামের বয়স কম ছিলো, কিন্তু বিষয়টি যেভাবে ম্যাম সামলেছেন, সেটা কিন্তু শিক্ষনীয় ছিলো। তাই সবসময় বয়েসে বড় হলেই তিনি সভ্যতা ও ভদ্রতা জানবেন, এমনটা হয়না। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ☺️

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 114924.40
ETH 4508.94
SBD 0.86