"অ্যাবিউস ও স্প্যামিং এর আক্ষরিক অর্থ/Literal meaning of abuse and spamming "steemCreated with Sketch.

in Incredible India2 years ago (edited)
20231109_025024_0000_025031.png

"Edited by canva"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি ভালো কেটেছে।

এই প্লাটফর্মে যারা বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে কাজ করছেন, আশাকরছি প্রত্যেকেই অ্যাবিউস ও স্প্যামিং এই দুটি শব্দের সাথে পরিচিত।

প্রত্যেকেই এটি জানেন যে, স্টিমিট প্লাটফর্মে এই দুটি জিনিসই নিষিদ্ধ। এর আগে আমাদের অ্যাডমিন ম্যাম যদিও এই সংক্রান্ত পোস্ট কমিউনিটিতে শেয়ার করেছেন। তবুও আজ পুনরায় আমি এই সংক্রান্ত কিছু কথা, আমার পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, একই বিষয় নিয়ে ইতিমধ্যেই যখন ম্যাম আপনাদেরকে অবগত করেছেন, তখন নতুন করে কেন আমি আবার সেই বিষয়কেই উপস্থাপন করছি। কারণটা আজ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।

তবে তার আগে কিছু কথা আপনাদের সাথে আরও একবার শেয়ার করতে চাই। আমাদের এই কমিউনিটি একটি জেনারেল কমিউনিটি। এখানে যে কোনো দেশের, যে কোনো ভাষার স্টিমিয়ান কাজ করতে পারেন। তবে যেহেতু এখানে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা বেশি, তাই আমি আজকের এই পোস্টটি বাংলাতেই লিখছি।

IMG-20220907-WA0007.jpg

আমাদের এই কমিউনিটিতে মূলত নতুন ইউজাররা কাজ করে থাকেন। তাই শুরুর দিন থেকেই আমরা তাদেরকে সমস্ত বিষয়টা সঠিকভাবে জানানোর চেষ্টা করি। যারা এতদিন ধরে কমিউনিটিতে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই বিষয়গুলি জানেন। তবে পরবর্তীতে আরো নতুন ইউজাররা আসবে তাদের জন্যই বিশেষত এই পোস্টটি লেখা।

যদি আমি ভুল না হয়ে থাকি, তাহলে আপনারা সকলেই জানেন অ্যাডমিন ম্যাম যখনই এই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেন, তখন তিনি সর্বদা একটা কথাই বলেন, আমাদের কমিউনিটি স্টিমিট প্লাটফর্মের নিয়ম বহির্ভূত নয়। এই প্লাটফর্মের প্রতিটি নিয়মকে সঠিকভাবে পালন করা, এই কমিউনিটির প্রত্যেকটি ইউজারের মৌলিক কর্তব্য।

এই কমিউনিটিতে আমি শুরুর দিন থেকে যুক্ত রয়েছি। তাই এই কমিউনিটির ভালো-মন্দের দিকে লক্ষ্য রাখাটাও আমার একটি দায়িত্ব। আমি নিজেও ভুল করেছি এবং সেই কাজটিকে শুধরে নেওয়ার চেষ্টাও করেছি। কিন্তু কখনোই প্ল্যাটফর্ম এর নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি।

IMG-20220907-WA0007.jpg

traffic-signs-464657_1280.png

source

এই কমিউনিটিতে যুক্ত প্রতিটি ইউজারকে শুরুর দিন থেকে বলা হয়েছে, কমিউনিটির ভিতরে পোস্ট সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, ও পোস্ট সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকলে তারা নির্দ্বিধায় বলতে পারেন, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে কথা বলা এই প্লাটফর্মে নিষিদ্ধ।

কারণ সেই কাজগুলো যদি কোনো স্টিমিয়ান করেন, তাহলে তাদেরকে স্প্যামার বা অ্যাবিউসার হিসাবে গণ্য করা হয়, যেমন, -

➡️ ভোট সংক্রান্ত যে কোনো আলোচনা বা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা।

➡️ এই প্লাটফর্মে কোনো বড় ইউজারের পোস্ট, যদি সেটা কোনো শিক্ষামূলক বার্তা বহন না করে, তাহলে সেটা রিস্টিম করা এবং তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা।

➡️ কোনো পোস্ট পড়ে তার নিচে বিষয় ভিত্তিক কমেন্ট না করে, যদি সকল ইউজারের পোস্টের নিচে একই ধরনের কমেন্ট করা হয়, তাহলে সেটিও কিন্তু অ্যাবিউস হিসেবেই ধরা হয়।

➡️ অনেক সময় অনেক ইউজারকে অন্যের পোস্টে করা কমেন্টের মধ্যে, নিজের পোস্টের লিংক শেয়ার করতে দেখা যায়। এটাও কিন্তু এই প্লাটফর্মে নিষিদ্ধ।

➡️ নিজের লেখার মধ্যে বা কমেন্টের মধ্যে ধমকি কিংবা হিংসাত্মক কোনো বার্তা লেখাও স্প্যামিং।

➡️ নিজের পোস্টের নিচে কোনো বড় ইস্টিমিয়ানকে হ্যাশট্যাগে উল্লেখ করাটাও নিষিদ্ধ।

➡️ কোনো ইউজারকে ঠকানোর উদ্দেশ্যে বা কাউকে ভোট কেনার জন্য প্ররোচিত করা, এই সবটাই কিন্তু অ্যাবিউস হিসেবে দেখা হয়।

সুতরাং এই সকল বিষয় সম্পর্কে সচেতনতা অবলম্বন করে, এই প্লাটফর্মের নিয়ম মেনে কাজ করাটাই আমাদের কমিউনিটির নিয়ম।

IMG-20220907-WA0007.jpg

◾️এছাড়াও কমিউনিটিতে আয়োজিত সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট এ যুক্ত থাকাটাও ইউজারদের দায়িত্ব। কারণ টিউটোরিয়াল ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অ্যাডমিন ম্যাম আলোচনা করেন। যেগুলো অবশ্যই প্রত্যেকটি ইউজারের জানা প্রয়োজন।

◾️ তবে সেই উপস্থিতিটা যেন সত্যিকারার্থে উপস্থিতি হয়। শুধুমাত্র শারীরিক উপস্থিতি একেবারেই কাম্য নয়। সত্যি কথা বলতে, আমরা প্রত্যেকেই এখানে প্রাপ্তবয়স্ক। তাই অন্য মানুষের ব্যবহার, তাদের উপস্থিতি, সবটাই বোঝবার মতন বুদ্ধি বা বয়স আমাদের হয়েছে। তাই কোনটা সত্যিকার অর্থে উপস্থিতি, আর কোনটা নয়, এটুকু কিন্তু আমরা সকলেই বুঝতে পারি।

IMG-20220907-WA0007.jpg

আরো একটি বিষয়কে অবশ্যই পরিষ্কার করে বলার প্রয়োজন আজ অনুভব করছি। সেটি হল পোস্ট ভেরিফিকেশন। আপনারা প্রত্যেকেই এখানে বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন এবং আপনারা নিশ্চয়ই ভেরিফিকেশন ফরম্যাটে দেখে থাকবেন, আমরা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে আপনাদের পোস্টের মান নির্ণয় করে থাকি। সেক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হয়।

তাই আপনাদের পোস্টে ভোট কেন দেওয়া হয়নি, সেই প্রশ্নটা করতে না পারলেও, আপনাদের পোস্টে কেন কম মার্ক দেওয়া হলো, সেই সংক্রান্ত প্রশ্ন অবশ্যই করতে পারেন। কিন্তু সেই প্রশ্নটিও শালীনতার মধ্যে থেকেই করা উচিত। কারণ আপনি যাকে প্রশ্ন করছেন, তার কাছে আপনার প্রশ্নের উত্তর আছে কিনা, সেটি না জেনেই তার সঙ্গে খারাপ আচরণ করাটা আপনার ব্যক্তিত্বের দিক প্রকাশ করে।

আপনার জিজ্ঞাসা থাকতে পারে এবং আপনার প্রশ্নের উত্তর দিতেও আমরা বাধ্য, যেহেতু ভেরিফিকেশনটা আমরা করে থাকি। তাই কি কারণে আপনাকে মার্ক কম দেওয়া হল, তার উত্তর নিশ্চয়ই আমাদের সকলের কাছেই থাকবে। কারণ আমরা প্রত্যেকের পোস্ট পড়ে, তারপরে ভেরিফিকেশন করে থাকি। নিজেদের মনগড়া কোনো নম্বর আমরা দিই না।

যাইহোক এই বিষয়গুলি আসলে আপনাদের সবাইকে অবগত করার ছিল, কারণ এই মুহূর্তে যে সকল ইউজাররা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছে সবটাই জানা।তবে পরবর্তীতে যে সকল ইউজাররা আমাদের সঙ্গে যুক্ত হবেন, যাতে তাদের কাছেও সঠিক তথ্যগুলো পৌঁছায় সেই কারণে এই প্রচেষ্টা।

IMG-20220907-WA0007.jpg

"অভিজ্ঞতা"

গতকাল আমাদের কমিউনিটি থেকে একজন ইউজারকে অ্যাবিউস ট্যাগ দেয়া হয়েছে, কারণ তিনি প্রতিনিয়তই টিউটোরিয়াল ক্লাসে ভোট সংক্রান্ত কথাবার্তা আলোচনা করতেন। এমনকি একাধিকবার তাকে নিষেধ করা সত্ত্বেও অন্য যেকোনো বিষয়ে কথাবার্তা শুরু হলেও, শেষে সবটাই ঘুরে ফিরে ভোট সংক্রান্ত বিষয়েই হতো।

এমনকি টিউটোরিয়াল ক্লাসে জয়েন করার পরে তিনি মাঝে মধ্যেই অনুপস্থিত থাকতেন। তাকে ডাকলে কোনও সাড়া পাওয়া যেত না। এর প্রমাণ এক নয়, একাধিকবার আমরা প্রত্যেকেই পেয়েছি। সব থেকে অবাক ব্যাপার উনি সবসময় অ্যাডমিন ম্যামের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল ওনার প্রশ্ন ছিল বুমিং সংক্রান্ত এবং সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি একটি পোস্টও লিখেছেন। তাই পরবর্তীতে যেন অন্যকেউ একই ঘটনার পুনরাবৃত্তি না করেন, তাই কিছু কথা জানিয়ে রাখি, -

  • প্রথমতঃ- বুমিং সংক্রান্ত প্রশ্ন তুলতে গেলে আগে আপনাকে জানতে হবে বুমিং সোপোর্টের ক্ষেত্রে পোস্ট সিলেক্ট করার নিয়মাবলী। যদি সত্যিই অ্যাডমিনের কোনো ভুল থাকতো, তাহলে এতদিনে নিশ্চয়ই বুমিং টিমের তরফ থেকে তার কাজ নিয়ে প্রশ্ন তোলা হত। কিন্তু যখন সেটা হয়নি, তাহলে বোঝা উচিত অ্যাডমিন ম্যাম কাজটি সঠিক নিয়ম মেনেই করছেন।

  • দ্বিতীয়তঃ- ম্যামের কাজের ভুল ধরার জন্য এখানে আরো অনেক বড় মাপের মানুষ আছেন। তাই মাত্র কয়েক মাস আগে প্লাটফর্মে কাজ করতে আসা একজন ইউজারের কাছে উত্তর দিতে আমাদের এডমিন ম্যাম বাধ্য নন। তবুও তিনি উত্তর দেওয়ার আগেই,তার সাথে যথেষ্ট খারাপ আচরণ করে, ডিসকর্ত থেকে লিভ নিয়ে নেন।

  • তৃতীয়তঃ- ব্যক্তিগত জীবনে আপনি মানুষ হিসেবে কেমন, আপনি আপনার পরিবার বা আপনার পরিচিত মানুষদের সাথে কেমন আচরণ করেন, কি ভাষায় কথা বলেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে যখন আপনি কমিউনিটির কোনো মিটিংয়ে বা টিউটোরিয়াল ক্লাসে আছেন, তখন আপনার ব্যবহৃত শব্দ, কথা বলার ধরন, এই সবটার মধ্যেই ভদ্রতা আশা করা হয়।

কারণ, কথায় আছে মানুষের ব্যবহারই তার পরিচয়। তাই ভদ্র বা অভদ্র এই দুটো জিনিসের পার্থক্য আমরা একটি মানুষের ব্যবহার থেকেই পেয়ে থাকি। গতকাল টিউটোরিয়াল ক্লাসে অ্যাডমিন ম্যামের সাথে যে ধরনের আচরণ তিনি করেছিলেন, আমরা সকলেই তার সাক্ষী।

  • চতুর্থতঃ- যেমনটা আপনারা সকলেই জানেন, এই প্লাটফর্মে কাউকে ধমকি দেওয়া বা কাউকে অপমানজনক বিষয় নিয়ে লেখা নিষিদ্ধ। সেখানে একজন ব্যক্তি কিভাবে অন্য একজন ব্যক্তিকে ধমকির সুরে কথা বলতে পারেন, এই বিষয়টিই গতকাল আমাকে আশ্চর্য করেছে। কাল আবারও বুঝলাম সত্যিই "চোরের মায়ের বড় গলা" প্রবাদটি মিথ্যা নয়।

  • পঞ্চমতঃ- যে দেশেরই নাগরিক হই না কেন, যে ভাষাতেই কথা বলি না কেন, যখন একটি কমিউনিটির ভিতরে আমরা একসাথে অনেকে কাজ করি, তখন প্রত্যেকে সঙ্গে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। ফলে একে অপরের প্রতি ভদ্র আচরনটুকু আমরা প্রত্যেকেই আশা করে থাকি।

IMG-20220907-WA0007.jpg

"উপসংহার"

সবশেষে, একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমাদের এই কমিউনিটিতে অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না। তাতে সেই ইউজার যে দেশেরই হোক না কেন। কারণ এটা যেহেতু একটি জেনারেল কমিউনিটি, তাই এখানে প্রত্যেকটি দেশের ইউজারদেরই সমান চোখে দেখা হয়।

আমি নিজেও ভারতে থাকি এবং গতকাল যে ইউজারকে অ্যাবিউস ট্যাগ দেয়া হয়েছে, তিনিও ভারতবাসী। যাতে কোনো ইউজারের মনে এই প্রশ্ন না জাগে,তাই জানিয়ে রাখি, যে বিচার করার ক্ষেত্রে এই কমিউনিটির অ্যাডমিন ম্যাম দ্বিচারিতা করেন না। কাজের জায়গায় তার কাছে প্রত্যেকটি ইউজার সমান। তাই অন্যায়ের বিচার প্রত্যেকের ক্ষেত্রেই এক।

আজকের লেখা আমি এখানেই শেষ করছি। আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিজেরদের মতামত কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 2 years ago 

অ্যাবিউস ও স্প্যামিং সম্পর্কে আমাদের টিউটোরিয়াল ক্লাসে অনেকবারই আলোচনা হয়েছে এবং আমাদের ম্যাম অনেকবারই এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে।।

আজকে আবারও আপনি এ বিষয়টি নিয়ে আমাদের মাঝে একটি পোস্ট করেছেন সেখানে সকল কিছু আবারো সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমি আপনার পোস্টটি পড়ে আরও ভালোভাবে অবগত হলাম এই বিষয়গুলোর উপর।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে আবারো অ্যাবিউস ও স্প্যামিং বিষয় উল্লেখ করার জন্য।

 2 years ago 

আমার ভালো লাগলো আপনি আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করেছেন। আসলে যেকোনো জায়গায় কাজ করতে হলে, সেখানকার নিয়মগুলো সঠিক ভাবে মেনে কাজ করা উচিত। যাতে নতুন ইউজাররা সকলে সঠিক নিয়ম জেনে কাজ করতে পারে তাই এই প্রচেষ্টা। ভালো থাকবেন।

 2 years ago 

জি দিদি আপনি সঠিক বলেছেন আমরা যেকোনো জায়গায় কাজ করতে যাই না কেন অবশ্যই আমাদের নিয়মাবলী মেনে কাজ করতে হবে।।

আপনিও ভালো থাকবেন।।

very positive thinking towards Steemit users. Steemit is a place where people can share their experiences with other users. The things you say are very useful and meaningful to every other steemians. Thank you for the words that are so perfect to understand

 2 years ago 

Thank you so much for visiting my post and for your beautiful comments. Stay blessed.

 2 years ago 

এই সম্পর্কে এডমিন ম্যাম বার বার আমাদের সতর্ক করেন, কি কি করনীয় সেগুলো স্টিমিট প্ল্যাটফর্ম থেকেও জানি। এর পরেও সেদিন একজন ইউজার যা করলো তা আসলে লজ্জাজনক।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটি সময়োপযোগী দারুণ পোস্ট শেয়ার করার জন্যে।

 2 years ago 

আসলেই ঘটনাটি খুবই লজ্জাজনক ও নিন্দনীয় ছিলো। তবে প্রত্যেকটি ঘটনা আমাদের জীবনে কিছু শিক্ষা দিয়ে যায়, এটাও তেমনি একটি ঘটনা ছিল। যাইহোক, আশাকরি আপনার মতন সকলেই এই পোস্টটি পড়ে অ্যাবিউস ও স্প্যামিং বিষয় গুলোর গুরুত্ব বুঝবে। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে পোস্টটি লিখার জন্য। এক জন নতুন এবং পুরাতন সকলের জন্যই এটি একটি শিক্ষনীয় পোস্ট বলে আমি মনে করি। আপনি একই সাথে ঘটে যাওয়া একটি খুবই খারাপ ঘটনাটিও উল্লেখ করেছেন যার সাক্ষী আমি নিজেই। আমি এটাই বুঝতে পারছি না একটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে তার ভুল দেখিয়ে দেওয়ার পরেও সে তার নিজের কথায় অটল আছেন। যাই হোক ওইদিকে যেতে চাই না আর। আমি রীতিমত অবাক এডমিন @sduttaskitchen ম্যাম এর এই ব্যাপারটিকে এতো সুন্দর করে হ্যান্ডেল করা দেখে। আসলে কে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত তা তার ব্যবহারেই প্রকাশ পায়।

খুবই সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের উপহার দিয়েছেন। এরই সাথে এটি একটি খুবই সুন্দর সতর্কতামূলক পোস্টও বটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়

 2 years ago 

জানেন তো আমরা ছোটোদের কাছ থেকেও অনেক সময় ভালো কিছু শিখতে পারি। সেদিনের ঘটনায় যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছিলো তিনি যথেষ্ট বয়স্ক। কিন্তু তবুও তার ব্যবহার নিন্দনীয় ছিলো। ঠিক উল্টো দিকে তার তুলনায় অ্যাডমিন ম্যামের বয়স কম ছিলো, কিন্তু বিষয়টি যেভাবে ম্যাম সামলেছেন, সেটা কিন্তু শিক্ষনীয় ছিলো। তাই সবসময় বয়েসে বড় হলেই তিনি সভ্যতা ও ভদ্রতা জানবেন, এমনটা হয়না। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ☺️

 2 years ago (edited)

প্রথমেই অপনাকে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।অ্যাবিউস ও স্প্যামিং সম্পর্কে অনেক বার ই আমাদের টিউটোরিয়াল ক্লাসে এডমিন ম্যাম আমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।আর গত টিউটোরিয়াল ক্লাসে
আমাদের একজন বড় ভাই যে ভাবে হুমকির সুরে কথা বলেছেন।তা মোটেও কাম্য নয়।ওনার
আচরণ দেখে মনে হলো যে ওনার ইচ্ছে মতো
ওনাকে বুমিং সাপোর্ট দিতে হবে।নিয়ম বহির্ভূতভাবে ই দিতে হবে।সে কী করে একজন
সিনিয়র মানুষ বলতে পারে।আর আচরণের কথা কী বলব।একে বারেই হতবাক।ম্যান তো পুরো ক্লাশ জুড়েই প্লাটফর্ম সংক্রান্ত কথা ই বলছিলেন।আমরা সবাই মনোযোগ সহকারে শুনছিলাম। হঠাৎ করেই ও নি এমন একটা আচরণ করলেন,যা নূন্যতম ভদ্রতা বোধ আছে বলে, আমার মনে হলো না। আমার খুব খারাপ লাগছিলো বলেই লিখলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়। আমার সবাই এক ই পরিবারের মতো।এটা আমাদের সবাইকে ই মাথায় রাখা উচিত বলে মনে করি।

 2 years ago 

যেখানে সাপোর্ট করার কথা জিজ্ঞাসা বা আলোচনা করা মানা, সেখানে তিনি রীতিমতো দাবি করছিলেন। আর তার ব্যবহার সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আসলে ভদ্রতা কারোর চেহারায় ফুটে ওঠে না, কথাবার্তায় মাধ্যমে প্রকাশ পায়। যাইহোক, আশাকরি সেদিনের পর থেকে সকল ইউজাররা বিষয়টি সম্পর্কে সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আসলেই ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ও সচেতন হতে হবে। কোথায় কি বলতে হয় তা বুঝে শুনে বলা উচিত। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অ্যাবিউস ও স্প্যামিং সম্পর্কে যদিও আগেও অনেকবারই আলোচনা করা হয়েছে তারপরও এখানে আরো বিস্তারিত ভাবে লেখার জন্য বুঝতে আরো সুবিধা হবে সবারই । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে এতো সহজ ভাষায় চমৎকার করে লেখায় নতুন পুরোনো সবাই উপকৃত হবেন।
এতো সুন্দর করে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আসলে চেষ্টা করেছি যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকলের কাছে সহজ ভাষায় তুলে ধরতে পারি। কারন এখানে দীর্ঘ সময় ধরে কাজ করতে গেলে, কিছু বিষয় আমাদের মেনে চলতেই হবে। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমি নিজেও ভারতে থাকি এবং গতকাল যে ইউজারকে অ্যাবিউস ট্যাগ দেয়া হয়েছে, তিনিও ভারতবাসী।

  • আমাদের কমিউনিটি, জেনারেল কমিউনিটি। এখানে সকল দেশ, ভাষা একত্রিত হয়ে আছে। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এটা মনে হয় যে এখানে নতুনদের হাত ধরে পথ চলা শেখানো হয় প্ল্যাটফর্মের নিয়মাবলীর মধ্যে থেকে।

  • তাছাড়া বিগত যে টিউটোরিয়াল ক্লাসের কথা আপনি উল্লেখ করেছেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। নিয়ম সবার জন্য সমান। আমাদের কমিউনিটিতে নিয়মের বহির্ভূত কোনো কাজ গ্রহণ করা হয় না।

  • বেশ গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী আপনি এই লেখাতে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম। ঈশ্বর আপনার সহায় হোন।🙏

 2 years ago 

আসলেই নিয়ম সকলের ক্ষেত্রে সমান। আর আমাদের কমিউনিটি নিজস্ব নিয়মেই চলে তা আরও একবার প্রমানিত। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

✅👌

 2 years ago 

আমাদের প্রতিটা টিউটোরিয়াল ক্লাসে আমাদের এডমিন ম্যাম অ্যাবিউস এবং স্প্যামিং সম্পর্কে বারংবার সতর্ক করেছেন।। এবং ভেট সংক্রান্ত কোনো কথা আলোচনা করা যে সম্পূর্ণ নিষেধ এই কথাটি ও আমাদের সবারই জানা আছে।তারপরেও কিছু মানুষ আছে জানা কথা গুলোর কোনো গুরুত্ব দেন না।।
আমাদের এই কমিউনিটিতে আমি দেখেছি আমাদের প্রতিটা বিষয় অনেক সুন্দর করে শেখানো হয়।। তারপরেও এডমিন ম্যাম এর সাথে এই ধরনের আচরণ টা খুবই লজ্জাজনক ছিল।।
আসলে কিছু মানুষ আছে যারা ভালোর কদর করতে জানে না।। সেও একদিন তার ভুলটা ঠিকই বুঝতে পারবে কিন্তু কোনো লাভ হবে না তখন শুধু আফসোস করা ছাড়া।

অনেক ধন্যবাদ দিদি বিষয় টি সুন্দর করে তুলো ধরার জন্য,,এতে করে সবাই আরো সতর্ক হবে আর নতুনদেরও অনেক কাজে দেবে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমাদের কমিউনিটিতে সকল বিষয় গুলো ভালো ভাবে শেখানো হয়, আর তাতে আপনি উপকৃত হয়েছেন জেনে, কমিউনিটির সদস্য হিসাবে আমার ভালো লাগলো। আসলে আমরা সকলেই ভিন্ন মানুষ, তাই আচার ব্যবহার ও ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তবে সব সময় ভালো কিছু শেখার দিকে আমাদের নজর দেওয়া উচিত। ভালো থাকবেন।

 2 years ago 

অ্যাবিউস ও স্প্যামিং সম্পর্কে এডমিন ম্যাম আমাদের আগেও বারংবার নিষেধাজ্ঞা করেছেন। কিন্তুু কিছু মানুষ আছে এক কথা বারবার রিপ্লাই করতেই পছন্দ করে, যে বিষয়টা জানে না তার কথা আলাদা। কিন্তুু আমি মনে করি আমাদের এই বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করা।

এডমিন নাম একটা কথা বলেন সততা নিয়ে কাজ করা আর আমরা এই প্লাটফর্মে,ও এই কমিউনিটিতে কাজ করছি আর এখানে আমাদের নিজেদের সতর্তা ও প্ল্যাটফর্মের বহিভুক্ত কাজ না করা আমাদেরই দায়িত্ব।

বাকি রইল, ওই ইউজারের কথা টিউটোরিয়াল ক্লাসের ম্যাম খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর শেষের দিকটা আমার কাছে বেশ খারাপ লেগেছে এক কথায় খুবই লজ্জাজনক একটা ব্যাপার ছিল, আমি মনে করি আমাদের প্রত্যেকের নিজের ভুলটা স্বীকার করা খুবই জরুরী, যাই হোক আমাদের এরকম কাছ থেকে বিরত থাকা উচিত।

সবশেষে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আবারো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আমি মনে করি আমার মত নতুন নতুন ইউজাররা খুব সুন্দর ভাবে এই বিষয় সম্পর্কে জানতে পারবে।

 2 years ago 

সত্যিই টিউটোরিয়াল ক্লাসের শেষদিকের ঘটনাটা অনেক লজ্জাজনক ছিলো। এই কথাটাও সত্যি যে, কিছু মানুষ রয়েছে যারা সবটা জানার পরেও একই প্রশ্ন বারংবার করে আমাদেরকে বিব্রত করে থাকেন। আশা করছি এখন থেকে টিউটোরিয়াল ক্লাসে আর তেমন ঘটনা হবে না,যেটা গত সপ্তাহে হয়েছিল। ধন্যবাদ আপনাকে আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত মূল্যবান একটি মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115852.20
ETH 4599.89
SBD 0.86