You are viewing a single comment's thread from:

RE: অন্য মানুষের সফলতা দেখে কখনো হিংসা করবেন না !!

in Incredible India10 months ago

সুন্দর একটি টপিকের উপর লিখেছেন।

মানুষকে দেখে কখনো হিংসা করব না হিংসা খুবই খারাপ একটি জিনিস আমি যাকে আজ হিংসা করছি পৃথিবীটা গোল আমি একদিন বিপদে পড়লে তার কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তখন সে যদি আমাকে ফিরিয়ে দেয় তাই প্রতিটা মানুষের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত।

আমরা চলতে কালে মানুষের সফলতা দেখে খুব হিংসা করি অনেকসময়।একজন কঠোর পরিশ্রম করে তার একটা পজিশন গড়ে তোলে। আর তাতেই আমাদের হিংসা হয়। অথচ একই পরিশ্রম করলে আমরাও আমাদের একটা পজিশন গড়ে তুলতে সক্ষম।তাই আমি মনে করি পরের সফলতায় হিংসাত্মক আচরণ না করে তাকে আরও উৎসাহ প্রদান করা উচিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63565.69
ETH 3484.36
USDT 1.00
SBD 2.53