Incredible India monthly contest August#1|Share your understanding about downvotes.

in Incredible India10 months ago

pexels-cottonbro-studio-4629626.jpgsrc

1. Share your understanding about downvotes.

ডাউন ভোটের প্রসঙ্গ আসলে প্রথমেই বুঝতে হবে আপভোট কি।তাহলে ডাউনভোট কি তা সহজেই বোধগম্য হবে।চলুন তাহলে প্রথমেই আপভোট সম্পর্কে আলোচনা করি।

আপভোট(Upvote]:-

pexels-cottonbro-studio-4629633.jpgsrc
আমাদের ব্যবহার করা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন অন্যকোনো অথরের লেখা কিংবা ছবি আমাদের পছন্দ হয় তখন আমরা তাতে সমর্থন পোষণ করি। এই সমর্থন করাকেই আপভোট বলা হয়।উদাহরণ হিসেবে বলতে পারি,আমরা এখানে স্টিমিট প্লাটফর্মের সদস্য। আমরা অনেকেই প্রায় প্রতিদিন এখানে লেখালেখি করি বা অন্যের লেখা পড়ি। যখন আমাদের লেখাগুলো অন্যকোনো সদস্যের পছন্দ হয় তখন তারা এটাতে লাইক দেয় বা আপভোট দেয়। আমাদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। আমরাও যখন অন্যদের লেখা পড়ি তখন তাদের লেখা আমাদের পছন্দ হয়ে গেলে আমরাও সেটাতে লাইক বা আপভোট দিই। গেলো আপভোটের ব্যাপার।এবার আলোচনা করবো ডাউনভোটের ব্যাপারে।

pexels-kevin-malik-9017561.jpgsrc
আপভোট ও ডাউনভোট উভয়ই একে অপরের বিপরীত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের পায়চারি থাকার কারণে আপভোট-ডাউনভোট,লাইক-ডিজলাইক এই বিষয়গুলোর ব্যাপারে খুব ভালোভাবেই জানাশোনা।আমরা যেমন কারও লেখা বা ছবি পছন্দ হলে লাইক কিংবা আপভোট দিই তেমনি অপছন্দ হলে ডিজলাইক বা ডাউনভোট দিই৷

2. How do downvotes affect our accounts? Describe.

খুব ভালোভাবে বোঝার জন্য এবারও আপভোট-ডাউনভোটের প্রসঙ্গই টানতে হবে।সহজ কথায়,আপভোট দিলে যেমন আমাদের একাউন্টগুলোর সমৃদ্ধি বাড়ে তেমনি ডাউনভোট দিলে আমাদের একাউন্টগুলোর সমৃদ্ধি কমে যায়।একটি ডাউনভোট একটি একাউন্টের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

3. Do you think downvotes can help to reduce plagiarism, abuse, and spamming? Share your opinion.

হ্যাঁ আমি মনেকরি ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে।তবে এপ্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি plagiarism, abuse, and spamming এই বিষয়গুলো সম্পর্কে আমার নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে সঙ্গায়ন করতে চাই।

Plagiarism:-

সহজ ভাষায় বলতে গেলে,অন্যকোনো অথরের লেখা,ছবি কিংবা বিশ্লেষণ করা কোনো তথ্য সংগ্রহ করে নিজের বলে চালিয়ে দেয়াকেই বলা হয় প্লাগিয়ারিজম।এককথায় বলতে গেলে যেটাকে আসলে চুরি বলা হয়।

Abuse:-

এবিউজ এর বাংলা অর্থ অপব্যবহার বা অপপ্রয়োগ। কেউ যদি অন্য কারও লেখায় কিংবা ছবি নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে বিকৃতি কিংবা অপপ্রয়োগ ঘটায় তখন এটাকে বলা হয় এবিউজ। কাউকে বিনা কারণে ছোট করা বা গালি দেওয়াও এবিউজের আওতায় পড়ে।

Spamming:-

স্পামিং হলো এমন কিছু যা একজন অথরের পছন্দ না হওয়া স্বত্ত্বেও তাকে সেন্ড করা।অযথা একজনকে পোক দেওয়া বা মেনশন দেওয়াও স্পামিং এর আওতাভুক্ত। স্পামিং হতে পারে কোনো অযাচিত বিজ্ঞাপন কিংবা লেখা।

ভোট যেমনি করে একটি একাউন্টের সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে তেমনি এই ভোটই একটি একাউন্টের সমৃদ্ধি কমাতেও সক্ষম।তাই আমি মনে করি যারা অসৎ উপায় অবলম্বন করে তাদের স্বার্থ হাসিল করতে চায় তাদের এমন অগর্হিত কাজের প্রাথমিক বাধা হিসেবে ডাউনভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।plagiarism, abuse, and spamming রোধে ডাউনভোটের কোনো বিকল্প নেই।

আমি আমার পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই,যারা এই প্লাটফর্মে কাজ করে ভালো একটা ক্যারিয়ার গড়তে চান তারা অবশ্যই এরকম অসৎ কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করাই শ্রেয়। কারণ,একটি ডাউনভোটের কারণে আপনাদের একাউন্টগুলোর রেপুটেশন একবার খারাপ হয়ে গেলে সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে লাগবে প্রচুর সময়।

আমি আমার কিছু স্টিমিয়ান্স বন্ধুদের ইনভাইট করছি এই কনটেস্টে অংশগ্রহণের জন্য।
@baizid123 @mdrasel442 @samin1
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  

plagiarism, abuse, and spamming রোধে ডাউনভোটের কোনো বিকল্প নেই।

আপনার সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই! এই প্লাটফর্মে অনৈতিক কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে ডাউনভোট দেওয়া ছাড়া বিকল্প কিছু নেই।

যাতে তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং সকল অনৈতিক কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারে ।

  • আমাদের Incredible India কমিউনিটি যে প্রতিযোগিতার আয়োজন করেছে ডাউনভোটের বিষয়ে এবং এই প্রতিযোগিতায় আমরা যারা অংশগ্রহণ করে নিজ নিজ জায়গা থেকে আমাদের মতামত প্রকাশ করেছি, এবং আমাদের এই মতামত গুলো অন্য ইউজাররা পড়ার পরেও যদি কেউ এই প্লাটফর্মে অনৈতিক কাজ করে আমার মনে হয় না সে আর কোনদিন শোধরাতে পারবে।

আমি আমাদের Incredible India কমিউনিটির এডমিন ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমন একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা জন্য।

এর থেকে অনেক ইউজার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাবে।

পরিশেষে আপনার জন্য শুভ কামনা করছি, আপনি আরো অনেক বড় একজন লেখক যেন হতে পারেন, আল্লাহ হাফেজ।

 10 months ago 

সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার প্রতিও শুভকামনা রইল।

 10 months ago 

আসলে যারা অপকর্মের সাথে জড়িত,,, তাদেরকে অবশ্যই শিক্ষা দেয়া উচিত! কারণ একজন যখন শাস্তি পাবে,, তখন অন্য যারা রয়েছে অপকর্মের জন্য প্রস্তুতি গ্রহণ করছে! তারা অবশ্যই নিজেদের জায়গা থেকে সতর্ক হয়ে যাবে।

আপনি আপনার জায়গা থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার চেষ্টা করেছেন! যেটা আপনার পোস্ট পড়ার পরে বুঝতে পারলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 10 months ago 

thank you for your nice comment.

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64107.54
ETH 3514.26
USDT 1.00
SBD 2.53